Advertisment

West Bengal Weather Update: 'খেলা' শুরু নিম্নচাপের! তুমুল বৃষ্টির পূর্বাভাস, তালিকায় কোন কোন জেলা? দুর্যোগ চলবে কতদিন?

WB Weather Update: এর আগেও নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে টানা কয়েকদিন তুমুল দুর্যোগ চলেছে। একটানা কয়েকদিনের বৃষ্টিতে নীচু এলাকাগুলি জলমগ্ন হয়ে পড়েছিল। এবার ফের নিম্নচাপের প্রভাবে পুজোর মুখে বৃষ্টি।

author-image
IE Bangla Web Desk
New Update
Weather Update | Kolkata Weather Forecast | IMD Weather Update, রথযাত্রায় রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস

শহর কলকাতার জল-ছবি।

Bengal Weather Forecast: নিম্নচাপের জেরে ফের একবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে পুজোর মুখে বৃষ্টি। সোমবার সকাল থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু। আজ দিনভর থাকবে মেঘলা আকাশ, বৃষ্টির পূর্বাভাস জেলায়-জেলায়। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এই পর্বে কতদিন চলবে দুর্যোগ? আগামী কয়েক দিন কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া? এসব নিয়েই রইল আজকের ওয়েদার আপডেট (Weather Update)।

Advertisment

দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর

নিম্নচাপের প্রভাবে ফের একবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি শুরু। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আজ থেকে বৃষ্টির (Rainfall) সম্ভাবনা আরও বাড়বে। এই পর্বে আগামী বুধবার আজ পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টি চলবে। কোনও কোনও জেলায় বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। রাজ্যের উপকূলবর্তী দুই জেলা দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি। মৎস্যজীবীদের সমুদ্র যেতে নিষেধ করা হয়েছে।

কলকাতার ওয়েদার আপডেট 

নিম্নচাপের প্রভাবে শহর কলকাতাতেও সোমবার সকাল থেকে বৃষ্টি শুরু। আজ দিনভর থাকবে মেঘলা আকাশ। তবে কখনও কখনও রোদের দেখাও মিলবে। হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, কলকাতা শহরে আগামী ৪৮ ঘণ্টায় ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে।

আরও পড়ুন- RG Kar Case: সঞ্জয় একাই? নাকি পিছনে অন্যরাও? সুপ্রিম কোর্টে কী বলবে CBI? নজর গোটা বাংলার

আরও পড়ুন- RG Kar-Jawhar Sircar: 'রাজনীতি ছাড়ছি কিন্তু নীতি ছাড়ব না,' ইস্তফা পুনর্বিবেচনায় মমতার আর্জি ফিরিয়ে বার্তা জহরের

উত্তরবঙ্গের আবহাওয়ার খবর 

এই মরশুমের শুরু থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে প্রবল বৃষ্টি হয়েছে। সেই তুলনায় দক্ষিণবঙ্গে এবছর বর্ষার প্রবেশে বেশ কিছুটা দেরি হয়েছিল। এবার উত্তরবঙ্গের জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, উত্তরবঙ্গের দুই পার্বত্য় জেলা দার্জিলিং এবং কালিম্পঙে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন- Jawhar Sircar Resigns: 'এদের টিকিট দেওয়াই ঠিক নয়', জহর সরকারের ইস্তফায় বললেন সৌগত, কী মত কুণালের?

weather Alipore Weather Office Alipur weather Office Bengal Weather Bengal Weather Forecast Kolkata Weather
Advertisment