Suvendu Adhikari: জাতীয় পতাকাকে অবমাননা! কলকাতা পুলিশের বিরুদ্ধে এবার গর্জে উঠলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গতকালের ‘নবান্ন অভিযানকে’ কেন্দ্র করে রণক্ষেত্র হয়ে ওঠে রাজপথ। রাজ্য সচিবালয়ের উদ্দেশ্যে মিছিল করে যাওয়ার সময় পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ ওঠে। আরজি কর হাসপাতালের নির্যাতিতা চিকিৎসকের মা পুলিশের লাঠিচার্জের শিকার হন বলে অভিযোগ। তাঁর মাথায় চোট লাগে এবং হাতের শাখা পলাও ভেঙে যায়। আহত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। পাশাপাশি পুলিশের লাঠিচার্জে আহত হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপি বিধায়ক অশোক দিন্দা, অগ্নিমিত্রা পাল, শঙ্কর ঘোষ সহ অনেকেই।
রবিবার কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা ঘটনাকে দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেন। কমিশনার আশ্বাস দেন যে সিসিটিভি, ড্রোন ক্যামেরা ও বডি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। নিহত চিকিৎসকের বাবা বলেন, “শুধু দুঃখ প্রকাশে হবে না, দোষীদের উপযুক্ত শাস্তি দিতে হবে।” রবিবারই নির্যাতিতার মায়ের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে হাসপাতালে তাঁকে দেখতে যান বিজেপি নেতা ও প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। আন্দোলনকারীদের অভিযোগ, আদালতের অনুমতি থাকা সত্ত্বেও পুলিশ মিছিল আটকানোর চেষ্টা করেছে। এদিকে গতকালের ঘটনায় পুলিশ জানিয়েছে, মোট সাতটি মামলা দায়ের হয়েছে। যারা সরকারি সম্পত্তি নষ্ট, পুলিশের উপর হামলা এবং আদালতের আদেশ অমান্য করেছে, তাদের চিহ্নিত করার কাজ চলছে।
প্রসঙ্গত, ২০২৪ সালের ৯ আগস্ট উত্তর কলকাতার আরজি কর হাসপাতালে কর্তব্যরত অবস্থায় এক তরুণী চিকিৎসককে ধর্ষণ ও হত্যা করা হয়। এই ঘটনায় কলকাতা পুলিশের প্রাক্তন সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেপ্তার করে কলকাতা পুলিশ। পরে সিবিআইও সঞ্জয়ের বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দেয়। ঘটনার বর্ষ পূর্তিতে নিহত চিকিৎসকের পরিবারের ডাকে এই ‘নবান্ন চলো’ কর্মসূচির আয়োজন হয়। গতকালের নবান্ন অভিযানে পুলিশের বিরুদ্ধে মারধর, লাঠিচার্জের পাশাপাশি জাতীয় পতাকার প্রতি অবমাননার অভিযোগ সামনে এসেছে। এনিয়ে রাজ্যের বিরোধী দলনেতা কলকাতা পুলিশকে সরাসরি কাঠগড়ায় তুলেছেন।
তিনি এক্স হ্যান্ডেলে এক পোস্টে লিখেছেন, "মমতা পুলিশ গতকাল নবান্ন চলো'র আন্দোলনকারীদের সাথে কেমন নির্মম অত্যাচার করেছে তা পুরো বিশ্ব অবগত হয়েছে। এই মনোজ বর্মা এবং তার নেতৃত্বাধীন পুলিশ দেশের জাতীয় পতাকা-কেও অপমান করতে ছাড়েনি। জাতীয় পতাকা-কে পদদলিত করে তার অপমান তো করেছেই কিন্তু এক রাষ্ট্রবাদী দেশপ্রেমিক ভাই যখন জাতীয় পতাকার এই অমর্যাদা না দেখতে পেরে সসম্মানে মাটি থেকে তুলতে যাচ্ছে, তখন তাকে নির্দিষ্ট ভাবে চিহ্নিত করে সিপি মনোজ বর্মার নেতৃত্বাধীন পুলিশ নির্মম ভাবে লাঠিচার্জ করে।আমি গতকালকের এই দেশ বিরোধী ঘটনার তীব্র প্রতিবাদ করছি। আমাদের সাথী বিজেপি বিধায়ক শ্রী শঙ্কর ঘোষ মহোদয় ইতিমধ্যেই গতকাল কর্তব্যরত কলকাতা পুলিশের এই সব দায়িত্বজ্ঞানহীন দোষী পুলিশকর্মী সহ সিপি মনোজ বর্মার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। আমরা এর শেষ দেখে ছাড়বো।"