migrant worker:ভিনরাজ্যে কাজে গিয়ে নিখোঁজ বাংলার শ্রমিক, সাংঘাতিক আশঙ্কায় প্রশাসনের হস্তক্ষেপ চায় পরিবার

Murshidabad migrant worker missing:গত কয়েক সপ্তাহে ভিনরাজ্যে বারবার হেনস্থা, অত্যাচারের মুখে পড়তে হচ্ছে এই রাজ্যের পরিযায়ী শ্রমিকদের একটি বড় অংশকে। মুর্শিদাবাদের এক যুবক ভিনরাজ্যে গত ১ মাস ধরে নিখোঁজ।

Murshidabad migrant worker missing:গত কয়েক সপ্তাহে ভিনরাজ্যে বারবার হেনস্থা, অত্যাচারের মুখে পড়তে হচ্ছে এই রাজ্যের পরিযায়ী শ্রমিকদের একটি বড় অংশকে। মুর্শিদাবাদের এক যুবক ভিনরাজ্যে গত ১ মাস ধরে নিখোঁজ।

author-image
Gopal Thakur
New Update
মুর্শিদাবাদ পরিযায়ী শ্রমিক নিখোঁজ,Murshidabad migrant worker missing, মহারাষ্ট্রে পরিযায়ী শ্রমিক নিখোঁজ,migrant worker missing in Maharashtra,আবুসার শেখ নিখোঁজ,Abusar Sheikh missing,আবুসার শেখ বাংলাদেশে ঠেলা, wrongly suspected Bangladeshi ,পরিযায়ী শ্রমিক নির্যাতন অভিযোগ,migrant workers assault in other states, বিএসএফ আর মহারাষ্ট্র পুলিশ অপহরণ,BSF and Maharashtra police migrant issue

Burwan Police Station: বড়ঞা থানা

migrant worker missing:মহারাষ্ট্রের মুম্বইয়ের মাপা, ঢিপা এই এলাকায় স্টিকারের কাজে গিয়ে গত ১ মাস ধরে নিখোঁজ মুর্শিদাবাদের বড়ঞার এক যুবক। কুলি গ্ৰাম পঞ্চায়েতের বদুয়া গ্রামের আবুসার শেখের পরিবার এখন ঘোর উদ্বেগে দিন কাটাচ্ছে। ভিনরাজ্যে কাজে গিয়ে বছর ছত্রিশের আবুসারের হঠাৎ করে উধাও হয়ে যাওয়া ঘিরে প্রবল দুশ্চিন্তায় তাঁর পরিবার। থানায় নিখোঁজ ডায়েরি করেও মেলেনি সুরাহা।

Advertisment

গ্রামে কাজ না থাকায় সংসার চালানোর তাগিদে ভিন রাজ্যে কাজে গিয়েছিলেন বড়ঞার আবুসার। এর আগে বিভিন্ন জায়গায় কাজ করেছেন তিনি। সম্প্রতি মহারাষ্ট্রের মুম্বইয়ের মাপা এলাকায় তিনি একটি স্টিকারের কোম্পানিতে শ্রমিকের কাজে গিয়েছিলেন। সেখানে দীর্ঘ ৭ মাস ধরে কাজ করেছেন আবুসার শেখ। তবে হঠাৎ করে গত ১ মাস ধরে তাঁর সঙ্গে কোনও যোগাযোগ করতে পারছে না পরিবার। দুশ্চিন্তায় ঘুম উড়েছে পরিবারের সদস্যদের।

আবুসারের বাড়িতে রয়েছে দুই কন্যা, স্ত্রী ও মা। ঘরের ছেলে ভিনরাজ্যে কাজে গিয়ে টাকা পাঠাতো, তা দিয়েই কোনও ক্রমে দিন গুজরান হতো পরিবারটির। তবে আচমকা যুবক নিখোঁজ হয়ে যাওয়ায় অথৈ জলে পড়ে গিয়েছে পরিবারটি। এমন পরিস্থিতিতে নিখোঁজ আবুসার শেখের খোঁজের জন্য স্থানীয় বড়ঞা থানায় নিখোঁজ অভিযোগ দায়ের করেও হচ্ছে না কোনও সুরাহা। 

Advertisment

আরও পড়ুন- TMC: ২১ দিনে ৭ খুন, মরছেও তৃণমূল, মারছেও তৃণমূল?, ক্রমেই কি পোক্ত বিরোধীদের অভিযোগ?

টিভিতে-মোবাইল ফোনের মাধ্যমে বিভিন্ন রাজ্যে বাংলাদেশি বলে তকমা দিয়ে পশ্চিমবঙ্গের বাসিন্দাদের আটকে রাখা, অত্যাচার করা এমনকী বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার মতোও খবর পাচ্ছেন আবুসারের পরিবার। বেশিরভাগ ক্ষেত্রেই নিশানা করা হচ্ছে পরিযায়ী শ্রমিকদেরই। তা দেখে তাঁদের চিন্তা আরও বেড়েছে।

আরও পড়ুন- Post Office: এদিক-ওদিক নয়, টাকা রাখুন পোস্ট অফিসে, ৫ বাম্পার স্কিমে দুর্দান্ত রিটার্ন!

আবুসার শেখের এমন নিখোঁজ হওয়ার পর থেকেই পরিবারের সন্দেহ BJP শাসিত মহারাষ্ট্র প্রশাসনের দিকেই। তাঁকেও যদি বাংলাদেশি সন্দেহে আটক করা হয়, তবে কীভাবে মিলবে মুক্তি? ভেবেই পাচ্ছেন না আবুসারের মা-স্ত্রী। অবিলম্বে তাঁকে বাড়িতে ফেরত পাঠানোর দাবি পরিবারের সদস্যদের।

আরও পড়ুন- West Bengal News Live Updates: জনপ্রিয় মডেল-অভিনেত্রীর কাছ থেকে উদ্ধার জাল আধার কার্ড, কলকাতায় চরম চাঞ্চল্য

আবুসারের ভাই বলেন, "দাদার খোঁজ যে দেবে তাঁকে ২০ হাজার টাকা নগদ পুরস্কার দেওয়া হবে। তবে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও ওর কোনও সন্ধান পাওয়া যাচ্ছে না আমাদের প্রাথমিক ধারণা, সেখানকার পুলিশ প্রশাসন হয়তো দাদাকে বাংলাদেশি সন্দেহে আটকে রেখেছে।"

Maharashtra Murshidabad Missing Person migrant worker