INDIA-RUSSIA RELATION: ট্রাম্পের হুমকিকে থোড়াই কেয়ার জাতীয় স্বার্থে বিরাট পদক্ষেপ মোদীর, তাকিয়ে দেখল তামাম বিশ্ব

INDIA-RUSSIA RELATION: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া হুমকির মধ্যেই মস্কো পৌঁছেছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (NSA) অজিত ডোভাল।

INDIA-RUSSIA RELATION: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া হুমকির মধ্যেই মস্কো পৌঁছেছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (NSA) অজিত ডোভাল।

author-image
IE Bangla Web Desk
New Update
Modi-Trump

Narendra Modi-Donald Trump: নরেন্দ্র মোদী ও ডোনাল্ড ট্রাম্প।

INDIA-RUSSIA RELATION: জাতীয় স্বার্থে অনড় ভারত! ট্রাম্পের হুমকির মধ্যেই মস্কো পৌঁছলেন অজিত ডোভাল

Advertisment

বাংলা, বাঙালি, বাংলাদেশি বিতর্ক, BJP-তৃণমূলে 'সেটিং' দেখছেন বিশিষ্ট শিক্ষাবিদ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া হুমকির মধ্যেই মস্কো পৌঁছেছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (NSA) অজিত ডোভাল। তার সফরের মূল লক্ষ্য—রাশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা, বিশেষ করে S-400 মিসাইল সিস্টেমের সরবরাহ ও সস্তায় অপরিশোধিত তেল আমদানির বিষয়ে চূড়ান্ত আলোচনা।

Advertisment

রেপো রেট ৫.৫০% থাকল, EMI-তে স্বস্তি! আরবিআই MPC মিটিংয়ের বড় সিদ্ধান্ত কী বার্তা দিল ভারতীয় অর্থনীতিকে

ট্রাম্পের হুমকি উপেক্ষা করেই রাশিয়ার সঙ্গে বৈঠকে ভারত

ডোভালের এই সফর এমন এক সময়ে হচ্ছে যখন আমেরিকা প্রকাশ্যে ভারতকে রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করতে বলেছে। ট্রাম্প অভিযোগ করেছেন, ভারত এই তেল কেনার মাধ্যমে একরকমভাবে ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সাহায্য করছে। ট্রাম্প হুমকি দিয়েছেন, ভারত যদি তেল আমদানি বন্ধ না করে, তাহলে ভারতীয় পণ্যের উপর ২৫% পর্যন্ত শুল্ক চাপানো হবে। তিনি আরও বলেন, “ভারত কোনও ভাল বাণিজ্যিক অংশীদার নয়। আগামী ২৪ ঘণ্টার মধ্যেই বড় শুল্ক বসানো হবে।”

উত্তরকাশীতে ফের প্রকৃতির ধ্বংসলীলা, হড়পা বানে মৃত্যুমিছিল! সীমাহীন ক্ষয়ক্ষতিতে হাহাকার!

ভারতের কড়া জবাব
ট্রাম্পের এই অভিযোগের পরিপ্রেক্ষিতে, ভারতের বিদেশ মন্ত্রক কড়া জবাব দিয়েছে। জানানো হয়েছে, ২০২২ সালে যুদ্ধ শুরুর পর আমেরিকার অনুরোধেই ভারত রাশিয়া থেকে সস্তায় তেল আমদানি করেছিল, যাতে বিশ্ববাজারে তেলের দাম নিয়ন্ত্রণে রাখা যায়।

ভারত স্পষ্ট জানিয়ে দিয়েছে—জাতীয় স্বার্থই প্রথম। অর্থনৈতিক নিরাপত্তা এবং শক্তি চাহিদার প্রশ্নে কোনও দেশের হুমকিকে তারা গুরুত্ব দেবে না।

বছর ঘুরলেই '২৬-এর ভোট, ভার্চুয়াল বৈঠকে দলের নেতাদের দুরন্ত নির্দেশ অভিষেকের

ডোভালের সফরের মূল উদ্দেশ্য কী?

  • NSA অজিত ডোভালের এই রাশিয়া সফরের মূল এজেন্ডাগুলি হল
  • S-400 এয়ার ডিফেন্স সিস্টেম নিয়ে আলোচনা: ইতিমধ্যেই ভারত এস-৪০০-মডেলের ৩টি সিস্টেম পেয়েছে। বাকি ২টির ডেলিভারি নিয়ে আলোচনা হবে।
  • সস্তা অপরিশোধিত তেল: দীর্ঘমেয়াদী আমদানির জন্য বিশেষ কৌশল নির্ধারণ নিয়েও আলোচনার সম্ভাবনা রয়েছে। কৌশলগত সম্পর্ক জোরদার করা: রাশিয়ার সঙ্গে সামরিক ও কূটনৈতিক সম্পর্ক আরও গভীর করা।

S-400: কেন এত গুরুত্বপূর্ণ?
২০১৮ সালে ভারত প্রায় ৪০,০০০ কোটিতে ৫টি S-400 ট্রায়াম্ফ সিস্টেম কেনে। এটি শত্রুর মিসাইল, যুদ্ধবিমান, ড্রোন ধ্বংস করতে রীতিমত পারদর্শী। তিনটি সিস্টেম ইতিমধ্যেই মোতায়েন হয়েছে। বাকি দুটি ২০২৬ সালের মধ্যে সরবরাহ হওয়ার কথা, যা এই সফরের পর পর আরও দ্রুত দেশে সরবরাহ হতে পারে। বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করও এই মাসের শেষে রাশিয়া সফরে যেতে পারেন। ধারাবাহিকভাবে উচ্চপর্যায়ের এই সফরগুলি প্রমাণ করছে যে রাশিয়া-ভারত কৌশলগত বন্ধুত্ব অটুট রয়েছে।

ভারী বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের জেলার পর জেলা, উত্তরবঙ্গের আবহাওয়া নিয়ে বড় আপডেট!

modi Ajit Doval Indo-Russian Relationship