Advertisment

Sanjay Roy: আদালতে সঞ্জয়, তারস্বরে বাজল হর্ন, গাড়ির ছাদ চাপড়ালেন পুলিশকর্মীরা

RG Kar Case-Sanjay Roy: আদালতে তোলার সময় কয়েকদিন ধরেই আরজি কর কাণ্ডে মূল অভিযুক্ত সঞ্জয় রায় তাকে ফাঁসানো হচ্ছে বলে দাবি করতে থাকেন। কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তোলেন সঞ্জয়।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
RG Kar case, arrested Sanjay Roy handed over to CBI by Kolkata Police, আরজি কর কাণ্ড, সিবিআই, সঞ্জয় রায়

Sanjay Roy: সঞ্জয়কে আদালতে তোলার সময় তারস্বরে হর্ন বাজায় পুলিশ।

Sanjay Roy: আরজি কর কাণ্ডে (RG Kar Case) মূল অভিযুক্ত সঞ্জয় রায়কে শিয়ালদহ আদালতে তোলার সময় পুলিশের অতি সক্রিয়তা জোর চর্চায়। সোমবার দুপুরে শিয়ালদহ আদালতে তোলা হয় সঞ্জয় রায়কে। ঠিক সেই সময়ে বেশ কয়েকজন পুলিশকর্মীকে গাড়িতে চড় মেরে প্রবল আওয়াজ করতে দেখা যায়। শুধু তাই নয়, সঞ্জয়ের গলার আওয়াজ যাতে সাংবাদিকদের কান পর্যন্ত না পৌঁছোয় সেই লক্ষ্যে জোরে জোরে বাজানো হয় গাড়ির হর্ন।

Advertisment

আরজি কর কাণ্ডে মূল অভিযুক্ত সঞ্জয় রায়কে নিয়ে শিয়ালদহ আদালতে চূড়ান্ত নাটক। এদিন মামলার শুনানিতে সঞ্জয়কে শিয়ালদহ আদালতে আনে পুলিশ। এর আগে পরপর বেশ কয়েকটি শুনানিতে শিয়ালদহ আদালতে তোলার সময় প্রিজন ভ্যান থেকে সাংবাদিকদের দেখে চিৎকার করতে শুরু করেছিল সঞ্জয়। "তাকে ফাঁসানো হয়েছে, সরকার তাকে ফাঁসিয়েছে, কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েল তাকে ফাঁসিয়েছে", বলে বারবার চিৎকার করে সাংবাদিকদের বলেছিল সঞ্জয়। এমনকী ধর্ষণ ও খুনও সে করেনি বলেও দাবি করেছিল সঞ্জয় রায়।

সঞ্জয়ের বিস্ফোরক সেই দাবি ঘিরে তুলকালাম পড়ে যায় রাজ্য রাজনীতিতে। শাসকদল তৃণমূলকে দুষে সোচ্চার হয় বিরোধীরা। সোমবার ফের আরজি কর মামলার শুনানিতে সঞ্জয়কে শিয়ালদহ আদালতে তোলে পুলিশ। তবে আজ আগেভাগে চূড়ান্ত সতর্ক ছিল কলকাতা পুলিশ। সঞ্জয়কে আদালতে তোলার সময় বেশ কয়েকজন পুলিশকর্মীকে গাড়ির ছাদে জোরে জোরে চড় মারতে  দেখা গেল। শুধু তাই নয়, সঞ্জয়কে আদালতে তোলার মুহূর্তে পুলিশের গাড়ি জোরে হর্ন বাজাতে শুরু করে।

সাংবাদিকরা সঞ্জয়ের উদ্দেশ্যে প্রশ্ন করার সঙ্গে সঙ্গে সেই হর্ন ও গাড়ি ছাদে চড় মারার আওয়াজ আরও বাড়তে থাকে। উদ্দেশ্য একটাই, যাতে সঞ্জয়ের গলার আওয়াজ সাংবাদিকদের কান পর্যন্ত না পৌঁছোয়। ঠিক এমনই দৃশ্য দেখা যেত কুণাল ঘোষ সারদাকাণ্ডে গ্রেফতার হওয়ার পরপর। সেই সময় কুণালও তাঁকে ফাঁসানো হয়েছে বলে অভিযোগ করতেন।

আরও পড়ুন- West Bengal News Live Updates: কসবার গুলিকাণ্ডে চাঞ্চল্যকর 'লিড' পেল পুলিশ! স্কুটারের নম্বর চিহ্নিত

আরও পড়ুন- Tab Scam: ট্যাব কেলেঙ্কারির তদন্তে ফের সাফল্য, পুলিশের জালে আরও ৩

আরও পড়ুন- Weekend getaways: কলকাতার কাছেই পাহাড়ঘেরা অপরূপ প্রান্তে হৃদয় জুড়নো স্বস্তি! গেলে ফিরতে মনই চাইবে না...

এর আগে কুণাল ঘোষকে আদালতে তোলার সময় বেশ কিছু মন্তব্য শোনা গিয়েছিল তাঁর গলায়। যা ঘিরে সেই সময়ে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছিল। কুণালকে আদালতে তোলার সময় গাড়ির গায়ে জোরে জোরে চড় মারত পুলিশ। সেক্ষেত্রেও কুণালের গলার আওয়াজ যাতে সাংবাদিকদের কান পর্যন্ত না যায় সেই লক্ষ্যেই পুলিশি সক্রিয়তা চোখে পড়ত। এবার সেই একই দৃশ্যের পুনরাবৃত্তি সঞ্জয়ের ক্ষেত্রে।

আরও পড়ুন- Digha: পর্যটকদের মনোরঞ্জনে স্বপ্নের উদ্যোগ! দিন কয়েকেই দিঘার মুকুটে জুড়ছে নতুন পালক

 

Sanjay Roy kolkata police RG Kar Case
Advertisment