GK-Busiest bus terminus:পশ্চিমবঙ্গের 'সবচেয়ে ব্যস্ত' ৫ বাসস্ট্যান্ডের নাম জানেন? তালিকায় আপনার বাড়ির কাছেরটিও?

Busiest bus terminus West Bengal: বর্তমান সময়ে পশ্চিমবঙ্গের 'সবচেয়ে ব্যস্ত' ৫টি বাসস্ট্যান্ডের নাম জেনে নিন। সেই তালিকায় আপনার বাড়ির কাছের অত্যন্ত পরিচিত এই বাসস্ট্যান্ডটিও থাকতে পারে।

Busiest bus terminus West Bengal: বর্তমান সময়ে পশ্চিমবঙ্গের 'সবচেয়ে ব্যস্ত' ৫টি বাসস্ট্যান্ডের নাম জেনে নিন। সেই তালিকায় আপনার বাড়ির কাছের অত্যন্ত পরিচিত এই বাসস্ট্যান্ডটিও থাকতে পারে।

author-image
Nilotpal Sil
New Update
busiest bus terminus West Bengal  ,busiest bus stand Kolkata  ,Esplanade/Dharmatala bus terminus,  Babughat bus terminal Kolkata  ,Howrah central bus terminus,  Santragachhi bus terminus traffic  ,Jadavpur 8B bus terminus crowd,পশ্চিমবঙ্গের ব্যস্ততম বাস টার্মিনাল  ,কলকাতা এসপ্লানেড বাস স্ট্যান্ড  ,বাবুগ hat বাস টার্মিনাল  ,হাওড়া সেন্ট্রাল বাস টার্মিনাস,  সংতরাগাছি বাস টার্মিনাস,  যাদবপুর ৮বি বাস স্ট্যান্ড,  কলকাতার ব্যস্ততম বাস স্ট্যান্ড

Busiest bus terminus West Bengal: প্রতীকী ছবি।

busiest bus terminus West Bengal: সাধারণভাবে এই সব প্রশ্নগুলি মাঝেমধ্যেই চাকরির পরীক্ষার ইন্টারভিউয়ে আসতে পারে। অনেকে আবার নিছকই কৌতূহল বশত এই সব প্রশ্নের উত্তর জানতে চান। আপনি কি জানেন বর্তমানে পশ্চিমবঙ্গের অন্যতম 'সবচেয়ে ব্যস্ত' ৫টি বাসস্ট্যান্ডের নাম? তালিকায় আপনার বাড়ির কাছের বাসস্ট্যান্ডটিও আছে নাকি? 

Advertisment

বিভিন্ন সমীক্ষা অনুযায়ী দেখা গিয়েছে, বর্তমান সময়ে পশ্চিমবঙ্গের সবচেয়ে ৫টি ব্যস্ততম বাসস্ট্যান্ড হল, ১. কলকাতার এসপ্ল্যানেড বা ধর্মতলা বাসস্ট্যান্ড, ২. কলকাতা শহরেরই বাবুঘাট বাসস্ট্যান্ড, ৩. হাওড়া স্টেশন সংলগ্ন বাসস্ট্যান্ড, ৪. সাঁতরাগাছি বাস টার্মিনাস এবং ৫. কলকাতা দক্ষিণ শহরতলীর যাদবপুর ৮-বি বাস স্ট্যান্ড।

১. এসপ্ল্যানেড বা ধর্মতলা বাসস্ট্যান্ড

Advertisment

এটি পশ্চিমবঙ্গের সবচেয়ে ব্যস্ততম বাস টার্মিনাস। প্রতিদিন ২ হাজারেরও বেশি দূরপাল্লার বাস এই বাসস্ট্যান্ড থেকেই যাতায়াত করে। রাজ্যের বৃহত্তম মেট্রো ইন্টারচেঞ্জ হিসেবে কাজ করে এই ধর্মতলার বাসস্ট্যান্ডটি। ফি দিন দেশের বিভিন্ন প্রান্তে যেতে এই ধর্মতলার বাসস্ট্যান্ডে ভিড় জমান হাজার-হাজার যাত্রী।

আরও পড়ুন- GK-Indian Railways:বর্তমানে পশ্চিমবঙ্গের অন্যতম সবচেয়ে ব্যস্ত ৫টি রেলস্টেশনের নাম কী? জানলে অবাক হবেন!

