/indian-express-bangla/media/media_files/2025/08/02/modi-slams-trump-dead-economy-comment-bengali-2025-08-02-14-00-19.jpg)
ভারত-মার্কিন সম্পর্কের নতুন অধ্যায়ের সূচনা?
Trump Wishes PM Modi on Birthday: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৫তম জন্মদিনের আগেই তাঁকে শুভেচ্ছা জানালেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জবাবে মোদী ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে বলেন, ভারত-আমেরিকা সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়া তাঁর অন্যতম অগ্রাধিকার। পাশাপাশি ইউক্রেন যুদ্ধ শান্তিপূর্ণভাবে সমাধান করতে আমেরিকার প্রচেষ্টাকেও দৃঢ়ভাবে সমর্থন করেন তিনি।
মোদী এক্স (X) প্ল্যাটফর্মে লিখেছেন, “আপনার মতো আমিও ভারত-আমেরিকা অংশীদারিত্বকে নতুন উচ্চতায় নিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ। ইউক্রেন সংঘাতের শান্তিপূর্ণ সমাধানে আপনার প্রচেষ্টাকে সমর্থন করি।” অন্যদিকে ট্রাম্প তাঁর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যাল (Truth Social)-এ জানান, মোদীর সঙ্গে তাঁর দারুণ কথা হয়েছে। তিনি লিখেছেন, “আমার বন্ধু' নরেন্দ্র মোদীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে অভিনন্দন জানালাম। মোদী অসাধারণ কাজ করছেন। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শেষ করতে আমাদের প্রচেষ্টায় সমর্থনের জন্য ধন্যবাদ।”
উল্লেখ্য যে, এই শুভেচ্ছা বিনিময় এমন এক সময়ে ঘটল যখন মার্কিন যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্যে বিরাট আমদানি শুল্ক আরোপ করেছে। বর্তমানে ভারতীয় পণ্যের উপর আমদানির শুল্ক ৫০% ধার্য করা হয়েছে, যা বিশ্বের মধ্যে সর্বোচ্চ শুল্কগুলির অন্যতম। সম্প্রতি মার্কিন বাণিজ্য সচিব হাওয়ার্ড লুটনিক সতর্ক করে দেন যে, ভারত যদি মার্কিন ভুট্টা না কেনে, তবে তারা আমেরিকান বাজারে প্রবেশাধিকার হারাতে পারে।
"Just had a wonderful phone call with my friend, Prime Minister Narendra Modi. I wished him a very Happy Birthday! He is doing a tremendous job. Narendra: Thank you for your support on ending the War between Russia and Ukraine!" - President Donald J. Trump pic.twitter.com/2IAOyHWKEt
— The White House (@WhiteHouse) September 16, 2025
যদিও এই চাপের মাঝেই মঙ্গলবার ভারত ও আমেরিকা আবারও বাণিজ্য আলোচনা শুরু করেছে। ওয়াশিংটনের তরফে একে “ইতিবাচক পদক্ষেপ” হিসেবে বর্ণনা করা হয়েছে। পর্যবেক্ষকদের মতে, এই আলোচনা দুই দেশের মধ্যে বাড়তে থাকা মতভেদের অবসানে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।
ভারত-আমেরিকার কৌশলগত অংশীদারিত্ব বর্তমানে প্রতিরক্ষা, বাণিজ্য, জ্বালানি ও প্রযুক্তি ক্ষেত্রে বিস্তৃত। চলতি বছরের ফেব্রুয়ারিতে ওয়াশিংটনে অনুষ্ঠিত বৈঠকে দুই দেশের নেতারা ২০৩০ সালের মধ্যে পারস্পরিক বাণিজ্য দ্বিগুণ করে ৫০০ বিলিয়ন মার্কিন ডলারে নিয়ে যাওয়ার লক্ষ্য স্থির করেছিলেন।
Narendra Modi Birthday: ট্রাম্পের শুভেচ্ছা, মেসির উপহার! ৭৫তম জন্মদিনে মোদী যেন 'বিশ্বগুরু'
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us