/indian-express-bangla/media/media_files/2025/08/13/river-2025-08-13-13-00-35.jpg)
Dead body recovered: নদী থেকে উদ্ধার যুবকের দেহ।
Drowning case: যুবকের অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। গত সোমবার নদীতে মাছ ধরতে গিয়েছিলেন কুলতলির পলাশ সরদার। আর বাড়ি ফেরেননি। উদ্বিগ্ন পরিজনেরা থানায় নিখোঁজ ডায়েরি করেছিলেন।
শেষমেশ বুধবার সকালে মাতলা নদীতে ভেসে উঠল যুবকের দেহ। পুলিশ মৃতদেহটি উদ্ধারের পর ময়নাতদন্তে পাঠিয়েছে। তরতাজা যুবকের এমন মর্মান্তিক পরিণতিতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
দক্ষিণ ২৪ পরগনার কুলতলির বালা হারানিয়া গ্রামের বাসিন্দা পলাশ সরদার। গত সোমবার বিকেলে মাছ ধরতে গিয়েছিলেন নদীতে। কিন্তু ওই দিন সন্ধে পেরিয়ে গেলেও তিনি বাড়ি না ফেরায় উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন পরিবারের সদস্যরা।
তার বাবা, কাকা ও প্রতিবেশীরা নদীর আশেপাশে খোঁজাখুঁজি শুরু করেন। পলাশকে খুঁজে না পেয়ে কুলতলি থানায় একটি নিখোঁজ ডায়েরি করেছিলেন পরিবারের সদস্যরা।
আরও পড়ুন-embankment breach:সরকারের কোটি-কোটি টাকা জলে! তৈরির মাস খানেকের মধ্যেই ধসে পড়ল বাঁধ
বুধবার সকালে স্থানীয় মৎস্যজীবীরা মাতলা নদীতে ভাসতে থাকা এক যুবকের মৃতদেহ দেখতে পান। দেহটির কাছে গিয়ে বোঝা যায় সেটি নিখোঁজ পলাশের দেহ। খবর পেয়ে পরিবারের লোকজন ঘটনাস্থলে পৌঁছান এবং কুলতলী থানায় খবর দেন।
পুলিশ মৃতদেহ উদ্ধার করে প্রথমে জয়নগর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। পরে দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানোর বন্দোবস্ত করে পুলিশ। স্বাভাবিক এমন তরতাজা যুবকের মর্মান্তিক পরিণতিতে গোটা গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।