Eastern Railway:নিত্যযাত্রীদের জন্য দারুণ খবর! শিয়ালদহ ডিভিশনে আরও বেশি ট্রেন, জানুন সময়সূচি

new AC EMU locals: যাত্রীদের বিপুল চাপ সামাল দিতে এবার পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশনে আরও বেশি লোকাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

new AC EMU locals: যাত্রীদের বিপুল চাপ সামাল দিতে এবার পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশনে আরও বেশি লোকাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

author-image
Joyprakash Das
New Update
eastern rail, rail, eastern railway, kolkata, sealdah division,howrah division,পূর্বরেল, রেল, কলকাতা, হাওড়া ডিভিশন,শিয়ালদহ ডিভিশন

local trains: প্রতীকী ছবি।

new AC EMU locals:যাত্রীদের বিপুল চাপ সামাল দিতে এবার পূর্ব রেলওয়ের শিয়ালদহ বিভাগ আরও কয়েকটি EMU পরিষেবা চালু করার সিদ্ধান্ত নিয়েছে। এই অতিরিক্ত পরিষেবাগুলি ট্রেনগুলিতে ভিড়ের চাপ কমাতে, যাত্রীদের যাতায়াত আরও বেশি মসৃণ করতে এবং ব্যস্ত সময়ে ভ্রমণের চাহিদা আরও ভালভাবে পূরণ করতে সহায়তা করবে। 

Advertisment

যাত্রীদের সুবিধার্থে এবার রানাঘাট - বনগাঁ - শিয়ালদহ এবং শিয়ালদহ - কৃষ্ণনগর সেকশনে ৪টি AC ইএমইউ লোকাল (উভয় ট্রেনই রবিবার ছাড়া প্রতিদিন চলবে), বারাসত - হাসনাবাদ সেকশনে ২টি ইএমইউ লোকাল ০৫.০৯.২০২৫ থেকে (প্রতিদিন চলবে) চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পূর্ব রেলের তরফে দেওয়া বিবৃতিতে জানানো হয়েছে, ৩৩৭৬২ রানাঘাট - বনগাঁ - শিয়ালদহ এসি ইএমইউ লোকাল রানাঘাট থেকে সকাল ৭:১১ টায় ছেড়ে শিয়ালদহ পৌঁছাবে সকাল ৯:৩৭ টায় এবং ৩৩৭৬১ শিয়ালদহ - বনগাঁ - রানাঘাট এসি ইএমইউ লোকাল শিয়ালদহ থেকে সন্ধ্যা ৬:১৪ টায়। রানাঘাটে পৌঁছাবে ২০:৪১ মিনিটে।

Advertisment

আরও পড়ুন- West Bengal News Live Updates: বাঙালি হেনস্থা ইস্যুতে উত্তাল বিধানসভা, 'বিজেপি দেশের লজ্জা', তোলপাড় ফেলা মন্তব্য মমতার

৩১৮৪৫ শিয়ালদহ – কৃষ্ণনগর এসি ইএমইউ লোকাল শিয়ালদহ থেকে ০৯:৪৮ মিনিটে ছেড়ে কৃষ্ণনগরে পৌঁছাবে ১২:০৭ মিনিটে। এবং ৩১৮৪৬ কৃষ্ণনগর – শিয়ালদহ এসি ইএমইউ লোকাল কৃষ্ণনগর থেকে ছেড়ে ০১:৩০ মিনিটে। শিয়ালদহ পৌঁছাবে ১৫:৪০ মিনিটে।

আরও পড়ুন- Suvendu-Mamata:'মমতাকে ১০ গোল খাইয়ে বাড়ি পাঠিয়েছি', বিধানসভায় নজিরবিহীন বিশৃঙ্খলা নিয়ে মুখ্যমন্ত্রীকে আক্রমণ শুভেন্দুর

৩৩৩৩১ বারাসত – হাসনাবাদ ইএমইউ লোকাল বারাসত থেকে ০১:১৫ মিনিটে ছেড়ে ০১:৩৮ মিনিটে হাসনাবাদে পৌঁছাবে এবং ৩৩৩২৬ হাসনাবাদ – বারাসত ইএমইউ লোকাল হাসনাবাদ থেকে ০১:৩৩ মিনিটে ছেড়ে ০১:৫৭ মিনিটে বারাসত পৌঁছাবে।

