/indian-express-bangla/media/media_files/2025/10/16/police-2025-10-16-15-08-48.jpg)
North 24 Parganas News: প্রতারককে গ্রেফতার করে নিয়ে যাচ্ছে পুলিশ।
অভিনব প্রতারণার ফাঁদ পেতে প্রায় দুই লক্ষ টাকার সামগ্রী হাতিয়ে নিল এক ব্যক্তি। তবে শেষরক্ষা হয়নি। শেষমেশ পুলিশের জালে ধরা পড়ল অভিযুক্ত।
ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বনগাঁয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, চলতি মাসের ১২ অক্টোবর গোবরডাঙ্গার ব্যবসায়ী অমিত চৌধুরী বনগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি জানান, মনোতোষ দাস নামে এক ব্যক্তি প্রায় দু’লক্ষ টাকার ইঞ্জিনভ্যান তৈরির সামগ্রী অর্ডার দেন ফোন মারফত।
আরও পড়ুন- Cyclone:ফের সাগরে নিম্নচাপের চোখরাঙানি, আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড়, শীত নিয়ে রইল বড় আপডেট!
অমিতবাবু জানান, মনোতোষ তাঁর বনগাঁ এক নম্বর রেলগেট সংলগ্ন দোকানে সেই সামগ্রী ডেলিভারির নির্দেশ দেন। এরপর অমিতবাবু নিজের লোক পাঠিয়ে ডেলিভারির ব্যবস্থা করেন। প্রথমে কালুপুর এলাকায় প্রায় দেড় লক্ষ টাকার মাল নিজে গ্রহণ করেন মনোতোষ, এবং বাকি সামগ্রী এক নম্বর রেলগেটের কাছে দোকানে পৌঁছে দিতে বলেন।
আরও পড়ুন-Adhir Chowdhury:“বাংলার নির্বাচনে চুরি-বাটপারি নতুন নয়”, SIR নিয়ে BJP-র সুরেই সুর মেলালেন অধীর
কিন্তু নির্ধারিত স্থানে পৌঁছে অমিতবাবুর কর্মীরা দেখেন, মনোতোষের দোকানের কোনও অস্তিত্বই নেই। ফোন করেও যোগাযোগ করা যায়নি — মোবাইল ছিল বন্ধ। তখনই বুঝতে পারেন, তাঁরা প্রতারিত হয়েছেন।
পরবর্তীতে অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ কলকাতার নাগেরবাজার এলাকা থেকে মনোতোষ দাসকে গ্রেফতার করে। তাঁর কাছ থেকে উদ্ধার করা হয়েছে খোয়া যাওয়া মালপত্রের একাংশ।
ধৃতকে বৃহস্পতিবার বনগাঁ মহকুমা আদালতে পেশ করে পুলিশ নিজেদের হেফাজতের আবেদন জানায়।