Advertisment

West Bengal News Live: ফের রেল দুর্ঘটনা বাংলায়, বাঁকুড়ায় লাইনচ্যুত মালগাড়ি

West Bengal News Live Updates Today 22 Nov, 2024: রাজ্যের গুরুত্বপূর্ণ কিছু খবরের একেবারে টাটকা আপডেট জেনে নিন। রাজনীতি থেকে শুরু করে প্রতিদিন বাংলার বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া কিছু নজরকাড়া খবরের আপডেট জেনে নিন।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
News in West Bengal Live: বাঁকুড়ায় লাইনচ্যুত মালগাড়ি

News in West bengal Live: রাজ্যের গুরুত্বপূর্ণ কিছু খবরের টাটাকা আপডেট।

Latest West Bengal News Live Updates: ফের বেলাইন ট্রেন। এবার লাইনচ্যুত মালগাড়ি। বাঁকুড়ার আদ্রা-খড়গপুর শাখার পিয়ারডোবার কাছে লাইনচ্যুত হয়ে যায় একটি মালগাড়ি। জানা গিয়েছে, রেক থেকে পাথর নামানোর সময় বেলাইন হয়ে যায় মালগাড়িটি। দুর্ঘটনাস্থলে পৌঁছেছেন রেলের আধিকারিকরা। হতাহতের কোনও খবর নেই।

Advertisment

সাম্প্রতিক সময়ে রাজ্যে ঘটে চলা বেশ কিছু ঘটনার পরিপ্রেক্ষিতে নিচুতলার পুলিশকর্মীদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন রাজ্যের শাসকদলের নেতা-মন্ত্রীরা। এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গলাতেও সেই এক সুর। রাজ্য পুলিশের ডিজিকে পাশে বসিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন, "স্থানীয় স্তরে পুলিশের একাংশ সহযোগিতা করছে না। নিচুতলার কিছু অফিসার-কর্মী যাঁরা এই সরকারকে ভালোবাসেন না, পুলিশেরও কিছু লোক টাকা খেয়ে বালি, কয়লা, সিমেন্ট চুরিতে মদত দিচ্ছে।"

অন্যদিকে, ট্যাব কেলেঙ্কারি নিয়ে এখনও তোলপাড় পরিস্থিতি রাজ্যজুড়ে। সম্প্রতি উত্তর দিনাজপুরের ইসলামপুর থেকে এবং শিলিগুড়ি থেকে আরও দু'জনকে গ্রেফতার করা হয়েছে। এই নিয়ে ট্যাব কাণ্ডে এখনও পর্যন্ত ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭-এ। এখনও পর্যন্ত ১১৯০টি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করেছে বিভিন্ন জেলার তদন্তকারী দল। ওই সব ব্যাংক অ্যাকাউন্টগুলি থেকে প্রায় ৫০ লক্ষ টাকা আটকানো হয়েছে।

  • Nov 22, 2024 17:36 IST
    West Bengal News Live: মর্গে ডোমদের মধ্যে মারামারি, মধ্যরাতে ধুন্ধুমার কাণ্ড আরজি কর মেডিক্যালে

    ফের আরজি কর মেডিক্যাল কলেজ শিরোনামে। আবার মধ্যরাতে ভাঙচুরের ঘটনা ঘটল। এবার অভিযোগ, বৃহস্পতিবার রাতে হাসপাতালের মর্গে কয়েক জন ডোমের মধ্যে ব্যাপক গন্ডগোল হয়। বাদানুবাদ থেকে হাতাহাতিতে পৌঁছয়। দুই পক্ষের মারামারিতে হাসপাতালের কম্পিউটার-সহ বেশ কিছু জিনিস ভাঙা হয় বলে অভিযোগ।



  • Nov 22, 2024 17:10 IST
    West Bengal News Live: ফের বেলাইন ট্রেন, এবার লাইনচ্যুত মালগাড়ি

    ফের বেলাইন ট্রেন, এবার লাইনচ্যুত মালগাড়ি। বাঁকুড়ার আদ্রা-খড়গপুর শাখার পিয়ারডোবার কাছে লাইনচ্যুত হয়ে গিয়েছে একটি মালগাড়ি। জানা গিয়েছে, রেক থেকে পাথর নামানোর সময় বেলাইন হয়ে যায়। 



