/indian-express-bangla/media/media_files/2025/09/09/nepal-protest-2025-09-09-14-54-08.jpg)
Nepal youth protest: অশান্তির স্রোত নেপালে।
Nepal interim government: নেপালে শীঘ্রই গঠিন হতে চলেছে নতুন অন্তর্বর্তী সরকার। বিক্ষোভকারীরা নেপালের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে সেদেশের প্রাক্তন প্রধান বিচারপতি সুশীলা কার্কির নাম সমর্থন করেছেন। বিক্ষোভ শেষে দেশজুড়ে শান্তি ফেরার সঙ্গে সঙ্গে অন্তর্বর্তী সরকারের গঠন প্রক্রিয়া শুরু হয়েছে। কাঠমান্ডুর মেয়র বালেন শাহ বিক্ষোভকারীদের কণ্ঠস্বর হয়ে উঠে সুশীলা কার্কির নেতৃত্বে নতুন সরকারের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেছেন। এখনও পর্যন্ত হিংসায় মৃত্যু হয়েছে কমপক্ষে ৩০ জনের। আহতের সংখ্যা হাজার ছাড়িয়েছে।
SIR: অবশেষে বিহারের পর বাংলাতেও SIR? বিরাট সিদ্ধান্ত কমিশনের, দিনক্ষণের ঘোষণা শীঘ্রই
প্রাক্তন প্রধান বিচারপতি সুশীলা কার্কি বলেছেন, “জাতীয় স্বার্থে কাজ করতে আমি প্রস্তুত। এই কঠিন পরিস্থিতিতে নেপালের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশকে সাহায্য করতে হবে।” নেপালের পরবর্তী প্রধানমন্ত্রীকে নিয়ে ভার্চুয়াল সভায় ঐক্যমত্য তৈরি হয়েছে এবং সুশীলার নাম সর্বসম্মতভাবে প্রস্তাব করা হয়েছে। কাঠমান্ডুর মেয়র বালেন শাহও এই প্রস্তাব সমর্থন করেছেন। তিনি সোশ্যাল মিডিয়ায় বলেছেন, “দেশ এই সময়ে একটি অভূতপূর্ব পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। ধৈর্য ধরুন, আতঙ্কিত হবেন না। অন্তর্বর্তীকালীন সরকার নতুন নির্বাচন পরিচালনা করবে এবং দেশের জন্য নতুন ম্যান্ডেট নিশ্চিত করবে।”
Mamata Banerjee: রাজ্য সরকারি কর্মচারীদের ফের উপহার মমতার, এবার পুজোর আগেই বড় চমকের ঘোষণা
পিটিআই সূত্রে জানা গেছে, নেপালের পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। দেশের বিভিন্ন অঞ্চলে আইন-শৃঙ্খলা বজায় রাখতে সেনাবাহিনী রাস্তায় টহল দিচ্ছে। সরকারবিরোধী বিক্ষোভের পর প্রধানমন্ত্রীর পদ থেকে কেপি শর্মা ওলি পদত্যাগ করেছেন।
এদিকে, বিমান সংস্থা ইন্ডিগো ১১ সেপ্টেম্বর থেকে কাঠমান্ডুতে বিশেষ ফ্লাইট পরিচালনা করবে। সোশ্যাল মিডিয়ায় ইন্ডিগো জানিয়েছে, এই সময়ে তাদের অগ্রাধিকার হল যাত্রীদের প্রিয়জনদের সঙ্গে পুনর্মিলন করানো। ১১ সেপ্টেম্বর থেকে কাঠমান্ডু থেকে ও কাঠমান্ডুতে প্রতিদিন চারটি ফ্লাইট পুনরায় চালু হবে। তবে বিক্ষোভ শান্ত হওয়া সত্ত্বেও নেপালে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে শুক্রবার সকাল ৭টা পর্যন্ত কারফিউ জারি থাকবে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
 Follow Us