Fraud Case:বাটপারির এমন কায়দায় তাজ্জব পুলিশও! শেষমেশ পুলিশের দুরন্ত তৎপরতায় জালে প্রতারক

North 24 Parganas News: প্রথমটায় বুঝেই উঠতে পারেননি প্রতারিত ব্যবসায়ী। তবে বিষয়টি বুঝতে পেরেই পুলিশের দ্বারস্থ হয়েছিলেন তিনি। পুলিশও সময় নষ্ট না করেই ঝটপট তদন্ত শুরু করে। তাতেই মেলে সাফল্য।

North 24 Parganas News: প্রথমটায় বুঝেই উঠতে পারেননি প্রতারিত ব্যবসায়ী। তবে বিষয়টি বুঝতে পেরেই পুলিশের দ্বারস্থ হয়েছিলেন তিনি। পুলিশও সময় নষ্ট না করেই ঝটপট তদন্ত শুরু করে। তাতেই মেলে সাফল্য।

author-image
Utsab Mondal
New Update
Monotosh Das, Bongaon fraud, Amit Chowdhury complaint, stolen goods recovery, Bengal police arrest, engine van materials, fraud case in Bengal, মনোতোষ দাস, বনগাঁ প্রতারণা, অমিত চৌধুরী অভিযোগ, মাল উদ্ধার, পুলিশ গ্রেফতার, ইঞ্জিনভ্যান সামগ্রী, পশ্চিমবঙ্গ প্রতারণা মামলা

North 24 Parganas News: প্রতারককে গ্রেফতার করে নিয়ে যাচ্ছে পুলিশ।

অভিনব প্রতারণার ফাঁদ পেতে প্রায় দুই লক্ষ টাকার সামগ্রী হাতিয়ে নিল এক ব্যক্তি। তবে শেষরক্ষা হয়নি। শেষমেশ পুলিশের জালে ধরা পড়ল অভিযুক্ত।

Advertisment

ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বনগাঁয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, চলতি মাসের ১২ অক্টোবর গোবরডাঙ্গার ব্যবসায়ী অমিত চৌধুরী বনগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি জানান, মনোতোষ দাস নামে এক ব্যক্তি প্রায় দু’লক্ষ টাকার ইঞ্জিনভ্যান তৈরির সামগ্রী অর্ডার দেন ফোন মারফত।

আরও পড়ুন- Cyclone:ফের সাগরে নিম্নচাপের চোখরাঙানি, আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড়, শীত নিয়ে রইল বড় আপডেট!

Advertisment

অমিতবাবু জানান, মনোতোষ তাঁর বনগাঁ এক নম্বর রেলগেট সংলগ্ন দোকানে সেই সামগ্রী ডেলিভারির নির্দেশ দেন। এরপর অমিতবাবু নিজের লোক পাঠিয়ে ডেলিভারির ব্যবস্থা করেন। প্রথমে কালুপুর এলাকায় প্রায় দেড় লক্ষ টাকার মাল নিজে গ্রহণ করেন মনোতোষ, এবং বাকি সামগ্রী এক নম্বর রেলগেটের কাছে দোকানে পৌঁছে দিতে বলেন।

আরও পড়ুন-Adhir Chowdhury:“বাংলার নির্বাচনে চুরি-বাটপারি নতুন নয়”, SIR নিয়ে BJP-র সুরেই সুর মেলালেন অধীর

কিন্তু নির্ধারিত স্থানে পৌঁছে অমিতবাবুর কর্মীরা দেখেন, মনোতোষের দোকানের কোনও অস্তিত্বই নেই। ফোন করেও যোগাযোগ করা যায়নি — মোবাইল ছিল বন্ধ। তখনই বুঝতে পারেন, তাঁরা প্রতারিত হয়েছেন।

আরও পড়ুন-West Bengal news Live Updates: পুলিশের স্টিকার লাগানো স্করপিও গাড়িতে অপহরণের তোলপাড় ফেলা ঘটনা, জানেন এই ঘটনায় কে গ্রেফতার?

পরবর্তীতে অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ কলকাতার নাগেরবাজার এলাকা থেকে মনোতোষ দাসকে গ্রেফতার করে। তাঁর কাছ থেকে উদ্ধার করা হয়েছে খোয়া যাওয়া মালপত্রের একাংশ।

ধৃতকে বৃহস্পতিবার বনগাঁ মহকুমা আদালতে পেশ করে পুলিশ নিজেদের হেফাজতের আবেদন জানায়।

Arrested North 24 Pargana Bongaon fraud case