Advertisment

Howrah Station: হই হই কাণ্ড হাওড়া স্টেশনে! প্ল্যাটফর্ম ছেয়ে গেল RPF-এ, ট্রেনের কামরায় উঠতেই...

Howrah Station: এদিনের এই ঘটনা জানাজানি হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে হাওড়া স্টেশনে। রেলওয়ে সুরক্ষাবাহিনী গোটা প্ল্যাটফর্ম ঘিরে রেখেছিল।

author-image
Nilotpal Sil
আপডেট করা হয়েছে
New Update
man arrested with a large amount of gold and silver jewelry from Howrah station: হাওড়া স্টেশনে সোনা ও রূপোর গয়না-সহ গ্রেফতার এক ব্যক্তি

Howrah Station: হাওড়া স্টেশন।

man arrested with a large amount of gold and silver jewelry from Howrah station: হই হই কাণ্ড হাওড়া স্টেশনে। ট্রেনের কামরায় উঠে তল্লাশি আরপিএফ-এর। বিপুল পরিমাণে সোনা-রূপোর গয়নার পাশাপাশি নগদ টাকা উদ্ধার করেছে RPF। এই ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। পরে বাজেয়াপ্ত করা সোনা-রূপোর গয়না এবং নগদ টাকা-সহ ওই ব্যক্তিকে আয়কর বিভাগের হাতে তুলে দিয়েছে আরপিএফ।

Advertisment

গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার হাওড়া স্টেশনে তল্লাশি অভিযান চালায় আরপিএফ-এর বাহিনী। সূত্রের খবর, এদিন সাদা পোশাকেও আরপিএফ-এর বেশ কয়েকজন অফিসার এই অভিযানে সামিল ছিলেন। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালাতেই মেলে সাফল্য। একটি দল ১৩০২৩ হাওড়া-গয়া এক্সপ্রেসে উঠে অভিযান চালাতে শুরু করে দেয়। ওই ট্রেনটি এদিন হাওড়া স্টেশনের ১০ নম্বর প্ল্যাটফর্মে ঢোকার আগেই স্টেশন চত্বর ছেয়ে ফেলেছিলেন আরপিএফের অফিসাররা।

হাওড়া স্টেশনে হাওড়া-গয়া এক্সপ্রেস ঢুকতেই আরপিএফ ট্রেনে উঠে তল্লাশি শুরু করে দেয়। ট্রেনের কামরায় কামরায় সন্দেহভাজনের খোঁজে চলে তল্লাশি। শেষমেষ ১৩০২৩ হাওড়া-গয়া এক্সপ্রেসের A-1 কামরায় গিয়ে পৌঁছোন আরপিএফ-এর অফিসাররা। ওই কামরার ২৫ নম্বর আসনে সন্দেহভাজন ব্যক্তির খোঁজ মেলে।

আরও পড়ুন- Purbasthali Incident: পুলিশকর্তার 'তোলাবাজ' গাড়িচালককে হাতেনাতে ধরলেন বিধায়ক, নাটকীয় পাকড়াও-পর্ব জানলে চমকে যাবেন!

আরও পড়ুন-দক্ষিণ কলকাতার আবাসনে টাকার 'পাহাড়', গুণতে যন্ত্র আনল ED

তাকে ধরতেই তার কাছ থেকেই উদ্ধার হয় বিপুল পরিমাণ সোনা ও রূপোর গয়না। আরপিএফ সূত্রে জানা গিয়েছে, এদিন প্রায় ৬০ লক্ষ টাকার সোনার গয়না উদ্ধার হয়েছে। এছাড়াও রূপোর গয়নাও উদ্ধার হয়েছে বিপুল পরিমাণে। ধৃত ব্যক্তির কাছে মিলেছে ৪০ হাজার টাকা নগদ।

আরও পড়ুন- Guru Nannak-Sri Chaitanya: গাছতলায় বিশ্রাম নিচ্ছিলেন গুরু নানক, খানিক দূরেই ছিলেন শ্রীচৈতণ্য, বাংলার এপ্রান্তে সোনার ইতিহাস!

ওই ব্যক্তিকে গ্রেফতার করার পর তাকে জেরা করা শুরু করেন আরপিএফ-এর আধিকারিকরা। পরবর্তী সময়ে ওই ব্যক্তিকে আয়কর বিভাগের হাতে তুলে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

Howrah RPF Gold Howrah Station
Advertisment