/indian-express-bangla/media/media_files/2025/05/28/ZKZ0XvDbsZxSVOiK5di2.jpg)
Suvendu Adhikari & Mamata Banerjee: শুভেন্দু অধিকারী ও মমতা বন্দ্যোপাধ্যায়।
Suvendu Adhikari-Mamata Banerjee: বৃহস্পতিবার রাজ্য বিধানসভার বিশেষ অধিবেশনে নজিরবিহীন বিশৃঙ্খলার ছবি ধরা পড়ে। একদিকে শাসক ও অন্যদিকে বিরোধী পক্ষ, দু'পক্ষের তুমুল হই-হট্টগোলে বিধানসভার ক্ষক যেন মাছ বাজারে রূপ নিয়েছিল। গত মঙ্গলবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে বিধানসভার কক্ষে হট্টগোলের জন্য সাসপেন্ড করেছিলেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়।
আজ সেই একই ঘটনার জন্য শঙ্কর ঘোষ,অগ্নিমিত্রা পাল, বঙ্কিম ঘোষ, মিহির গোস্বামী, অশোক দিন্দাকে নিয়ে মোট ৫ BJP বিধায়ককে ফের সাসপেন্ড করেছেন অধ্যক্ষ। বিজেপি বিধায়কদের সঙ্গে এদিন বিধানসভার রক্ষীদের হাতাহাতি পর্যন্ত হয়েছে। এদিন বিধানসভায় বিশৃঙ্খলার দায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাঁধেই চাপিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
বিধানসভার বাইরে এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী বলেন, "তৃণমূল ক্যাডারদের সিকিউরিটি হিসেবে ঢুকিয়েছে বিধানসভায়। শঙ্কর ঘোষ, মিহির গোস্বামী, বঙ্কিম ঘোষ, অগ্নিমিত্রা পালদের মারধর করেছে। শঙ্কর ঘোষকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বঙ্কিম ঘোষ তাঁর বুকে দুটো স্টেন বসানো আছে তিনিও হাসপাতালের পথে। মমতা ব্যানার্জির রাজত্ব খতম হবে।"
মুখ্যমন্ত্রীকে বিঁদে শুভেন্দু আরও বলেন, "ভেবেছিল বিরোধী দলনেতাকে চোর মমতা বিধানসভার বাইরে রেখে ফাঁকা মাঠে গোল দেবে। ভেবেছিলেন ভাষার নামে আইপ্যাক-এর বুদ্ধিতে এখানে গোল করে দিয়ে চলে যাবেন। আমরা মমতা ব্যানার্জিকে দশ গোল খাইয়ে বাড়ি পাঠিয়েছি। তার ১৪ বছর ৫ মাসে কখনও এমন বিরোধিতার সামনে পড়েনি।"
শুভেন্দু বলেন, "দেশভাগের জন্য বিজেপিকে দায়ী করেছে। বিজেপির বিচারধারাকে আক্রমণ করা হয়েছে। মুসলিম তোষণ করার জন্য এবং বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারী মুসলমান এবং রোহিঙ্গাদের বাঁচানোর জন্য এটা করছে। নিন্দার ভাষা নেই। অমিত শাহ চোর? মোদী চোর? যে ভাষা আপনারা শুনেছেন, আমরা এটা মেনে নিতে পারি না।"
আরও পড়ুন-Mahua Moitra:ফের বিতর্কে কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র! নালিশ জানিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি
এদিন বিধানসভার অন্দরে বিজেপি বিধায়কদের তুমুল হেনস্থা হতে হয়েছে বলে অভিযোগ শুভেন্দু অধিকারীর। তিনি বলেন, "ইতিমধ্যেই জেপি নাড্ডা ফোন করে শঙ্কর ঘোষ, বঙ্কিম ঘোষদের স্বাস্থ্যের খবর নিয়েছেন। কেন্দ্রীয় বিজেপি আমাদের পুরো সমর্থন দিচ্ছে। মোদী একটি পদবি। এই পদবির লোকেরা গুজরাটে বেশি আছে, পশ্চিমবঙ্গেও আছে। আজ তাদেরকে 'মোদী চোর' বলা হয়েছে। এই মোদী চোর বলতে গিয়ে রাহুল গান্ধীর মেম্বারশিপ গিয়েছিল। আমি মোদী সম্প্রদায়ের লোকেদের বলব মমতার বিরুদ্ধে যাতে FIR করে।" এরপরেই মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে শুভেন্দু অধিকারী বলেন, "মমতাকে ভবানীপুরে হারাব"।