Advertisment

Memari News: আর এক শেখ শাহজাহান! লোক ঠকানোর মারাত্মক এই কায়দা দেখে হতভম্ব দুঁদে গোয়েন্দারাও

Purba Bardhaman-Memari: যুবকের এমন প্রতারণায় চোখ কপালে ওঠার জোগাড় হয় দুঁদে গোয়েন্দাদেরও। পুরসভায় গেলেই বিষয়টি পরিষ্কার হয়ে যায়। তারপরেই ওই যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়।

author-image
Pradip Kumar Chattopadhyay
আপডেট করা হয়েছে
New Update
Youth arrested for fake birth certificate trying to produce passport by showing: ভুয়ো শংসাপত্র পূর্ব বর্ধমান মেমারি যুবক গ্রেফতার

গ্রেফতারের পর যুবককে নিয়ে যাচ্ছে পুলিশ।

Youth arrested for fake birth certificate trying to produce passport by showing: পাসপোর্টের আবেদনে জাল জন্ম শংসাপত্র পেশ করার অভিযোগে শ্রীঘরে ঠাঁই হল এক যুবককের। ধৃতের নাম শেখ শাহজাহান। পূর্ব বর্ধমানের মেমারির বামুনিয়ায় তার বাড়ি। মেমারি থানার পুলিশ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে। পুলিশের দাবি, পাসপোর্টের আবেদনপত্রের সঙ্গে জাল জন্ম শংসাপত্র দেওয়ার কথা ধৃত সাজাহান জেরায় কবুল করেছে। 

Advertisment

পুলিশ জানিয়েছে, কিছুদিন আগে পাসপোর্ট পেতে আবেদন করে শাহজাহান। তার জমা দেওয়া নথিপত্র পরীক্ষা করার জন্য জেলা গোয়েন্দা দপ্তরে পাঠানো হয়। বর্ধমানের গোয়েন্দা দপ্তরের কর্তারা সমস্ত নথিপত্র নিয়ে শাহজানাকে বর্ধমানের অফিসে আসতে বলেন। সেই মতো নথিপত্র নিয়ে সাজাহান বর্ধমানের গোয়েন্দা দপ্তরের আফিসে যায়। শাহজাহানের দাখিল করা জন্ম শংসাপত্রে তাঁর জন্ম কাটোয়া হাসপাতালে বল উল্লেখ থাকে। 

এর সত্যতা যাচাইয়ের জন্য বর্ধমানের গোয়েন্দা কর্তারা শাহজাহানের জন্ম শংসাপত্রটি কাটোয়া গোয়েন্দা দপ্তরে পাঠান। কাটোয়া গোয়েন্দা দপ্তরের অফিসাররা ওই জন্ম শংসাপত্র নিয়ে কাটোয়া পুরসভার দ্বারস্থ হয়। জন্ম শংসাপত্রটি দেখেই চমকে ওঠে চমকে ওঠে পুরসভা কর্তৃপক্ষ । পুর কর্তৃপক্ষ গোয়েন্দা কর্তৃপক্ষকে জানিয়ে দেয়, এই ধরণের জন্ম শংসাপত্র পুরসভা থেকে দেওয়া হয়নি। 

আরও পড়ুন- West Bengal News Live: নিচুতলার পুলিশকর্মীদের ভূমিকায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী, CID ঢেলে সাজানোর ভাবনা

আরও পড়ুন- West Bengal Weather Update: ঠান্ডার আমেজ বাড়ছে, বঙ্গোপসাগরে আশঙ্কা বাড়াচ্ছে ঘূর্ণাবর্ত! ভরা শীতেও টানা ঝড়-বৃষ্টি?

শাজাহানের জন্ম শংসাপত্রটি যে জাল, তা নিশ্চিত হয়ে জেলা গোয়েন্দা দপ্তরের এক কর্তারা মেমারি থানায় শেখ শাজাহানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন । সেই অভিযোগ পেয়ে নড়ে চড়ে বসে মেমারি থানার পুলিশ । জেলা গোয়েন্দা দপ্তরের দায়ের করা অভিযোগের ভিত্তিতে মেমারি থানার পুলিশ শাজাহানের বিরুদ্ধে জাল নথিপত্র তৈরি করে প্রতারণার ধারায় মামলা রুজু করে তাকে গ্রেপ্তার করে।

আরও পড়ুন- Human trafficking: নাটকীয় অভিযানে RPF! পাচারের পথে নাবালিকাদের উদ্ধারের এগল্প দারুণ চর্চায়

 

Purba Bardhaman Memari Arrested
Advertisment