Kalyani News:ভবঘুরের ব্যাগে হাজার হাজার ভোটার কার্ড, আসল না নকল? তুঙ্গে চর্চা!

voter card scandal:এক ভবঘুরের ব্যাগ থেকে কয়েকশো ভোটার কার্ড উদ্ধার হওয়ায় তোলপাড় তৈরি হয়েছে। উদ্ধার হওয়া কার্ডের মধ্যে তিনটি অসমের কার্ডও রয়েছে। পুলিশ ইতিমধ্যেই ওই ব্যক্তিকে আটক করে তদন্ত শুরু করেছে।

voter card scandal:এক ভবঘুরের ব্যাগ থেকে কয়েকশো ভোটার কার্ড উদ্ধার হওয়ায় তোলপাড় তৈরি হয়েছে। উদ্ধার হওয়া কার্ডের মধ্যে তিনটি অসমের কার্ডও রয়েছে। পুলিশ ইতিমধ্যেই ওই ব্যক্তিকে আটক করে তদন্ত শুরু করেছে।

author-image
Mousumi Das Patra
New Update
Kalyani voter card scandal,  Homeless man voter cards found  ,West Bengal political news  ,BJP TMC conflict Kalyani  ,Voter card investigation,  Assam voter cards found in Bengal,  Uttam Prasad Kalyani news,  Kalyani local news 25 October 2025  ,West Bengal election controversy,  Social media viral news,কল্যাণী ভোটার কার্ড কাণ্ড  ,ভবঘুরের ব্যাগে ভোটার কার্ড  ,উত্তম প্রসাদ,  বিজেপি তৃণমূল সংঘাত,  হুগলি সংবাদ  ,কল্যাণী স্থানীয় সংবাদ,  অসমের ভোটার কার্ড  ,ভোটার কার্ড তদন্ত  ,পশ্চিমবঙ্গ রাজনীতি,  সোশ্যাল মিডিয়ায় ভাইরাল খবর

Kalyani Police Station: কল্য়াণী থানা।

ব্যাগ খুলতেই বেরিয়ে এলো থরে থরে সাজানো ভোটার কার্ড। এভাবেই কল্যাণীতে এক ভবঘুরের ব্যাগ থেকে শুক্রবার কয়েকশো ভোটার কার্ড উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। বিষয়টি নিয়ে এলাকায় রাজনৈতিক তরজা তুঙ্গে উঠেছে।

Advertisment

পুলিশ ওই সন্দেহভাজন যুবককে আটক করেছে। জানা গিয়েছে, ওই যুবকের নাম উত্তম প্রসাদ। তার বাড়ি হুগলির হিন্দমোটর এলাকায়। ওই যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা। জানা গিয়েছে, কল্যাণী পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের মাঝেরচর এলাকায় এক ভবঘুরে যুবককে ঘুরতে দেখা যায়। সন্দেহভাজন ওই ভবঘুরেকে দেখে স্থানীয়দের খটকা লাগে।

আরও পড়ুন- West Bengal News Live Updates:রাজ্যের স্বাস্থ্য নিরাপত্তা নিয়ে প্রশ্ন! SSKM–উলুবেড়িয়া কাণ্ডে নবান্নে জরুরি বৈঠক

Advertisment

স্থানীয়দের মধ্যে দুই যুবক এগিয়ে এসে তাকে ধরে। তার কথাবার্তায় সন্দেহ হওয়ায় স্থানীয়রা তার ব্যাগটি খোলার চেষ্টা করে। ব্যাগ কেড়ে নিয়ে খুলতেই পড়ে যায় বিপুল সংখ্যার ভোটার কার্ড।

এর মধ্যে তিনটি অসমের ভোটার কার্ডও রয়েছে! ওই ভোটার কার্ডগুলি কি জাল নাকি আসল? কার্ডগুলি কল্যাণীর রাস্তার ধারে কি করে এলো? যুবকটি সত্যিই কি কিছু জানে না, নাকি ভনিতা করছে। এই সমস্ত একাধিক প্রশ্ন উঠেছে।

আরও পড়ুন- cyclone alert:বঙ্গোপসাগরে নিম্নচাপ! দক্ষিণবঙ্গে ফিরছে বৃষ্টি, ঘূর্ণিঝড়ের আশঙ্কা জোরদার

পুলিশ সূত্রে জানা গিয়েছে, আটক যুবক তাঁর দিদির বাড়িতে বেড়াতে এসেছিলেন। হাঁটা পথে রাস্তার ধারে খেলার ছলে ঘাসের ঢিবিতে লাথি মারতে এই ভোটার কার্ড দেখতে পায়।

আরও পড়ুন-Malda News:ইংরেজবাজারে রক্তাক্ত ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র! তৃণমূলের স্থানীয় নেত্রীর বিরুদ্ধে মারাত্মক অভিযোগ

ওই কার্ডগুলি উত্তম প্রসাদ ব্যাগে ভরে নেয়। কিন্তু মাঝেরচড় এলাকায় স্থানীয়রা তাকে ধরে টানা হ্যাঁচড়া করে। তাতে পরে এই ভোটার কার্ড ব্যাগ থেকে পড়ে যায়।এই খবর দ্রুত ছড়িয়ে পড়ে। কল্যাণী মহকুমাশাসকের দপ্তরেও গোটা বিষয়টি জানানো হয়।

police Nadia Kalyani Voter Card