WB Teacher:এবার স্কুল শিক্ষকের বাড়িতেই টাকার পাহাড়! ঠাকুরঘর, শোওয়ার ঘরে বস্তা-বস্তা টাকা

cash recovered: স্কুলশিক্ষকের বাড়িতে বিপুল পরিমাণ এই টাকা উদ্ধারের খবর ছড়িয়ে পড়তেই রীতিমতো তোলপাড় পড়ে যায়।

cash recovered: স্কুলশিক্ষকের বাড়িতে বিপুল পরিমাণ এই টাকা উদ্ধারের খবর ছড়িয়ে পড়তেই রীতিমতো তোলপাড় পড়ে যায়।

author-image
IE Bangla Web Desk
New Update
Teacher house Balurghat cash recovered  ,Over ₹1 crore recovered from teacher Balurghat  ,Gambling cash teacher house raid Balurghat,  Balurghat teacher arrested for hoarding money,  Huge cash seizure in Balurghat teacher’s residence,বালুরঘাট শিক্ষক বাড়ি থেকে কোটি টাকা উদ্ধার,  স্কুল শিক্ষকের বাড়িতে নগদ টাকা উদ্ধার,  বালুরঘাট জুয়ার কারবার শিক্ষক বাড়ি টাকা পাহাড়,  শিক্ষক‐সংশ্লিষ্ট মামলা বালুরঘাট,  শিক্ষক বাড়ি টাকা উদ্ধার সংবাদ

cash recovered: স্কুল শিক্ষকের বাড়িতে টাকার পাহাড়!

এবার সাধারণ এক স্কুল শিক্ষকের বাড়িতে টাকার পাহাড়। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের এই ঘটনা প্রকাশ্যে আসতেই রীতিমতো তোলপাড় করে গিয়েছে। ওই শিক্ষকের বাড়ি এবং শ্বশুরবাড়ি থেকে প্রায় ১ কোটি ৩৫ লক্ষেরও বেশি টাকা উদ্ধার হয়েছে বলে খবর মিলেছে। 

Advertisment

বালুরঘাটের ওই শিক্ষকের বাড়ি থেকে ১ কোটি ২৫ লক্ষেরও বেশি টাকা উদ্ধার হয়েছে বলে খবর মিলেছে। জানা গিয়েছে, অনলাইন গেম ও বেটিং চক্রের তদন্তে নেমে এর আগেই বেশ কয়েকজনকে গ্রেফতার করে পুলিশ। তাদের জেরা করেই মেলে বালুরঘাটের শিক্ষক অপূর্ব সরকারের নাম। বালুরঘাট শহরের কায়স্থপাড়ার বাসিন্দা অপূর্ব গঙ্গারামপুরে নয়াবাজার হাই স্কুলের বিজ্ঞান বিভাগের শিক্ষক।

আরও পড়ুন- West Bengal News Live Updates:VVIP জোনে সুকান্ত মজুমদারের কনভয় ঢুকতে বাধা, 'কান ধরে ওঠবোস করাব', হুঁশিয়ারি BJP নেতার

Advertisment

পুলিশ সূত্রে জানা গিয়েছে একাধিক অ্যাপ এবং ওয়েবসাইটের মাধ্যমে বেটিং চক্রের রমরমা কারবার চলছে দক্ষিণ দিনাজপুরের বিভিন্ন প্রান্তে। সম্প্রতি এই চক্রের খোঁজে পুলিশ তল্লাশি অভিযানে নেমে বেশ কয়েকজনকে গ্রেফতার করেছিল। ধৃতদের মধ্যে ছিল গঙ্গারামপুরের পিন্টু ঘোষ নামে এক ব্যক্তি। তাকে জেরা করেই এবার গ্যাংটক থেকে বিশাল দাস এবং অপূর্ব সরকার নামে দু'জনকে গ্রেফতার করে পুলিশ। 

আরও পড়ুন-Suvendu Adhikari:'BJP-কে আনুন, যাদবপুরে যত পার্থেনিয়াম আছে সাফ করে দেব', হুঁশিয়ারি শুভেন্দুর

অপূর্ব সরকার গঙ্গারামপুরের একটি স্কুলের বিজ্ঞানের শিক্ষক। অপূর্বকে ধরার পরেই তাকে দফায় দফায় জেরা করা হয়। তারপরেই বালুরঘাটের রঘুনাথপুরে শিক্ষকের শ্বশুরবাড়িতে হানা দিয়ে বাণ্ডিল বাণ্ডিল নোট উদ্ধার করে পুলিশ।

আরও পড়ুন- Durga Puja 2025: দিঘার কাছেই 'ডাইনোসর'দের আনাগোনা? এবার পুজোয় অনবদ্য তৎপরতা এই ক্লাবের!

ধৃতের শ্বশুরবাড়ি তেকেই এক কোটি টাকারও বেশি উদ্ধার হয়। এরপরেই ওই শিক্ষককে সঙ্গে নিয়ে তার কায়স্থপাড়ার বাড়িতে হানা দেয় তদন্তকারী পুলিশ অফিসাররা। বাকি টাকা সেখান থেকে উদ্ধার হয়।

Arrested Bengali News Today Cash