/indian-express-bangla/media/media_files/2024/12/13/39nC8vGutSbIz5eTmDRz.jpg)
NIA Raid: তৃণমূল নেতার বাড়িতে এনআইএ অভিযান।
NIA raid at tmc leaders house in Bhupatinagar bomb blast case: পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরের নাড়ুয়াভিলা বিস্ফোরণ কাণ্ডে এক দাপুটে তৃণমূল নেতার বাড়িতে NIA হানা। শুক্রবার সকালে ৮ সদস্যদের NIA টিম কাঁথির কনৌকপুরের তৃণমূল নেতা মানব পড়ুয়ার বাড়িতে পৌঁছোয়। মানব পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ। ওই তৃণমূল নেতাকে বেশ কিছুক্ষণ ধরে জিজ্ঞাসাবাদ চালায় এনআইএ-র গোয়েন্দারা। NIA টিমের সঙ্গেই ছিল কাঁথি থানার পুলিশ। তৃণমূল নেতার বাড়ি থেকে একটি ল্যাপটপ, সাদা কাপড়ে মোড়া বেশ কয়েকটি ডায়েরি বাজেয়াপ্ত করেছে NIA।
উল্লেখ্য, ২০২২ সালের ২ ডিসেম্বর ভূপতিনগরের নাড়ুয়াভিলা গ্রামের একটি বাড়িতে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। সেই বিস্ফোরণে তৃণমূলের বুথ সভাপতি রাজকুমার মান্না,বিশ্বজিৎ গায়েন ও বুদ্ধদেব মান্না ওরফে লালুর মৃত্যু হয়। এই ঘটনায় অভিযুক্তদের গ্রেফতার করতে এসে হেনস্থার মুখে পড়ে এনআইএ প্রতিনিধি দল। এরপর তৃণমূল নেতা মানব পড়ুয়া সহ বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য কলকাতায় ডেকে পাঠানো হয়।
ভগবানপুরের বিধায়ক তথা বিজেপি নেতা রবীন্দ্রনাথ মাইতি বলেন, "নাড়ুয়াভিলা বিস্ফোরণ কাণ্ডে হাইকোর্টের নির্দেশের এনআইএ তদন্ত করছে। প্রকৃতি দোষীদের খুঁজে বের করার চেষ্টা করছে। এনআইএ-র কাছে আবেদন করব,প্রকৃত দোষীদের খুঁজে বের করে শাস্তি দিন। আগে ভগবানপুরের বরোজ, অর্জুন নগর সহ বিস্তীর্ণ এলাকায় বোমা, বারুদ বন্দুকের কারাখানা তৈরি করেছিল। মানুষের ভোটাধিকার ছিল না। বিস্ফোরণের ঘটনায় তৃণমূলের বুথ সভাপতি সহ তিনজনের মৃত্যু হয়েছিল। এই ঘটনায় তৃণমূলের শীর্ষ নেতৃত্বের যোগ আছে।"
আরও পড়ুন- Kolkata News: খাস কলকাতায় আবর্জনার স্তূপে মহিলার কাটা মুণ্ড, হাড়হিম কাণ্ডের তদন্তে পুলিশ
আরও পড়ুন- Barasat News: পুলিশ যেতেই মাথায় দায়ের কোপ, ভয়ঙ্কর কাণ্ড বারাসতে!
এদিকে, পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ তথা তৃণমূল নেতা মানব পড়ুয়া বলেন, "২০২২ সালে নাড়ুয়াভিলায় যে ঘটনা ঘটেছিল, সেই মামলায় জিজ্ঞাসাবাদ করতে এসেছিল ওরা। তদন্তে সহযোগিতা করেছি।"