RG Kar: এবার আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের নিহত তরুণী চিকিৎসককে শহিদের মর্যাদা দিলেন চিকিৎসকদের একাংশ। মঙ্গলবার আরজি কর কাণ্ডে ন্যায় বিচারের দাবিতে গণ সম্মেলনের আয়োজন করেছিলেন চিকিৎসক সংগঠন। বীরভূমের রামপুরহাট গভঃ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল এবং রাজ্য জুনিয়র ডাক্তার ফেডারেশনের ডাকা সেই সম্মেলনে আরজি করের নির্যাতিতাকে শহিদের মর্যাদা দেওয়া হয়।
রামপুরহাট গভঃ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অ্যাকাডেমিক বিল্ডিং কনফারেন্স রুমে সম্মেলনের আয়োজন করা হয়। জুনিয়র চিকিৎসকদের পাশাপাশি সম্মেলনে উপস্থিত ছিলেন সিনিয়র চিকিৎসকরাও। সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক গৌরাঙ্গ প্রামাণিক বলেন, “মৃত চিকিৎসক নিজের কর্মক্ষেত্রে ধর্ষণ ও খুন হয়েছেন। তাঁর মৃত্যু গোটা দেশ এমনকী গোটা বিশ্বকে নাড়িয়ে দিয়েছে।"
তিনি আরও বলেন, "অভয়া আপোসকামি চরিত্রের কাছে মাথা নত করেননি। তাঁর মৃত্যু সমগ্র দেশ এবং জাতিকে প্রতিবাদী করে তুলেছে। তাই আমরা আমাদের বোনকে শহিদের মর্যাদা দিলাম। সরকারের মুখাপেক্ষী হয়ে আমরা থাকতে চাই না। আমাদের চিকিৎসক সম্প্রদায় তাঁকে শহিদের মর্যাদা দিলাম।”
আরও পড়ুন- Doctor's Protest: বিচারের দাবিতে ফের কলকাতার রাজপথ দখল, চিকিৎসকদের মিছিলে বহু সাধারণ নাগরিক
আরও পড়ুন- Kalyan Banerjee: 'এটা একটা পতাকাহীন রাজনীতি', জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে প্রবল আক্রমণ কল্যাণের
রামপুরহাট গভঃ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ইন্টার্ন শাহাবাজ শেখ বলেন, “অভয়ার ন্যায় বিচার সহ পাঁচ দফা দাবিতে আমাদের গণ সম্মেলনের আয়োজন করা হয়েছে। আমরা চাই রাজ্যের সমস্ত মেডিক্যাল কলেজে থ্রেট কালচার বন্ধ হোক। ঘুঘুর বাসা ভাঙা হোক। কলেজে স্বাভাবিক পরিবেশ ফিরে আসুক। এখানে কিছু সিনিয়ার চিকিৎসক আমাদের দিশা দেখাচ্ছেন। তাদের দেখানো পথে আন্দোলন চালিয়ে যাব।”
আরও পড়ুন- POCSO: পকসোতে ফাঁসির সাজা মহিলা তান্ত্রিকের, যাবজ্জীবন কারাদণ্ড শিশুর দিদার