Weekend getaways: পুরোদমে চলছে বেড়ানোর মরশুম। বেড়াতে যেতে ভালোবাসেন না এমন বাঙালি খুঁজে পাওয়া দুষ্কর। একটু লম্বা ছুটি নিয়ে অনেকে একটু দূরে বেড়াতে যেতে ভালোবাসেন। অনেকের আবার ইচ্ছে থাকলেও সেই উপায় নেই। কিছুতেই অফিসে যাঁরা দু-একদিনের বেশি ছুটি ম্যানেজ করতে পারছেন না, তাঁদের জন্ কলকাতা থেকে কাছেই ফাটাফাটি একটি ট্যুরিস্ট ডেস্টিনেশনের হদিশ মিলবে বিশেষ এই প্রতিবেদনে।
একটা ছোট Weekend Trip প্ল্যান করলে ঘুরে আসুন পুরুলিয়া (Purulia) থেকে। লালপাহাড়ির দেশ পুরুলিয়ার বড়ন্তীতে (Baranti) চলে যান। এই এলাকার অপূর্ব প্রাকৃতিক শোভা আপনার মন ভরিয়ে দেবে। রাস্তার ধারে শাল, শিমূল, মহুয়া পলাশরা সারি দিয়ে দাঁড়িয়ে থেকে স্বাগত জানাবে আপনাকে।
বনাঞ্চল ঘেরা পুরুলিয়ার পাহাড় বেষ্টিত এই এতল্লাট শীতে যেন আরও মোহমীয় হয়ে ওঠে। শীতকালে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য্যের কথা ভাষায় বর্ণনা করা কঠিন। একটু নিরিবিলিত যাঁরা বেড়াতে পছন্দ করেন তাঁদের জন্য বড়ন্তি আদর্শ একটি জায়গা। দিন কয়েক কোলাহলমুক্ত পরিবেশ এড়িয়ে নিরিবিলিতে কাটাতে চাইলে এই জায়গার জুড়ি নেই।
কীভাবে যাবেন বড়ন্তিতে?
কলকাতার দিক থেকে ট্রেনে গেলে শিয়ালদহ কিংবা হাওড়া থেকে আসানসোলগামী যে কোনও ট্রেনে আপনাকে উঠতে হবে। আসানসোল থেকে পুরুলিয়ার আদ্রা স্টেশনে পৌঁছে যান। সেখান থেকে বড়ন্তি যাওয়ার গাড়ি পেয়ে যাবেন।
আরও পড়ুন- Digha: পর্যটকদের মনোরঞ্জনে স্বপ্নের উদ্যোগ! দিন কয়েকেই দিঘার মুকুটে জুড়ছে নতুন পালক
বড়ন্তিতে থাকবেন কোথায়?
পর্যটকদের স্বার্থে গত কয়েক বছরে গোটা এলাকা ঢেলে সাজিয়েছে রাজ্য সরকার। পর্যটকদের জন্যই এখানে বেশ কয়েকটি হোটেল, রিসর্ট তৈরি হয়েছে। পর্যটকদের সুবিধার্থে বড়ন্তির কয়েকটি রিসর্টের নাম ও ফোন নম্বর নীচে দেওয়া হল।
Baranti Village Resort-074391 28209
Spangle Wings Resort-072785 65659
Lake Hill Resort-094322 96178
Baranti Manbhum Resort-097321 17660