  • Nov 22, 2024 15:53 IST
    West Bengal News Live: গ্রেফতার ২ তৃণমূল নেতা

    মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেই দুর্গাপুরে গ্রেপ্তার প্রাক্তন কাউন্সিলরের স্বামী সহ প্রাক্তন তৃণমূল নেতা। বৃহস্পতিবার রাতেই দুর্গাপুরের কোকওভেন থানা এলাকার ৪২ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর প্রিয়াঙ্কি পাঁজার স্বামী রিন্টু পাঁজা ও তৃণমূলের ৩ নম্বর ব্লকের প্রাক্তন সাধারণ সম্পাদক অরবিন্দ নন্দীকে থানায় নিয়ে আসে পুলিশ। রিন্টু পাঁজা বর্তমানে তৃণমূলের ৩ নম্বর ব্লকের সহ সভাপতি। শুক্রবার ভোরে তাঁদের দু'জনকেই গ্রেপ্তার করে পুলিশ। রিন্টুর বিরুদ্ধে লোহা চুরি ও অরবিন্দের বিরুদ্ধে বালি পাচারের অভিযোগ করা হয়েছে। 

    বিস্তারিত পড়ুন- Durgapur News: মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেই চূড়ান্ত তৎপরতা, লোহা পাচারের অভিযোগে গ্রেফতার ২ তৃণমূল নেতা



  • Nov 22, 2024 15:32 IST
    West Bengal News Live: মন্দারমণি নিয়ে বিরাট খবর!

    মন্দারমণিতে প্রায় দেড়শো হোটেল ভেঙে ফেলার নির্দেশ দিয়েছিলেন পূর্ব মেদিনীপুরের জেলাশাসক। যা নিয়ে তোলপাড় পড়ে গিয়েছিলে রাজ্য প্রশাসনের শীর্ষমহলেও। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে জানিয়ে দিয়েছিলেন, আলোচনা ছাড়া একটি হোটেল-রেস্তোরাঁও ভাঙা যাবে না। এবার কলকাতা হাইকোর্টও জানিয়ে দিল আপাতত ভাঙা যাবে না মন্দারমণির কোনও হোটেল-রেস্তোরাঁ।

    বিস্তারিত পড়ুন- Mandarmani: মন্দারমণি নিয়ে বিরাট খবর! হোটেল-রেস্তোরাঁ ভাঙা ইস্যুতে কী জানাল হাইকোর্ট?



  • Nov 22, 2024 14:27 IST
    West Bengal News Live:৩ ডোমের মারপিট

    ফের উত্তেজনা আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে। এবার হাসপাতালের মর্গের ৩ ডোমের মধ্যে তুমুল মারপিটকে কেন্দ্র করে উত্তেজনা শহর কলকাতার এই হাসপাতালে। জানা গিয়েছে, মত্ত অবস্থায় ৩ ডোমের মধ্যে তুমুল মারামারি হয়। হাসাপাতালের বেশ কয়েকটি কম্পিউটারে পর্যন্ত ভাঙচুর চালানো হয়। 



  • Nov 22, 2024 14:08 IST
    West Bengal News Live:ঘূর্ণিঝড়ে তছনছ হবে বাংলা?

    শীত পড়তে না পড়তেই ফের একবার ঘূর্ণিঝড়ের আশঙ্কা বাড়ছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস সামনে আসার পর থেকেই এ বিষয়ে চর্চা চালু। সত্যিই যদি কোনও ঘূর্ণিঝড় তৈরি হয় তার নাম হবে 'ফেনজল'। ঘূর্ণিঝড় 'দানা'র পর এবার 'ফেনজল'। এই ঘূর্ণিঝড়ের নাম দিয়েছে সৌদি আরব। আগের 'দানা' নামটি কাতারের দেওয়া।তবে আবহাওয়াবিদরা মনে করছেন যে ঘূর্ণিঝড় তৈরি হলেও তার প্রভাব পশ্চিমবঙ্গে পড়বে না। সুতরাং ঘূর্ণিঝড়ের প্রভাবে রাজ্যে ঝড়-বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। এখনও পর্যন্ত সিস্টেমটির ওপর গভীরভাবে পর্যবেক্ষণ চালিয়ে আবহাওয়াবিদরা মনে করছেন আগামী সপ্তাহের শেষের দিকে ওই ঘূর্ণিঝড় আছড়ে পড়তে পারে। পশ্চিমবঙ্গে এর কোনও প্রভাব পড়বে না।

