Jammu Kashmir terrorist encounter: শ্রীনগরে সেনার বড় সাফল্য, নিহত ৩ জঙ্গি, উদ্ধার বিপুল অস্ত্র, নিকেশ পহেলগাঁও হামলার চক্রী?
জম্মু ও কাশ্মীরের শ্রীনগরে সেনাবাহিনীর গোপন অভিযানে বড়সড় সাফল্য। ‘অপারেশন মহাদেব’ নামে একটি বিশেষ অভিযানে সোমবার ভারতীয় সেনাবাহিনী তিন সশস্ত্র জঙ্গিকে নিকেশ করেছে। জম্মু ও কাশ্মীর পুলিশের সহযোগিতায় চালানো এই অভিযান ছিল পূর্ব-পরিকল্পিত এবং টানা কয়েকদিন ধরে চলা নজরদারির পর জঙ্গিদের অবস্থান নিশ্চিত করে এই অভিযান চালানো হয়।
সেনা সূত্রে খবর, যে এলাকায় জঙ্গিরা লুকিয়ে ছিল সেটির ভৌগোলিক অবস্থান জটিল হওয়ায় অভিযান চালানো ছিল চ্যালেঞ্জিং।পুরো এলাকা পায়ে হেঁটে পৌঁছানোর কারণে সেনাবাহিনীকে অতিরিক্ত কৌশল প্রয়োগ করতে হয়। সেনার চিনার কর্পস এক্স (পূর্বতন টুইটার)-এর মাধ্যমে জানিয়েছে, জঙ্গিদের কাছ থেকে প্রচুর পরিমাণে আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
পহেলগাম হামলার যোগসূত্র?
জঙ্গিদের পরিচয় এখনও সরকারি ভাবে প্রকাশ করা হয়নি। তবে গোয়েন্দা সূত্রে খবর, এই তিন জঙ্গি লস্কর-ই-তইবা-র সঙ্গে যুক্ত ছিল বলে সন্দেহ করা হচ্ছে। তারা সম্প্রতি পহেলগাঁওয়ে হামলার ঘটনায় জড়িত থাকতে পারে বলেও ইঙ্গিত মিলছে। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি এখনও আসেনি।
অস্ত্রভাণ্ডার উদ্ধারের বড় সাফল্য
সেনাবাহিনী জানিয়েছে, নিহত জঙ্গিদের কাছ থেকে বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র, গুলি, এবং সন্দেহভাজন নাশকতা চালানোর সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এই সাফল্যে জম্মু ও কাশ্মীরে জঙ্গি দমন অভিযানে সেনাবাহিনী আরও এক ধাপ এগোল বলেই মনে করছে প্রতিরক্ষা বিশেষজ্ঞ মহল।
‘অপারেশন মহাদেব’-এর মাধ্যমে সেনা এই পাহাড়ি অঞ্চলে নজরদারি আরও জোরদার করেছে। সীমান্তবর্তী এলাকায় সম্ভাব্য অনুপ্রবেশ এবং জঙ্গি গতিবিধি রুখতে এখন সেনা ও পুলিশের যুগ্ম অভিযান অব্যাহত থাকবে বলে জানা গেছে।