/indian-express-bangla/media/media_files/2025/09/10/ongc-2025-09-10-15-37-42.jpg)
Natural gas discovery: প্রাকৃতিক গ্যাসের সন্ধান মিলতেই এলাকায় জোরদার তৎপরতা শুরু।
বনগাঁর কামদেবপুরে প্রাকৃতিক গ্যাসের সন্ধান পেল ONGC, স্থানীয় আকাইপুর গ্রাম পঞ্চায়েতকে ওএনজিসি তরফ থেকে দেওয়া হল অ্যাম্বুলেন্স। অশোকনগরের পর এবার বনগাঁর গোপালনগরের আকাইপুর। বিপুল পরিমাণে প্রাকৃতিক গ্যাসের সন্ধান পেল ওএনজিসি। এবার এবং তেলের সন্ধানও চালাচ্ছে ওএনজিসি।
স্থানীয় কামদেবপুরে কয়েকবছর আগেও খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাসের সন্ধান চালাচ্ছিল ওএনজিসি। প্রায় চার বছর ধরে এই সন্ধান চালাচ্ছেন ওএনজিসি-র আধিকারিকরা। তাঁরা আশাবাদী কিছুদিনের মধ্যেই মিলবে প্রাকৃতিক গ্যাস।
আরও পড়ুন- শুভেন্দুর কাঁথিতে বসেই অভিষেকের দুরন্ত কীর্তি দারুণ চর্চায়!
বুধবার আকাইপুর গ্রাম পঞ্চায়েতকে ওএনজিসি তরফ থেকে স্থানীয় মানুষের সুবিধার্থে একটি অ্যাম্বুলেন্স দেওয়া হয়েছে। ওএনজেসি কর্তা মানস কুমার নাথ (বেসিন ম্যানেজার) জানিয়েছেন, কামদেবপুর এলাকায় কয়েক বছর ধরে প্রাকৃতিক গ্যাস ও তেলের সন্ধান চালানো হচ্ছে। তারা আশাবাদী এখান থেকে প্রাকৃতিক গ্যাস উত্তোলন করা যাবে।
ওএনজিসির তরফ থেকে প্রাকৃতিক গ্যাস ও তেল উত্তোলনের জন্য যে কাজ এলাকায় চলছে তাতে খুশি স্থানীয় বাসিন্দারা। স্থানীয় এক পঞ্চায়েত সদস্য বলেন, "এখানে প্রাকৃতিক গ্যাসের সন্ধান মিলেছে। ইতিমধ্যে একটা বোরিংয়ের কাজ সম্পন্ন হয়েছে। আমরা সব সময় সহযোগিতা করছি। এখানে গ্যাস উত্তোলন হলে এলাকারও উন্নয়ন হবে।"
আরও পড়ুন-Amader Para Amader Samadhan:পাড়ায় সমাধান শিবিরে গিয়ে তালাবন্দি BDO, বিরাট বিক্ষোভে দিলেন দৌড়!
এই বিষয়ে উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের কো -মেন্টর বিশ্বজিৎ দাস জানিয়েছেন, ওএনজিসি কর্তাদের সঙ্গে কথা হয়েছে। এখানে প্রাকৃতিক গ্যাসের সন্ধান মিলেছে । প্রশাসনিক কারণে ওরা সবকিছু খোলাসা করে বলতে পারছেন না। এখানে গ্যাস তেল উত্তোলন হলে এলাকার অর্থনৈতিক উন্নয়ন ঘটবে।