North Bengal Darjeeling Offbeat Destinatsions Kayabir: পুরোদমে শুরু হয়ে গিয়েছে বেড়ানোর মরশুম। ভ্রমণপ্রিয় বাঙালির একাংশ কাছেপিঠে হোক বা দূরে কোথাও, ব্যাগ-পত্র নিয়ে কেউ হয় পাড়ি জমিয়েছেন, কেউ বা যাচ্ছেন। বেড়ানোর ক্ষেত্রে অনেকেই ইদানিং অনেকেই একটু অফবিট ডেস্টিনেশনের খোঁজে থাকেন। বিশেষ এই প্রতিবেদনে 'সেরার সেরা' তেমনই একটি অফবিট গ্রামের হদিশ মিলবে। দার্জিলিঙের কাছেই সুন্দর এই পাহাড়ি গ্রামে এখনও পর্যটকদের ভিড় তেমনভাবে বাড়েনি।
ব্যস্ত জীবনকে দিন কয়েকের জন্য বাই বাই বলে ঘুরে আসতে পারেন দার্জিলিঙের কাছে কায়াবীর থেকে। পাহাড়ের কোলে ছোট্ট এই গ্রাম যেন ঘুমিয়ে আছে। গোটা গ্রাম জুড়ে সবুজ আর সবুজ। এখানকার অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য্য আপনার হৃদয় জুড়িয়ে দেবে। রংবেরঙের বাহারি সব ফুল, নাম জানা না জানা কত অর্কিডের সমাহার দেখতে দেখতে নয়ন জুড়িয়ে যাবে। প্রকৃতি যেন নিজের হাতে সাজিয়েছে ছবির মত সুন্দর এই এলাকাকে। এতল্লাটের নৈস্বর্গিক নিস্তব্ধতা একথায় দারুণ এক অনুভূতি এনে দেবে।
কায়াবীরে কী কী দেখবেন?
ছোট্ট পাহাড়ি এই গ্রামের মধ্যেই রয়েছে একটি মন্দির। স্থানীয়রা এটিকে নাগ মন্দির বলে থাকেন। এছাড়াও এখানকার মঞ্জুশ্রী ঝরনার অপূর্ব শোভা নজর কাড়বেই। এই কায়াবীরকে কেন্দ্র করে আশপাশের বেশ কয়েকটি জায়গা ঘুরে নিতে পারেন। চাইলে এখান থেকেই গাড়ি ভাড়া করে নিয়ে আশপাশের তাক লাগানো কিছু জায়গা আপনি ঘুরে দেখে দিতে পারেন। তবে শুধুই যদি কোলাহল এড়িয়ে দিন কয়েকের অপার অবসর চান তাহলে এই গ্রাম একেবারে পারফেক্ট চয়েজ। নিরিবিলিতে নিরালায় এখানেই কাটিয়ে দিন দিন কয়েক। অসাধারণ একটি ফিলিংস আসবে। চোখ বুজলেই সেই অভিজ্ঞতা ঠেকবে স্বপ্নের মতো।
আরও পড়ুন- West Bengal News Live: মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই শুরু 'অ্যাকশন', সাসপেন্ড বারাবনি থানার OC
আরও পড়ুন- Memari News: আর এক শেখ শাহজাহান! লোক ঠকানোর মারাত্মক এই কায়দা দেখে হতভম্ব দুঁদে গোয়েন্দারাও
কীভাবে যাবেন কায়াবীর?
কলকাতার দিক থেকে গেলে হাওড়া কিংবা শিয়ালদা থেকে আপনাকে ট্রেন ধরে পৌঁছে যেতে হবে থেকে NJP কিংবা নিউ জলপাইগুড়ি স্টেশনে। NJP থেকে কায়াবীরে যাওয়ার জন্য গাড়ি ভাড়া করে নিতে পারেন।
আরও পড়ুন- Sandakphu: সান্দাকফু গিয়ে কলকাতার পর্যটকের মর্মান্তিক মৃত্যু, উদ্বিগ্ন প্রশাসন কঠিন নিয়ম আরোপের পথে...
থাকবেন কোথায়?
পাহাড়ের কোলে ঘুমিয়ে থাকা এই গ্রামে থাকার জন্য বেশ কিছু হোম স্টে রয়েছে। এমনকী কিছু হোটেল-রিসর্টও রয়েছে। থাকা-খাওয়া হিসেবে জনপ্রতি ১২০০-১৫০০ টাকার মধ্যে খরচ হোম স্টেগুলিতে। চাইলে আপনি স্থানীয় হোটেল-রিসর্টেও থাকতে পারেন। সে ক্ষেত্রে খরচের অংকটা একটু বাড়বে।