WB Assembly Election 2026: '২৬-এর লড়াই শুরু উত্তরবঙ্গ থেকেই, ছুটছেন মমতা থেকে মোদী

Modi-Mamata: '২৬-এর লড়াই শুরু উত্তরবঙ্গ থেকেই! মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ ঘুরে যাওয়ার কয়েকদিনের মাথাতেই সেই উত্তরবঙ্গেই মেগা সভা করতে চলেছেন গেরুয়া দলেরক প্রধান সেনাপতি তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Modi-Mamata: '২৬-এর লড়াই শুরু উত্তরবঙ্গ থেকেই! মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ ঘুরে যাওয়ার কয়েকদিনের মাথাতেই সেই উত্তরবঙ্গেই মেগা সভা করতে চলেছেন গেরুয়া দলেরক প্রধান সেনাপতি তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

author-image
Joyprakash Das
New Update
mamata modi west bengal election 2021

Narendra Modi & Mamata Banerjee: নরেন্দ্র মোদী ও মমতা বন্দ্যোপাধ্যায়।

WB Assembly Election 2026:২০২৬-এর বিধানসভা নির্বাচনের মহড়া শুরু হয়ে গিয়েছে বাংলায়। এই মহড়ার সূচনা কেন্দ্র উত্তরবঙ্গ। তিন দিন উত্তরবঙ্গ সফর সেরেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। প্রশাসনিক বৈঠক থেকে একাধিক উন্নয়নমূলক কর্মসূচির ঘোষণা করেছেন তিনি। এরই মধ্যে সেখানে ছুটে গিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। আগামী ২৯ জুন উত্তরবঙ্গে জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদারদাস মোদী (Narendra Modi)।

Advertisment

আপারেশন সিঁদুরের (Operation Sindoor) পর গতকাল, বৃহস্পতিবার রাজস্থানের বিকানিরে সভা করেছেন প্রধানমন্ত্রী। এবার নরেন্দ্র মোদী জনসভা করতে চলেছেন উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে। অপারেশন সিঁদুরের সাফল্যের কাহিনী শোনানোর পাশাপাশি আর মোদী কী বলবেন? সেদিকে নজর রয়েছে রাজনৈতিক মহলের। প্রশ্ন এখানেই উত্তরবঙ্গকেই কেন বেছে নিয়েছেন প্রধানমন্ত্রী?

২০২১ সালের বিধানসভা অভিযানে নেমে ৭৭ আসনেই অশ্বমেধের ঘোড়া থেমে যায় BJP-র। কেন্দ্রীয় বিজেপির লক্ষ্য ছিল ২০০ আসন। তবে উত্তরবঙ্গই বিজেপির মান রক্ষা করেছিল। পরবর্তী সময়ে ২০২৪ সালের লোকসভা নির্বাচনেও উত্তরবঙ্গের ৮টি আসনের মধ্যে ৬টিতে জয়লাভ করে বিজেপি। যদিও কোচবিহার আসনটি তৃণমূলের কাছে হারতে হয়েছিল পদ্ম শিবিরকে। কলকাতা কেন্দ্রিক দক্ষিণবঙ্গে তৃণমূলের কাছে পর্যদুস্ত হয়েছিল বিজেপি। দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গে বিজেপি সাংগঠনিক ভাবে মজবুত।

আরও পড়ুন- Kolkata News Live Updates:দিন কয়েকেই পদত্যাগ করছেন ইউনূস? বড় তথ্য 'ফাঁস' তাঁরই সহকারির

Advertisment

লোকসভা নির্বাচনের পর থেকে বাংলায় সরাসরি হিন্দুত্ববাদী রাজনীতিতে নেমে পড়েছে বিজেপি। এরই মধ্যে মুর্শিদাবাদের সামশেরগঞ্জে বাবা-ছেলে ওয়াকফ আন্দোলেনের সময় খুন হয়েছেন। ওই ঘটনা নিয়ে লাগাতার পথে নেমেছে বিজেপি। তবে উত্তরবঙ্গই যে বিজেপির কাছে অক্সিজেন, তা প্রধানমন্ত্রীর জনসভা ঘোষণা থেকেই স্পষ্ট। রাজনৈতিক মহলের মতে, বিজেপি প্রথমে নিজের শক্ত ঘাঁটি আগলে রাখার চেষ্টা করছে। তারপর পরবর্তী কৌশল অবলম্বন করবে।

আরও পড়ুন- Kalyan Banerjee: চাকরিহারা শিক্ষক-শিক্ষিকাদের এটা কী বললেন কল্যাণ? ক্ষোভে ফুঁসছেন আন্দোলনকারীরা...

মাস দু'য়েক আগে অমিত শাহ বাংলায় আসবে বলে একদফা ঘোষণা করেছিল বিজেপি। যদিও অমিত শাহ আর আসেননি। অপারেশন সিঁদুরের পর বাংলায় প্রথম জনসভা উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে করতে চলেছেন প্রধানমন্ত্রী। সেখানকার মানুষের পালস বোঝার চেষ্টা করছে। রাজনৈতিক মহলের মতে, কার্যত ২০২৬ বিধানসভা ভোটের লড়াই শুরু হয়ে গেল। উত্তরবঙ্গকে কেন্দ্র করেই লড়াইয়ের সূত্রপাত হল। তৃণমূল চাইছে কীভাবে বিজেপির হাত থেকে উত্তরবঙ্গের আসন কেড়ে নেওয়া যায়। অন্যদিকে বিজেপি নিজেদের আসন ধরে রাখতে মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছে।

north bengal tmc bjp modi Mamata-Modi