তাছাড়া, ০৫.০৯.২০২৫ থেকে বিদ্যমান কয়েকটি ইএমইউ পরিষেবার সময় পরিবর্তন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে:

আরও পড়ুন-NIRF 2025:বাংলার মুকুটে জুড়ল 'সোনার পালক'! মোদী সরকারের বিচারে মিলল অনন্য সম্মান! আপ্লুত মুখ্যমন্ত্রী

• ৩৩৮০২ বনগাঁ – শিয়ালদহ লোকাল বনগাঁ থেকে ০৭:১৫ টার পরিবর্তে ০৭:০৫ টায় ছেড়ে শিয়ালদহ পৌঁছাবে ০৯:১৫ টার পরিবর্তে ০৯:১০ টায়।

• ৩৩৩৬৮ বনগাঁ – দমদম ক্যান্টনমেন্ট লোকাল বনগাঁ থেকে ০৭:৪১ টার পরিবর্তে ০৭:১৫ টায় ছেড়ে দমদম ক্যান্টনমেন্ট পৌঁছাবে ০৯:১৬ টার পরিবর্তে ০৮:৫৪ টায়।

• ৩৩৩৬৯ বারাসাত – বনগাঁ লোকাল বারাসাত থেকে ০৬:২০ টার পরিবর্তে ০৫:৫৫ টায় ছেড়ে ০৭:৩০ টার পরিবর্তে ০৭:০৫ টায় বনগাঁ পৌঁছাবে।
• ৩৩৪২২ মধ্যমগ্রাম – শিয়ালদহ লোকাল মধ্যমগ্রাম থেকে ৮:৫২ টার পরিবর্তে ০৮:৩৭ টায় ছেড়ে শিয়ালদহ পৌঁছাবে ০৯:৩৫ টার পরিবর্তে ০৯:২০ টায়।

আরও পড়ুন-Calcutta High Court:SSC-এর নয়া নিয়োগ পরীক্ষায় বসার আবেদন 'দাগি' শিক্ষকদের, আবেদনে কান পাতল হাইকোর্ট?

• ৩৩৪০১ শিয়ালদহ – বারাসাত লোকাল শিয়ালদহ থেকে ১৮:১৪ টার পরিবর্তে ১৮:৩০ টায় ছেড়ে ১৮:৫৮ টার পরিবর্তে ১৯:১৪ টায় বারাসাত পৌঁছাবে।

• ৩০৩৩১ মাঝেরহাট – হাবরা লোকাল মাঝেরহাট থেকে ১৭:৪৮ টার পরিবর্তে ১৭:৩৫ টায় ছেড়ে হাবরা পৌঁছাবে ১৯:৩২ টায়।

• ৩৩৮৯১ দমদম ক্যান্টনমেন্ট – বনগাঁ লোকাল দমদম ক্যান্টনমেন্ট থেকে ১৮:২৬ টার পরিবর্তে ১৮:৩৭ টায়। বনগাঁ পৌঁছাতে ২০:০৮ টার পরিবর্তে ২০:১৯ টায়।

আরও পড়ুন-Mamata Banerjee :বেনজির বিশৃঙ্খলা বিধানসভায়! সাসপেন্ড BJP-র শঙ্কর ঘোষ, 'চুরি, ডাকাতিতে বেঁচে আছেন', তীব্র আক্রমণ মুখ্যমন্ত্রীর

• ৩৩৩৭০ বনগাঁ – বারাসাত লোকাল বনগাঁ থেকে ২০:২০ টার পরিবর্তে ২০:৩০ টায় ছেড়ে যাবে এবং ২১:২৬ টার পরিবর্তে ২১:৪৫ টায় বারাসাত পৌঁছাবে।

• ৩৩৮৫৪ বনগাঁ – শিয়ালদহ লোকাল বনগাঁ থেকে ২০:৪০ টার পরিবর্তে ২০:৪৫ টায় ছেড়ে শিয়ালদহ পৌঁছাবে ২২:৪০ টার পরিবর্তে ২২:৪৫ টায়।

Local Train AC Local Train Sealdah Division Eastern Railway