/indian-express-bangla/media/media_files/2025/10/19/nandurbar-maharashtra-pickup-accident-8-dead-8-injured-2025-10-19-08-47-01.jpg)
ভয়ঙ্কর পথদুর্ঘটনায় মৃত্যুমিছিল
ভয়ঙ্কর পথদুর্ঘটনায় মৃত্যুমিছিল। অষ্টম্বা দেবী মন্দির দর্শন করে ফেরার পথে ভয়ঙ্কর দুর্ঘটনায় বাসের মধ্যেই তালগোল পাকিয়ে যায় একের পর এক দেহ। দুর্ঘটনায় অভিঘাতে বাসটি দুমড়ে মুচড়ে গিয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়। বাসের পিছনের অংশ একেবারে চুরমার হয়ে গিয়েছে।
আরও পড়ুন-বাংলায় রাষ্ট্রপতি শাসন? ডেডলাইন বেঁধে আগুনে হুঙ্কার শুভেন্দুর
মহারাষ্ট্রের নন্দুরবার জেলায় ভয়াবহ পথ দুর্ঘটনায় কমপক্ষে আটজনের মৃত্যু হয়েছে এবং ১৫ জন গুরুতর আহত হয়েছেন। শনিবার একটি দ্রুতগতির বাস নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন-উত্তরবঙ্গে ফের আক্রান্ত বিজেপি, দার্জিলিংয়ে সাংসদের উপর হামলার ঘটনায় গর্জে উঠলেন শুভেন্দু
পুলিশ সূত্রে জানা গেছে, নিয়ন্ত্রণ হারিয়ে তীর্থযাত্রী বোঝাই বাসটি রাস্তা থেকে ছিটকে খাদে গড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয় প্রশাসন ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং উদ্ধারকাজ শুরু করে।
Maharashtra | Eight people died in an accident in the Shahada police jurisdiction of Nandurbar district. The accident occurred when a vehicle fell at Chandshali Ghat in Nandurbar. Eight others were injured and are being treated at a nearby hospital: Nandurbar Police
— ANI (@ANI) October 18, 2025
আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের অবস্থা গুরুতর, তাদের অন্যত্র রেফার হয়েছে উন্নত চিকিৎসার জন্য। মৃতদের দেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে।
আরও পড়ুন-“আমার দরজা ওর জন্য আজও খোলা”, শোভনের প্রত্যাবর্তনে খুশির বাঁধ ভাঙল রত্না চট্টোপাধ্যায়ের
প্রাথমিক তথ্য অনুযায়ী, দুর্ঘটনার সময় বাস যাত্রীরা অষ্টম্বা দেবী মন্দির থেকে ফিরছিলেন। আহতদের মধ্যে বাস চালকও রয়েছেন, বর্তমানে তিনি চিকিৎসাধীন। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। মর্মান্তিক দুর্ঘটনা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।