Protest Aganist Waqf (Amendment) Act: রাজ্যে ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদে বিভিন্ন জায়গায় অশান্তি হয়েছে। সব থেকে বেশি মাত্রায় গন্ডগোল হয়েছে মুর্শিদাবাদ জেলায়। সেখানে তিন জনের মৃত্যুও হয়েছে। সরকারি, বেসরকারি গাড়িতে আগুন, ভাঙচুরের ঘটনা ঘটেছে। পুলিশ কর্মীও জখম হয়েছেন। সরকারি অফিসে হামলার ঘটনাও ঘটিয়েছে একদল প্রতিবাদী। হামলা হয়েছে রেলের সম্পত্তিতেও। অশান্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাজ্য পুলিশের সঙ্গে আদালতের নির্দেশে ময়দানে নেমেছে কেন্দ্রীয় বাহিনী। এই পরিস্থিতিতে মুখমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় আজ বুধবার নেতাজি ইনডোর স্টেডিয়ামে গুরুত্বপূর্ণ সভায় বক্তব্য রাখবেন।
আজ ইমাম, মোয়াজ্জেম ও বুদ্ধিজীবীদের নিয়ে নেতাজি ইন্ডোরে সভা মুখমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের। ওই সভায় হাজির থাকবেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। কেন্দ্রীয় ওয়াকফ বিল নিয়ে বক্তব্য রাখবেন মুখমন্ত্রী। তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেশ করবেন ওই সভায়। কেন্দ্রের সংশোধিত ওয়াকফ বিল নিয়ে নিজের অবস্থান ফের একবার স্পষ্ট করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিকে অশান্তি নিয়ে রাজ্য পুলিশ কঠিন বার্তা দিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় সকলের কাছে শান্তির আবেদন জানিয়েছেন। গন্ডগোল এমন পর্যায়ে পৌঁছেছে মুর্শিদাবাদের বিভিন্ন এলাকায় নেট বন্ধ রাখতে হয়েছে। যদিও এখন বেশ কিছু জায়গায় পুনরায় ইন্টারনেট পরিষেবা পুনরায় চালুও হয়েছে।
প্রথম থেকেই কেন্দ্রীয় ওয়াকফ বিলের বিরুদ্ধে প্রতিবাদ করে এসেছেন মমতা বন্দোপাধ্যায়। লোকসভায় বিলের বিপক্ষে ভোট দিয়েছে তৃণমূল কংগ্রেস। এই বিলের বিরুদ্ধে এলাকায় এলাকায় মিছিল করেছে তৃণমূল। বারবার মুখ্যমন্ত্রী বলছেন এই রাজ্যে কিছুতেই ওয়াকফ বিল চালু করবো না। তারপরেও কেন একাংশকে আস্বস্ত করা গেলো না? সেই প্রশ্ন দেখা দিয়েছে। শেষমেশ নেতাজি ইনডোরে ওয়াকফ বিল ইসুতে সভা করে নিজের বক্তব্য আরও একবার স্পষ্ট করে দিতে চাইছেন মমতা বন্দোপাধ্যায়।