    বিস্তারিত পড়ুন- Cyclone Fengal: শীতের পথে বাধা ঘূর্ণিঝড় 'ফেনজল'? বাংলায় বিরাট প্রভাব? স্পষ্ট করল আবহাওয়া দফতর



  • Nov 22, 2024 12:27 IST
    West Bengal News Live:স্কুলে বোমাতঙ্ক

    একটি ইমেলকে কেন্দ্র করে বোমাতঙ্ক ছড়াল সোনারপুর থানা এলাকার একটি বেসরকারি স্কুলে। শুক্রবার সকালে স্কুল চলাকালীন একটি ইমেল আসে স্কুলের মেল আইডিতে। স্কুল সূত্রের খবর, স্কুলে বোমা আছে বলে লেখা ছিল ওই ইমেলে। এরপরেই খবর দেওয়া হয় পুলিশকে। প্রশাসনের নির্দেশে স্কুল ছুটি দিয়ে দেওয়া হয়েছে। স্কুলের হোস্টেল থেকেও পড়ুয়াদের সরিয়ে নিয়ে যাওয়া হয়। পুলিশ জানিয়েছে, বম্ব স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে। কোথা থেকে এই ইমেল এসেছে, তা খতিয়ে দেখছে পুলিশ।



  • Nov 22, 2024 11:42 IST
    West Bengal News Live: বাড়ির সিঁড়িতে বধূর দেহ

    বাড়ির ছাদে যাওয়ার সিঁড়িতে ঝুলন্ত অবস্থায় এক মহিলার মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি আলিপুরদুয়ারের মালবাজারের। মালবাজারের ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ কলোনির এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ওই বধূ আত্মঘাতী হয়েছেন বলে প্রাথমিক তদন্তে অনুমান করছে পুলিশ। তবে এই মৃত্যুর পেছনে অন্য কোনও কারণ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।



  • Nov 22, 2024 11:32 IST
    West Bengal News Live: লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়াতে মমতাকে চিঠি

    লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বরাদ্দ বাড়িয়ে ২০০০ টাকা করতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠালেন বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। একুশের বিধানসভা নির্বাচনের আগে এই প্রকল্পের ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুরুতে এই প্রকল্পের আওতায় রাজ্যের মহিলাদের ৫০০ টাকা করে মাসিক ভাতা দেওয়া হতো। পরবর্তী সময়ে সেই ভাতার অংক বেড়ে হাজার টাকা হয়েছে। তপশিলি জাতি ও জনজাতিদের ক্ষেত্রে এই ভাতার পরিমাণ ১২০০ টাকা। তবে এবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ভাতার পরিমাণ আরও বাড়ানোর আবেদন জানিয়েছেন বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো।



  • Nov 22, 2024 11:22 IST
    West Bengal News Live: প্রৌঢ়কে কুপিয়ে খুনে ধৃত যুবক

    প্রকাশ্যে এক প্রৌঢ়কে কুপিয়ে খুন করার অভিযোগ এক যুবকের বিরুদ্ধে। তার মেয়েকে বিয়ে করতে চেয়েছিলেন ওই যুবক। পরিবার রাজি ছিল না। মেয়েটির অন্যত্র বিয়ে দিয়ে দেওয়া হয়। সেই আক্রোশেই প্রৌঢ়কে কুপিয়ে খুন করেছে ওই যুবক। খুনের পর ভিনরাজ্যে পালানেরা চেষ্টা করছিল অভিযুক্ত। তবেতার আগেই তার হদিশ পায় পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে ওই যুবককে হাওড়া স্টেশন থেকে গ্রেফতার করেছে পুলিশ।



  • Nov 22, 2024 11:17 IST
    West Bengal News Live: ফুটবলারের ঝুলন্ত দেহ উদ্ধার

    কলকাতার এক ফুটবল খেলোয়াড়ের অস্বাভাবিক মৃত্যু। নিজের বাড়িতেই গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছেন বছর সাতাশের ওই ফুটবলার। ফুটবল খেলার পাশাপাশি ওই যুবক সিভিক ভলান্টিয়ারের কাজও করতেন বলে জানা গিয়েছে। ঠিক কী কারণে ওই যুবক আত্মঘাতী হয়েছেন তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। মৃতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছে পুলিশ।



