Kolkata News:‘হাজিরা নেই, মর্যাদাও নেই’, SIR নিয়ে BLO-দের প্রশিক্ষণে ক্ষোভের আগুন নজরুল মঞ্চে

BLO training:ভোটার তালিকা সংশোধনের প্রশিক্ষণ চলাকালীন চূড়ান্ত বিশৃঙ্খলা। শিক্ষক-শিক্ষিকাদের একাংশের অভিযোগ—স্কুলের কাজের পাশাপাশি নির্বাচন কমিশনের দায়িত্বও সামলাতে হচ্ছে, তবু স্কুলের হাজিরা খাতায় নাম নেই।

BLO training:ভোটার তালিকা সংশোধনের প্রশিক্ষণ চলাকালীন চূড়ান্ত বিশৃঙ্খলা। শিক্ষক-শিক্ষিকাদের একাংশের অভিযোগ—স্কুলের কাজের পাশাপাশি নির্বাচন কমিশনের দায়িত্বও সামলাতে হচ্ছে, তবু স্কুলের হাজিরা খাতায় নাম নেই।

author-image
IE Bangla Web Desk
New Update
Nazrul Manch protest,  BLO training Kolkata  ,teacher protest West Bengal  ,voter list verification training  ,election commission West Bengal  ,attendance dispute teachers,  school teachers BLO duties,  SIR announcement West Bengal  ,Kolkata education department,  BLO training chaos,নজরুল মঞ্চ বিক্ষোভ  ,বি.এল.ও. প্রশিক্ষণ,  কলকাতা শিক্ষক বিক্ষোভ,  নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গ,  ভোটার তালিকা যাচাই,  শিক্ষক হাজিরা সমস্যা  ,বিদ্যালয় ও কমিশনের দ্বন্দ্ব,  প্রশিক্ষণ কেন্দ্রে উত্তেজনা,  বি.এল.ও. দের প্রতিবাদ,  শিক্ষা দপ্তর ও প্রশাসনিক নির্দেশিকা

BLO training : নজরুল মঞ্চে BLO-দের প্রশিক্ষণ পর্ব। এক্সপ্রেস ফটো: পার্থ পাল।

Nazrul Manch protest: শনিবার কলকাতার নজরুল মঞ্চে ভোটার তালিকা সংশোধন সংক্রান্ত প্রশিক্ষণ চলাকালীন চূড়ান্ত বিশৃঙ্খলার সৃষ্টি হয়। নির্বাচন কমিশনের উদ্যোগে এদিন কলকাতা ও পার্শ্ববর্তী জেলার বি.এল.ও. (Booth Level Officer) দের প্রশিক্ষণের আয়োজন করা হয়েছিল। রাজ্যে এস.আই.আর. (Special Summary Revision) ঘোষণা হওয়ার পর এই প্রশিক্ষণ ছিল বাধ্যতামূলক। কিন্তু প্রশিক্ষণ চলাকালীনই বি.এল.ও. দের একাংশ, যাঁদের অধিকাংশই স্কুলের শিক্ষক-শিক্ষিকা, প্রবল ক্ষোভে ফেটে পড়েন।

Advertisment

অভিযোগ, স্কুলের নিয়মিত কাজের পাশাপাশি এখন নির্বাচন কমিশনের অতিরিক্ত দায়িত্বও সামলাতে হচ্ছে তাঁদের। সেই সঙ্গে অনুযোগ—প্রশিক্ষণ বা মাঠপর্যায়ে কাজের দিনগুলোতে স্কুল কর্তৃপক্ষ তাঁদের উপস্থিতি (attendance) দিচ্ছেন না। স্কুল থেকে জানানো হয়েছে, নির্বাচন কমিশনের পক্ষ থেকে যথাযথ “on duty” অনুমোদনপত্র না পাওয়া গেলে স্কুলের হাজিরা খাতায় তাঁদের উপস্থিত দেখানো যাবে না। এর ফলে একই দিনে দুই দায়িত্ব পালনের মধ্যে পড়ে শিক্ষকদের চরম সমস্যার মুখে পড়তে হচ্ছে।

আরও পড়ুন- West Bengal news live updates:SIR আতঙ্কে আত্মহত্যা! বারাকপুরে গৃহবধূর মৃত্যুতে তুমুল চাঞ্চল্য, গ্রেফতার শ্বশুর-শাশুড়ি

Advertisment

শনিবারের প্রশিক্ষণে উপস্থিত শিক্ষক-শিক্ষিকাদের একাংশ বলেন, তাঁরা ইতিমধ্যেই প্রশাসনের কাছে একাধিকবার আবেদন করেছেন যাতে শিক্ষা দপ্তর ও নির্বাচন কমিশনের মধ্যে স্পষ্ট নির্দেশ জারি হয়। কিন্তু যথাযথ নির্দেশিকা না আসায় ক্ষোভ বাড়ছিল দিনদিন। প্রশিক্ষণের মাঝেই এই ক্ষোভ বিস্ফোরিত হয়। নজরুল মঞ্চে উপস্থিত শতাধিক বি.এল.ও. “বিক্ষোভ বিক্ষোভ” স্লোগান দিতে শুরু করেন। পরিস্থিতি সামলাতে প্রশাসনের তরফে প্রশিক্ষণ সাময়িকভাবে বন্ধ রাখতে হয়।

আরও পড়ুন-Dilip Ghosh: ফের ময়দানে দিলীপ ঘোষ, প্রাক্তন সাংসদের দুরন্ত সক্রিয়তায় BJP-র অন্দরেই হইচই!

বিক্ষোভকারীদের দাবি, শিক্ষক-শিক্ষিকাদের প্রতি অবিচার করা হচ্ছে। তাঁরা বিদ্যালয়ের মূল দায়িত্ব পালন করার পাশাপাশি নির্বাচন কমিশনের গুরুত্বপূর্ণ কাজেও যুক্ত, অথচ তাঁদের সুরক্ষা ও উপস্থিতি সম্পর্কিত কোনও সুস্পষ্ট নীতি নেই। এদিনের ঘটনার পর নির্বাচন কমিশনের কাছে লিখিতভাবে হস্তক্ষেপের দাবি জানানো হয়েছে।

আরও পড়ুন-Abhishek Banerjee:SIR বা ভোটার তালিকা যাচাইয়ে তৃণমূলের 'গেম প্ল্যান' কী? জেনে নিন অভিষেকের 'গোপন নির্দেশ'!

পরিস্থিতি যদিও পরে নিয়ন্ত্রণে আসে, কিন্তু এই ঘটনার পর প্রশাসনিক মহলে আলোড়ন পড়েছে। শিক্ষক সমাজের একাংশের বক্তব্য—যতদিন না পর্যন্ত শিক্ষা দপ্তর ও নির্বাচন কমিশনের মধ্যে সমন্বিত নির্দেশিকা জারি হচ্ছে, ততদিন এই ধরনের সমস্যা অব্যাহত থাকবে। নজরুল মঞ্চের এদিনের উত্তপ্ত পরিস্থিতি সেই অসন্তোষেরই প্রতিফলন।

west bengal latest news kolkata news protest BLO BLA SIR