Abhishek Banerjee:SIR-এ ময়দানে BLO-রা, তৈরি তৃণমূলের BLA-রাও, 'কী করতে হবে?' বোঝালেন অভিষেক

TMC:বঙ্গে শুরু ভোটার তালিকায় বিশেষ নিবিড় সমীক্ষা (SIR)। এই পর্বে চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে তৃণমূল কংগ্রেস। ভার্চুয়াল বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন দলের বিএলএদের সক্রিয় থাকতে এবং সাধারণ মানুষের পাশে থাকতে।

TMC:বঙ্গে শুরু ভোটার তালিকায় বিশেষ নিবিড় সমীক্ষা (SIR)। এই পর্বে চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে তৃণমূল কংগ্রেস। ভার্চুয়াল বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন দলের বিএলএদের সক্রিয় থাকতে এবং সাধারণ মানুষের পাশে থাকতে।

author-image
Nilotpal Sil
New Update
TMC SIR update,  West Bengal voter list survey,  Abhishek Banerjee instruction , Trinamool Congress preparation,  SIR in Bengal  ,voter list verification West Bengal,  TMC BLA BLO role  ,Abhishek Banerjee virtual meeting  ,TMC help desk  ,Bengal politics 2025,তৃণমূল এসআইআর আপডেট  ,ভোটার তালিকা বিশেষ নিবিড় সমীক্ষা,  অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ,  তৃণমূলের প্রস্তুতি  ,এসআইআর বঙ্গে,  ভোটার তালিকা যাচাই , বিএলএ বিএলও  ,তৃণমূল হেল্প ডেস্ক,  পশ্চিমবঙ্গ রাজনীতি  ,তৃণমূল কংগ্রেস

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়। Photograph: (dd)

voter list survey: রাজ্য রাজনীতিতে এখন আলোচ্য বিষয় SIR বা ভোটার তালিকায় বিশেষ নিবিড় সমীক্ষা। বহু বিরোধিতা সত্ত্বেও পশ্চিমবঙ্গে এই কার্যক্রম ইতিমধ্যেই শুরু হয়েছে। নির্বাচন কমিশনের উদ্যোগে চলা এই প্রক্রিয়াকে ঘিরে চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে শাসক দল তৃণমূল কংগ্রেসও।

Advertisment

অভিষেকের ভার্চুয়াল বৈঠকে তৎপরতার বার্তা

শুক্রবার দলীয় নেতা–কর্মীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকে তিনি বুথ লেভেল এজেন্ট (বিএলএ) দের দুরন্ত তৎপরতা দেখাতে নির্দেশ দেন। অভিষেক স্পষ্ট জানান, এসআইআর চলাকালীন কোনও রকম ঢিলেমি বরদাস্ত করা হবে না।

আরও পড়ুন- West Bengal weather update :আপাতত বৃষ্টি থামছে না! আবহাওয়ার উন্নতি কবে? শীতের টাটকা আপডেট জানুন এখনই

Advertisment

তিনি আরও বলেন, নির্বাচন কমিশনের বুথ লেভেল অফিসারদের (বিএলও) কার্যত ছায়াসঙ্গী হয়ে কাজ করতে হবে তৃণমূলের বিএলএদের। পাশাপাশি, ভোটার তালিকা সংক্রান্ত যাবতীয় নিয়ম ও প্রক্রিয়া সম্পর্কে পূর্ণ ধারণা রাখার পরামর্শও দেন তিনি।

হেল্প ডেস্ক চালু করছে তৃণমূল

দলের তরফে জানানো হয়েছে, আগামী ৪ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত গোটা রাজ্যজুড়ে তৃণমূল চালু করতে চলেছে বিশেষ হেল্প ডেস্ক। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই হেল্প ডেস্ক খোলা থাকবে।

আরও পড়ুন-প্রখ্যাত প্রাক্তন ভারতীয় ক্রিকেটার হলেন মন্ত্রী, শাসকদলের 'রাজনৈতিক চাল', বলছে বিরোধীরা

এসআইআর সংক্রান্ত সাধারণ মানুষের প্রশ্ন, দ্বন্দ্ব বা সমস্যার সমাধান করতে এই হেল্প ডেস্ক থেকে সাহায্য করা হবে বলে জানিয়েছেন দলীয় নেতৃত্ব। ভোটার তালিকা সংশোধন বা নাম অন্তর্ভুক্তি নিয়ে কোনও সমস্যা হলে তৃণমূলের হেল্প ডেস্কের কর্মীরা সরাসরি সাধারণ মানুষের পাশে থাকবেন।

প্রশিক্ষণে ব্যস্ত BLA-রা

তৃণমূল সূত্রে খবর, ইতিমধ্যেই বিএলএদের বিশেষ প্রশিক্ষণ শুরু হয়েছে। এসআইআর কী, এর প্রয়োজনীয়তা কী, কাদের নাম অন্তর্ভুক্ত বা বাদ যেতে পারে—এসব বিষয়ে বিস্তারিত ধারণা দেওয়া হচ্ছে কর্মীদের। রাজ্যের প্রায় ৯০ হাজার বুথে দুইজন করে বিএলএ কাজ করবেন বলে দলীয় সূত্রে জানা গিয়েছে।

আরও পড়ুন-SIR ইস্যুতে দুরন্ত মোড়! কলকাতা হাইকোর্টে মামলা, সরগরম রাজ্য রাজনীতি

অভিযোগ জানানোর নম্বরও প্রকাশ

দলের তরফে জানানো হয়েছে, এসআইআর সংক্রান্ত কোনও সমস্যা বা অভিযোগ থাকলে ক্যামাক স্ট্রিটের দলীয় দপ্তরে যোগাযোগ করা যাবে। এর জন্য একটি ফোন নম্বরও দেওয়া হয়েছে —
 ৮১৪২৬৮১৪২৬

Latest news SIR west bengal latest news abhishek banerjee tmc