  • Nov 22, 2024 09:58 IST
    West Bengal News Live: সাসপেন্ড বারাবনি থানার OC

    গতকাল নবান্নের সাংবাদিক বৈঠক থেকে রাজ্য পুলিশের নিচুতলার একাংশের কর্মীদের বিরুদ্ধে রীতিমতো তোপ দেগেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিচুতলার একাংশের পুলিশ কর্মীদের জন্যই গোটা পুলিশ প্রশাসনকে কাঠগড়ায় তোলা হচ্ছে বলেও মনে করেন মুখ্যমন্ত্রী। কর্তব্যে গাফিলতি করলে কোনও পুলিশ অফিসারকে রেয়াত করা হবে না বলে স্পষ্ট নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর সেই কড়া বার্তার কয়েক ঘণ্টার মধ্যে গতকাল রাতে সাসপেন্ড করে দেওয়া হল বারাবনি থানার ওসি মনোরঞ্জন মন্ডলকে।



  • Nov 22, 2024 09:39 IST
    West Bengal News Live: অভিনব প্রতারণা!

    পাসপোর্টের আবেদনে জাল জন্ম শংসাপত্র পেশ করার অভিযোগে শ্রীঘরে ঠাঁই হল এক যুবককের। ধৃতের নাম শেখ শাহজাহান। পূর্ব বর্ধমানের মেমারির বামুনিয়ায় তার বাড়ি। মেমারি থানার পুলিশ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে। পুলিশের দাবি, পাসপোর্টের আবেদনপত্রের সঙ্গে জাল জন্ম শংসাপত্র দেওয়ার কথা ধৃত শাহজাহান জেরায় কবুল করেছে। 

    বিস্তারিত পড়ুন- Memari News: আর এক শেখ শাহজাহান! লোক ঠকানোর মারাত্মক এই কায়দা দেখে হতভম্ব দুঁদে গোয়েন্দারাও



  • Nov 22, 2024 09:03 IST
    West Bengal News Live: ভরা শীতে টানা ঝড়-বৃষ্টি?

    রাজ্যজুড়ে রয়েছে শীতের আমেজ। বাংলার উত্তর থেকে দক্ষিণ সর্বত্র, দিন যত এগোচ্ছে ঠাণ্ডার কামড়ও ততই বাড়ছে। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, একটু একটু করি জাঁকিয়ে ঠাণ্ডার দিকে এগোচ্ছে আবহাওয়ার পরিস্থিতি। তবে এরই মধ্যে বঙ্গোপসাগরে তৈরি একটি ঘূর্ণাবর্ত আশঙ্কা বাড়াচ্ছে। ঘূর্ণাবর্তটি গভীর নিম্নচাপে পরিণত হলে তা থেকে ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না আবহাওয়াবিদরা। তবে ঘূর্ণিঝড় তৈরি হলে তা আছড়ে পড়লেও বাংলায় তার সরাসরি প্রভাব পড়বে না।

    বিস্তারিত পড়ুন-West Bengal Weather Update: ঠান্ডার আমেজ বাড়ছে, বঙ্গোপসাগরে আশঙ্কা বাড়াচ্ছে ঘূর্ণাবর্ত! ভরা শীতেও টানা ঝড়-বৃষ্টি?



  • Nov 22, 2024 08:24 IST
    West Bengal News Live: বিধানসভায় আজ সর্বদল বৈঠক

    রাজ্য বিধনসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় শীতকালীন অধিবেশন শুরুর আগে সর্বদল বৈঠক দেখেছেন। অধ্যক্ষের ঘরে শুক্রবার দুপুর দুপুর দু'টোয় হবে সেই বৈঠক। আগামী সোমবার থেকে বিধানসভায় শীতকালীন অধিবেশন শুরু করতে চলেছে।



  • Nov 22, 2024 08:22 IST
    West Bengal News Live: কমবে আলুর দাম?

    রাজ্যজুড়ে আলুর দাম বৃদ্ধি পেয়েছে। যা নিয়ে ঘোর উদ্বেগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও। অনেকেই বলছেন, ভিনরাজ্যে আলু রপ্তানি করতে গিয়ে রাজ্যের ভাঁড়াড়ে টান পড়ছে। তারই জেরে রাজ্যে আলুর দাম বাড়ছে।। মুখ্যমন্ত্রী স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, ভিনরাজ্যে আলু পাঠানোর আগে নিজেদের রাজ্যের চাহিদা পূরণ করতে হবে। এ ব্যাপারে নজরদারির জন্য তিনি স্পষ্ট নির্দেশ দিয়েছেন প্রশাসনকে।



West Bengal News news in west bengal news of west bengal
Advertisment