২. কলকাতার বাবুঘাট বাসস্ট্যান্ড

রাজ্যের সবচেয়ে ব্যস্ততম বাস স্ট্যান্ডের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে কলকাতার আরও এক বাস স্ট্যান্ড বাবুঘাট। বিবাদী বাগের কাছে অবস্থিত হুগলি নদীর তীরে রয়েছে এই বাসস্ট্যান্ডটি। বাবুঘাট রাজ্য এবং আন্তঃরাজ্য বাসের জন্য একটি ব্যস্ত কেন্দ্র। এখান থেকেই ওড়িশা, ঝাড়খণ্ড, বিহার সহ বেশ কিছু রাজ্যের একাধিক রুটে বাস চলাচল করে। সবচেয়ে জনবহুল বাসস্ট্যান্ডগুলির মধ্যেও অন্যতম হল এই বাবুঘাট।

আরও পড়ুন- weekend getaways:উইকেন্ড ট্রিপের জমাটি মজা! বর্ষায় মনের আরাম নিতে পাড়ি জমান কলকাতার কাছের এই প্রান্তে

৩. হাওড়া স্টেশন সংলগ্ন বাসস্ট্যান্ড 

বাংলার সবচেয়ে ব্যস্ততম বাসস্ট্যান্ডের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে হাওড়া রেলওয়ে স্টেশন সংলগ্ন বাসস্ট্যান্ডটি। হাওড়া বাসস্ট্যান্ড থেকে প্রতিদিন ৫০০-র বেশি বাস যাতায়াত করে। ফি দিন ৫০ থেকে ৬০ হাজারের বেশি যাত্রী এই হাওড়া স্টেশন সংলগ্ন বাসস্ট্যান্ড থেকে যাতায়াত করেন। বিশেষ করে সকাল এবং সন্ধ্যের ব্যস্ত সময়ে এখানে বিপুল সংখ্যক যাত্রীর জমায়েত লক্ষ্য করা যায়।

আরও পড়ুন- Offbeat destination: মন্ত্রমুগ্ধকর প্রাকৃতিক শোভায় মন মজবেই! ঢুঁ মারুন দার্জিলিঙের নাকের ডগার এই ফাটাফাটি গন্তব্যে

৪. সাঁতরাগাছি বাস টার্মিনাস 

হাওড়া জেলার অন্তর্গত এই সাঁতরাগাছি বাসস্ট্যান্ডটিও রাজ্যের সবচেয়ে ব্যস্ততম বাস স্ট্যান্ডগুলির মধ্যে অন্যতম। কলকাতাগামী বাস কিংবা আঞ্চলিক রুটের বাসের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ স্ট্যান্ড। সাঁতরাগাছি বাস টার্মিনাসটি কলকাতা শহরের কাছে এবং উত্তর ২৪ পরগনা থেকে কোনা এক্সপ্রেসওয়ে এবং জাতীয় সড়ক ১৬-এর মাধ্যমে সংযোগকারী রুটে বাস পরিষেবা দিয়ে থাকে।

আরও পড়ুন- weekend getaways:উইকেন্ড ট্রিপের জমাটি মজা! বর্ষায় মনের আরাম নিতে পাড়ি জমান কলকাতার কাছের এই প্রান্তে

৫. যাদবপুর ৮-বি বাসস্ট্যান্ড

রাজ্যের অন্যতম ব্যস্ত বাস স্ট্যান্ডগুলির মধ্যে রয়েছে দক্ষিণ কলকাতার যাদবপুর ৮-বি বাসস্ট্যান্ড। কলকাতা দক্ষিণ শহরতলীর এই বাসস্ট্যান্ড থেকে হাওড়া, সল্টলেক, বেহালা এবং কলকাতা শহর-সহ শহর বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য এসি এবং নন এসি বাস পরিষেবা রয়েছে। সকাল থেকে শুরু করে দিনে-রাতে সব সময় এই বাসস্ট্যান্ডে যাত্রীদের ভিড় লেগেই থাকে।

news of west bengal Busiest bus terminus gk