Body found:সাতসকালে নদীতে ভেসে উঠল গ্রামের তরতাজা যুবকের দেহ! তুমুল চাঞ্চল্য এলাকায়

dead body recovered: বুধবার সকালে নদীতে ওই যুবকের দেহ ভাসতে থাকেন এলাকার মৎস্যজীবীরা। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।

dead body recovered: বুধবার সকালে নদীতে ওই যুবকের দেহ ভাসতে থাকেন এলাকার মৎস্যজীবীরা। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।

author-image
Mina Mondal
New Update
Kultali, Matla river, dead body recovered, missing youth, Palash Sardar, South 24 Parganas, West Bengal, drowning case, police investigation, body found, tragic incident,কুলতলি, মাতলা নদী, মৃতদেহ উদ্ধার, নিখোঁজ যুবক, পলাশ সরদার, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিমবঙ্গ, ডুবে মৃত্যু, পুলিশ তদন্ত, দেহ পাওয়া, মর্মান্তিক ঘটনা

Dead body recovered: নদী থেকে উদ্ধার যুবকের দেহ।

Drowning case: যুবকের অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। গত সোমবার নদীতে মাছ ধরতে গিয়েছিলেন কুলতলির পলাশ সরদার। আর বাড়ি ফেরেননি। উদ্বিগ্ন পরিজনেরা থানায় নিখোঁজ ডায়েরি করেছিলেন।

Advertisment

শেষমেশ বুধবার সকালে মাতলা নদীতে ভেসে উঠল যুবকের দেহ। পুলিশ মৃতদেহটি উদ্ধারের পর ময়নাতদন্তে পাঠিয়েছে। তরতাজা যুবকের এমন মর্মান্তিক পরিণতিতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

দক্ষিণ ২৪ পরগনার কুলতলির বালা হারানিয়া গ্রামের বাসিন্দা পলাশ সরদার। গত সোমবার বিকেলে মাছ ধরতে গিয়েছিলেন নদীতে। কিন্তু ওই দিন সন্ধে পেরিয়ে গেলেও তিনি বাড়ি না ফেরায় উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন পরিবারের সদস্যরা।

Advertisment

আরও পড়ুন- West Bengal News Live Updates: দিল্লি রওনা মুখ্যসচিব মনোজ পন্থের, বিকেলেই নির্বাচন কমিশনে হাজিরা, আজই কড়া কোনও পদক্ষেপ?

তার বাবা, কাকা ও প্রতিবেশীরা নদীর আশেপাশে খোঁজাখুঁজি শুরু করেন। পলাশকে খুঁজে না পেয়ে কুলতলি থানায় একটি নিখোঁজ ডায়েরি করেছিলেন পরিবারের সদস্যরা। 

আরও পড়ুন-embankment breach:সরকারের কোটি-কোটি টাকা জলে! তৈরির মাস খানেকের মধ্যেই ধসে পড়ল বাঁধ

বুধবার সকালে স্থানীয় মৎস্যজীবীরা মাতলা নদীতে ভাসতে থাকা এক যুবকের মৃতদেহ দেখতে পান। দেহটির কাছে গিয়ে বোঝা যায় সেটি নিখোঁজ পলাশের দেহ। খবর পেয়ে পরিবারের লোকজন ঘটনাস্থলে পৌঁছান এবং কুলতলী থানায় খবর দেন।

আরও পড়ুন-IIT:স্বাধীনতার পরেই উচ্চশিক্ষা ও প্রযুক্তিগত উন্নয়নে বৃহত্তর ভাবনা, ফিরে দেখা IIT-র 'গর্বের যাত্রা'!

পুলিশ মৃতদেহ উদ্ধার করে প্রথমে জয়নগর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। পরে দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানোর বন্দোবস্ত করে পুলিশ। স্বাভাবিক এমন তরতাজা যুবকের মর্মান্তিক পরিণতিতে গোটা গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Death Deadbody Kultali