Passport Case Arrest: পাসপোর্ট জালিয়াতি মামলায় ফের গ্রেপ্তারি। এবার উত্তর ২৪ পরগনার দত্তপুকুর থানা এলাকা থেকে এক অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। বুধবার ভোরে দত্তপুকুর থানার অন্তর্গত ছোট জাগুলিয়া থেকে পাকড়াও মোক্তার আলম। ২০২১ সালে চুঁচুড়া থানার একটি মামলাতেও তাকে গ্রেপ্তার করা হয়েছিল। পরে ছাড়া পেয়ে যায় সে। ধৃত মোক্তারের ডেরায় তল্লাশি চালিয়ে বেশ কয়েকটি এটিএম কার্ড ও প্যান কার্ড বাজেয়াপ্ত করা হয়েছে।
সূত্রের খবর, আগেও জাল পাসপোর্ট সংক্রান্ত অভিযোগেই তাকে গ্রেফতার করা হয়েছিল। তবে এলাকাবাসীদের দাবি, তারা কেউই জানতেন না মোক্তারের এই অবৈধ কারবারের সঙ্গে যোগের কথা। এলাকাবাসীরা জানতেন, মোক্তার আমদানি-রফতানির ব্যবসা করতেন। জাল পাসপোর্ট বানিয়ে দেওয়ার একটি চক্র এই ঘটনার সঙ্গে জড়িত বলে সন্দেহ করছে পুলিশ। সে ক্ষেত্রে চক্রের জাল কত দূর বিস্তৃত, কারা এই অবৈধ কারবারের সঙ্গে জড়িত, সেই সব প্রশ্নের উত্তর খুঁজতে তদন্ত চালাচ্ছে পুলিশ।
জাল পাসপোর্ট মামলায় ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সম্প্রতি বাংলাদেশের অস্থির পরিস্থিতির আবহে এই বিষয়টি এ রাজ্যে এখন বেশ উদ্বেগের কারণ হয়ে উঠেছে বলে মনে করছেন পুলিশকর্তারা। মহম্মদ ইউনূসের আমলে বাংলাদেশ চূড়ান্ত নৈরাজ্য চলছে। ওপার বাংলার দিকে দিকে জেল থেকে ছাড়া পেয়ে যাচ্ছে জঙ্গিরা। এই বিষয়টি রীতিমতো উদ্বেগের কারণ ভারতের কাছে।
আরও পড়ুন- West Bengal News Live: 'বয়কট বাংলাদেশ', রীতিমতো পোস্টার সাঁটিয়ে বিরাট সিদ্ধান্ত ব্যবসায়ীদের একাংশের
আরও পড়ুন- Merry Christmas 2024: বড়দিনে উৎসবমুখর বাংলার এই তল্লাট, পর্তুগিজ পাড়া গড়ে ওঠার নেপথ্য কাহিনী ভয়ঙ্কর!
ঠিক এই আবহে এ রাজ্যে জাল পাসপোর্ট মামলায় পরপর গ্রেপ্তারি প্রশাসনের উদ্বেগ চরমে তুলেছে। তবে জাল পাসপোর্ট জালিয়াতি চক্রে আরও বহু ব্যক্তির যোগ রয়েছে বলে সন্দেহ করছেন তদন্তকারীরা। রাজ্যের আর কোন কোন জায়গায় এই জাল পাসপোর্টের কারবারিরা ছড়িয়ে রয়েছে তাদের ব্যাপারে বিস্তারিত তথ্য পেতে ধৃতদের দফায় দফায় জেরা চলছে। গত মাসে কলকাতার পার্ক স্ট্রিট এলাকার একটি হোটেল থেকে এক বাংলাদেশি নাগরিক গ্রেপ্তার হয়েছিল। তার কাছ থেকে উদ্ধার হওয়া পাসপোর্টটি ভুয়ো ছিল বলে জানিয়েছিল পুলিশ। নাম ভাঁড়িয়ে ভারতে ঢুকে জাল পাসপোর্ট বানিয়ে কলকাতার একটি হোটেলে সে কাজ জোগাড় করে নিয়েছিল বলেও জেনেছিল পুলিশ।
আরও পড়ুন- Bangladesh Crisis: এদিনও যে দেখতে হবে ভাবেননি ইউনূস, নোবেলজয়ীর বিরুদ্ধে বাংলাদেশে গণঅভ্যুত্থানের ডাক