SCO Summit 2025: ট্রাম্পের শুল্ক আরোপের মাঝে আরও কাছে ভারত-রাশিয়া-চিন!মোদীকে আলিঙ্গন পুতিনের

SCO Summit 2025: আমেরিকার শুল্ক আরোপের পর এই প্রথম ভারত-রাশিয়া-চিন একসঙ্গে। ইতিমধ্যে চিনা প্রেসিডেন্টের সঙ্গে গতকাল এক গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক করেন প্রধানমন্ত্রী মোদী।

SCO Summit 2025: আমেরিকার শুল্ক আরোপের পর এই প্রথম ভারত-রাশিয়া-চিন একসঙ্গে। ইতিমধ্যে চিনা প্রেসিডেন্টের সঙ্গে গতকাল এক গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক করেন প্রধানমন্ত্রী মোদী।

author-image
IE Bangla Web Desk
New Update
SCO Summit 2025

মোদীকে আলিঙ্গন পুতিনের

SCO Summit 2025: আমেরিকার শুল্ক আরোপের পর এই প্রথম ভারত-রাশিয়া-চিন একসঙ্গে। ইতিমধ্যে চিনা প্রেসিডেটের সঙ্গে গতকাল এক গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক করেন প্রধানমন্ত্রী মোদী। বৈঠকে সীমান্ত সুরক্ষা, আন্তঃবাণিজ্য, দু'দেশের মধ্যে সরাসরি বিমান পরিষেবা চালুর বিষয়ে আলোচনা হয়।

Advertisment

আরও পড়ুন- আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্প, ভূকম্পন অনুভূত দিল্লি-সহ উত্তর ভারতে

এদিকে আজ সোমবার, এসসিও (SCO) শীর্ষ সম্মেলনের আগে চিনের তিয়ানজিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে একে অপরকে আলিঙ্গন করতে দেখা গেল। মুহূর্তের সেই ছবি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। মোদী নিজেই এক্স এবং ইনস্টাগ্রামে ছবি শেয়ার করে লিখেছেন, “প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে দেখা করা  সবসময় আনন্দের।”

Advertisment

আরও পড়ুন-'দাগির' তালিকায় মালদার দাপুটে তৃণমূল নেতা, কোন মন্ত্রীর ঘনিষ্ঠ হওয়ায় মিলেছিল 'পুরষ্কার'?

প্রধানমন্ত্রী মোদীর এই সফর বিশেষ তাৎপর্যপূর্ণ। কারণ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়া থেকে তেল আমদানির জন্য ভারতের উপর ৫০ শতাংশ শুল্ক চাপিয়েছেন। গত ২৭ আগস্ট থেকে কার্যকর হওয়া এই সিদ্ধান্ত ঘিরে আন্তর্জাতিক মহলে তীব্র আলোড়ন তৈরি হয়েছে।

সাত বছর পর চিন সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। গতকাল তিনি চিনে প্রাসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠক করেন। আজ, পুতিন ও জিনপিংকে নিয়ে তিন শীর্ষ নেতা এক মঞ্চে বসতে চলেছেন। আমেরিকার শুল্ক যুদ্ধের আবহে এই সম্মেলনে নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। 

আরও পড়ুন-ভয়াবহ বিস্ফোরণ! মুহূর্তে গুঁড়িয়ে গেল আস্ত ভবন, বুক কাঁপানো মৃত্যু

আজ সকাল ১০টায় মোদী ও পুতিনের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক নির্ধারিত রয়েছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, জ্বালানি সরবরাহ, প্রতিরক্ষা সহযোগিতা এবং বাণিজ্যই হবে আলোচনার মুখ্য বিষয়। মার্কিন চাপের মুখেও ভারত বারবার স্পষ্ট করেছে যে, তারা রাশিয়া থেকে তেল আমদানি চালিয়ে যাবে। কূটনৈতিক মহলের দাবি, এই নীতি বিশ্ববাজারে জ্বালানি সঙ্কট অনেকটাই ঠেকিয়ে দিয়েছে।

আরও পড়ুন-বিজেপি–তৃণমূল আঁতাতের ভয়ঙ্কর অভিযোগ! এবার দাগিদের তালিকায় কার নাম? জানলে চমকে যাবেন

চিনের তিয়ানজিনে অনুষ্ঠিত এই SCO শীর্ষ সম্মেলনে অংশ নিচ্ছেন ২০টিরও বেশি দেশের রাষ্ট্রনেতা এবং আন্তর্জাতিক সংস্থার প্রধানরা। ভারত, রাশিয়া, চিন, পাকিস্তান, ইরান, বেলারুশ, কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান ও উজবেকিস্তান—সকল দেশই এদিনের এই বৈঠকে উপস্থিত। আঞ্চলিক নিরাপত্তা, অর্থনৈতিক সহযোগিতা, সন্ত্রাসবিরোধী পদক্ষেপ এবং সাংস্কৃতিক বিনিময়ই থাকবে আলোচনার কেন্দ্রবিন্দুতে। কূটনৈতিক পর্যবেক্ষকদের মতে, মোদী-পুতিন আলিঙ্গন কেবল আনুষ্ঠানিক সৌজন্য নয়, বরং আমেরিকার শুল্ক যুদ্ধের মাঝেও ভারত-রাশিয়া সম্পর্ক আরও মজবুত করার একটি স্পষ্ট বার্তা।

আরও পড়ুন-'কাটা মুণ্ডু' ইস্যুতে কবিতার খোঁচা, বিজেপিকে নাস্তানাবুদ করলেন মহুয়া

Trump Putin modi