West Bengal Weather Update:জমাটি ইনিংস শুরুর পথে শীত। ধীরে ধীরে তাপমাত্রা এবার নামতে শুরু করবে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, চলতি সপ্তাহের শেষের দিকে শহর কলকাতার পাশাপাশি জেলায়-জেলায় তাপমাত্রা আরও নেমে যেতে পারে। ফাটাফাটি খবর উত্তরবঙ্গে (North Bengal) বেড়াতে যাওয়া পর্যটকদের জন্য, উইকেন্ডে (Weekend) দার্জিলিঙে (Darjeeling) তুষারপাতের (Snowfall) সম্ভাবনা রয়েছে। হাড়কাঁপানো শীত সামনের সপ্তাহ থেকেই? জেনে নিন লেটেস্ট ওয়েদার আপডেট (Weather Update)।
দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর
দক্ষিণবঙ্গের জেলায় জেলায় শীতের আমেজ। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্র জানা গেছে, চলতি শেষের দিকে কলকাতা শহরের তাপমাত্রা ১৫ ডিগ্রিতে নেমে যেতে পারে। শীতের জোরালো কামড় অনুভূত হতে পারে রাজ্যের পশ্চিমের জেলাগুলিতে। বীরভূম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রামের তাপমাত্রা ১০ ডিগ্রিতে নেমে যেতে পারে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলোতে পারদ নামার প্রবল সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে উত্তুরে হাওয়ার প্রভাব বিস্তার করার সমস্ত রকম অনুকূল পরিস্থিতি রয়েছে। তারই জেরে তাপমাত্রার পারদ নামবে।
কলকাতার ওয়েদার আপডেট
শহর কলকাতায় শুক্রবার সকাল থেকে রোদ ঝলমলে আকাশ। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আগামী কয়েক দিন কলকাতা সহ অন্যান্য কয়েকটি জেলায় সকালের দিকে কুয়াশা থাকবে। শনিবার কলকাতা শহরের তাপমাত্রা ১৫ ডিগ্রির ঘরে নেমে যেতে পারে।
উত্তরবঙ্গের আবহাওয়ার খবর
শীতের আমেজ বাড়ছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। উইকেন্ডে দার্জিলিংয়ে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। তুষারপাত হতে পারে কালিম্পংয়েরও (Kalimpong) উঁচু এলাকাগুলিতেও। আগামী কয়েকদিন উত্তরবঙ্গের দার্জিলিং-সহ সমস্ত জেলায় সকালের দিকে কুয়াশার দাপট থাকবে। আগামী কয়েকদিন উত্তরবঙ্গের দুই পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পঙের কিছু কিছু এলাকায় হালকা বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।
হাড়কাঁপানো ঠান্ডা সামনের সপ্তাহেই?
শীতের আমেজ বাড়ার ইঙ্গিত স্পষ্ট। সপ্তাহ শেষেই কলকাতা-সহ জেলায় জেলায় শীত অনুভূতি বাড়বে। তবে সামনের সপ্তাহেই হাড়কাঁপানো ঠান্ডা পড়ে যাবে কিনা তা এখনও স্পষ্ট করে কিছু বলতে পারেননি আবহাওয়াবিদরা।