Murshidabad News:রুজির টানেই জীবনহানি, ভিনরাজ্যে শ্রমিকের মৃত্যু, শোকে পাথর পরিবার

worker dies:তামিলনাড়ুতে কাজ করতে গিয়ে অসুস্থ হয়ে মারা গেছেন ওই ব্যক্তি। পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্যের মৃত্যুতে শোকের ছায়া নেমেছে গ্রামে, দেহ ফিরিয়ে আনার জন্য তৎপর সমাজকর্মীরা।

worker dies:তামিলনাড়ুতে কাজ করতে গিয়ে অসুস্থ হয়ে মারা গেছেন ওই ব্যক্তি। পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্যের মৃত্যুতে শোকের ছায়া নেমেছে গ্রামে, দেহ ফিরিয়ে আনার জন্য তৎপর সমাজকর্মীরা।

author-image
Gopal Thakur
New Update
Murshidabad, Sukur Ali, laborer death, Tamil Nadu, migrant worker, construction worker, Murshidabad news, India labor news, worker dies abroad, expatriate worker,মুর্শিদাবাদ, সুকুর আলী, শ্রমিকের মৃত্যু, তামিলনাড়ু, অভ্যন্তরীণ শ্রমিক, নির্মাণ শ্রমিক, মুর্শিদাবাদ সংবাদ, ভারত খবর, ভিনরাজ্যে শ্রমিক মৃত্যু, পরিযায়ী শ্রমিক

worker dies:কান্নায় ভেঙে পড়েছে শ্রমিকের পরিবার।

ভিনরাজ্যে রুজির টানে গিয়ে ফের এক শ্রমিকের মৃত্যু সংবাদে শোকের ছায়া নেমে এসেছে মুর্শিদাবাদের মধ্য চাচণ্ড গ্রামে। তামিলনাড়ুতে নির্মাণ শ্রমিকের কাজ করতে গিয়ে অসুস্থ হয়ে প্রাণ হারিয়েছেন মধ্য চাচণ্ড গ্রামের সুকুর আলী মীর (৪০)।

Advertisment

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় এক মাস আগে পরিবারের আর্থিক সংকট মেটাতে সুকুর আলী অন্য শ্রমিকদের সঙ্গে তামিলনাড়ুতে যান। কয়েকদিন ধরে অসুস্থ বোধ করছিলেন তিনি। শুক্রবার সকালে সেখানে মৃত্যুবরণ করেন। মৃত্যু সংবাদ বাড়িতে পৌঁছাতেই পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন। সুকুর আলী ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্য। তাঁর স্ত্রী ও ছোটো সন্তানদের ভবিষ্যত এখন অনিশ্চিত।

আরও পড়ুন- West Bengal News Live Updates:না ফেরার দেশে 'আবকি বার মোদী সরকার' স্লোগানের প্রবর্তক, শোকের ছায়া রাজনৈতিক মহলে

Advertisment

মৃত্যুর খবর পেয়ে পরিবারের সঙ্গে যোগাযোগ করেন চাচণ্ড গ্রাম পঞ্চায়েত প্রধানের প্রতিনিধি গোলাপ হোসেন, পঞ্চায়েত সদস্যের প্রতিনিধি রাকিব হোসেন এবং সমাজকর্মী কাদীরুল ইসলাম। ইতিমধ্যেই দেহ বাড়িতে ফেরানোর প্রক্রিয়া শুরু করেছেন সমাজকর্মী কাদীরুল ইসলাম। তিনি তামিলনাড়ু প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে দ্রুত দেহ ফেরানোর ব্যবস্থার চেষ্টা করছেন।

আরও পড়ুন-নামী পানীয় সংস্থার কারখানায় যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার, তুমুল চাঞ্চল্য নরেন্দ্রপুরে

এদিকে, ভিনরাজ্যে শ্রমিকের মৃত্যুর খবরকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। উল্লেখযোগ্য, দিন কয়েক আগেই একই গ্রামের আকতারুল শেখ নামে আরেক শ্রমিক মুম্বাইয়ে মৃত্যুবরণ করেছিলেন। ঠিক সেই পরপরই শুকুর আলীর মৃত্যুতে মধ্য চাচণ্ড গ্রামে শোকের ছায়া আরও গভীর হয়েছে।

আরও পড়ুন-EXCLUSIVE:ঝোলায় খবর, হাতে বল্লম! অযোধ্যা পাহাড়জুড়ে বাংলার শেষ রানারের অদম্য জীবনসংগ্রাম

West Bengal News Murshidabad Migrant worker death