Mamata Banerjee scolded Humayun Kabir: এবার বিধানসভার অন্দরেই দলের বিধায়ক হুমায়ুন কবীরকে ধমক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। "কেন এত কথা বলো? বেশি কথা বলো না।" বিধানসভায় এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন তাঁর দলের বিধায়করা। প্রত্যেকেই নিজেদের এলাকার নানা সমস্যা নিয়ে কথা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। এদিন তাঁর ঘরে গিয়েছিলেন মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরও।
সম্প্রতি তাঁকে শোকজ করেছে দল। সেই শোকজের উত্তর কয়েকদিনের মধ্যেই দিতে হবে তাঁকে। বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর দলের সব বিধায়করা বৃহস্পতিবার দেখা করতে গিয়েছিলেন। তখনই তাঁর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরও। হুমায়ুনকে দেখা মাত্র মমতা বন্দ্যোপাধ্যায় বলেন "শোকজের জবাব আগে দাও।" সেই সঙ্গে তাঁকে বলতে শোনা যায়, "এত কথা কেন বলো? বেশি বলো না।"
উল্লেখ্য, কলকাতায় তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষের উপর দুষ্কৃতী হামলার পর পরই রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে সরব হয়েছিলেন মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। সেই সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অবিলম্বে উপমুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী করার চিন্তাভাবনা করা উচিত বলেও প্রকাশ্যে মন্তব্য করেছিলেন হুমায়ুন। হুমায়ুনের সেই মন্তব্যে বেজায় অস্বস্তিতে পড়েছিল শাসকদল তৃণমূল। তাঁর সেই মন্তব্যের দিন কয়েকের মাথায় তাঁকে শোকজ করেছে দল। শোকজের উত্তর তাঁকে তিন দিনের মধ্যে দিতে হবে।
আরও পড়ুন- Priest Chinmoy Krishna Das arrested in Bangladesh: বাংলাদেশে মন্দির, হিন্দু মহল্লায় লাগাতার আক্রমণ, ISKCON প্রধানের সঙ্গে কথা মমতার
আরও পড়ুন- West Bengal News Live: ইসকনকে নিষিদ্ধ করার আর্জি খারিজ করল বাংলাদেশ হাইকোর্ট
তবে শোকজের পরেও হুমায়ুন দমেননি। গতকালই তিনি বলেছিলেন, "রাজনীতির ময়দানে কাউকে ভয় করি না। অভিষেকের সমর্থনে কথা বললে কেন শৃঙ্খলাভঙ্গ? অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তো নেত্রীই নিয়ে এসেছেন। তাঁর হয়ে কথা বললে শৃঙ্খলাভঙ্গ হবে কেন? দলেও প্রচুর শত্রু তদন্ত করে দেখুক। আমাকে পরীক্ষা দেওয়ার দরকার নেই। ব্যক্তিগত সম্মানে আঘাত করলে আপোস নয়। যা জানানোর যথাসময়ে দলকে জানাব।''
আরও পড়ুন- Chinmoy Krishna Das Arrested: বাংলাদেশে জেলবন্দি চিন্ময়কৃষ্ণ দাস, একে একে বন্ধ ISKCON মন্দির, 'আগুনে' প্রতিবাদে বিশ্ব হিন্দু পরিষদ