/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/04/Dilip-Ghosh-4.jpg)
Dilip Ghosh: দিলীপ ঘোষ।
pahalgam terror attack:শুভেন্দু অধিকারীর মতোই পহেলগাঁওয়ে জঙ্গি হামলা নিয়ে রাফ & টাফ মেজাজে বিজেপির দাপুটে নেতা দিলীপ ঘোষ। 'প্রয়োজনে ফের পাকিস্তানে ঢুকে সার্জিক্যাল স্ট্রাইক।' পহেলগাঁওয়ে নারকীয় জঙ্গি হামলা নিয়ে প্রতিক্রিয়া BJP নেতা দিলীপ ঘোষের (Dilip Ghosh)। এরই পাশাপাশি SSC-এর চাকরিহারাদের ধরনা-আন্দোলন নিয়ে আবারও দিলীপ ঘোষের নিশানায় রাজ্য সরকার।
জঙ্গি হামলা নিয়ে কী বললেন দিলীপ?
"প্রয়োজেন ফের পাকিস্তানে ঢুকে সার্জিক্যাল স্ট্রাইক। গোটা দেশ সঙ্গে আছে। সব দলকে বৈঠকে ডেকেছে কেন্দ্র। এই সময়ে সব দলেরই কেন্দ্রের পাশে থাকা উচিত। যেটা হয়েছে খুবই দুর্ভাগ্যজনক। কাশ্মীরের অর্থনীতির উপরে চাপ পড়বে। ওখানকার মানুষ আনন্দে ছিলেন। একটা ঘটনা নড়িয়ে দিয়েছে। অনকের অনেক রকমের ক্ষতি হচ্ছে। কেন্দ্র যেটা ঠিক মনে করবে সেটাই করবে। এর পিছনে কার হাত আছে সেটা খুঁজে বের করবে কেন্দ্র। সমালোচনা না করে বিরোধীদেরও এই সংকটে কেন্দ্রের পাশে থাকা উচিত।"
SSC চাকরিহারাদের ধর্না নিয়ে রাজ্যকে আক্রমণ দিলীপের:
"বাংলায় ধর্না নতুন কিছু নয়। এই সরকার এমন সব সমস্যা তৈরি করে যার সমাধান পাওয়া দুষ্কর। দুর্ভাগ্যের বিষয় পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ অন্ধকার। একসঙ্গে ২৬ হাজার শিক্ষকের চাকরি চলে গেল। কত স্কুল শিক্ষকহীন হয়ে গেল। সেখানকার হাজার-হাজার ছাত্রছাত্রীর ভবিষ্যৎ অন্ধকার। প্রাইভেট স্কুলে যারা পয়সা দিয়ে পড়তে পারে না, তাঁদের একটি বড় অংশ সরকারি স্কুলে আসে। তাঁদের অভিবাবকরাও এখন ঘোর চিন্তায়।"
অন্যদিকে, পহেলগাঁওয়ে জঙ্গি হামলা নিয়ে দিলীপ ঘোষের আগে শুভেন্দু অধিকারীও গতকাল রাতে আগুনে হুঙ্কার দিয়েছিলেন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে দেখেই গতকাল কলকাতা বিমানবন্দরে কান্নায় ভেঙে পড়েন পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় নিহত পর্যটক বিতান অধিকারীর স্ত্রী। তাঁর কাছে গিয়ে শুভেন্দু কোলে তুলে নেন বিতানের সাড়ে তিন বছরের শিশুপুত্রকে।
আরও পড়ুন- West Bengal News Live:খাস কলকাতায় যুবকের রহস্যমৃত্যু, খুন না আত্মহত্যা? তদন্তে পুলিশ
তারপরেই অরূপ বিশ্বাস-সহ অন্যদের দিকে আঙুল দেখিয়ে নিহত বিতান অধিকারীর স্ত্রীর উদ্দেশ্যে শুভেন্দু অধিকারীকে বলতে শোনা যায়, "আপনি বলুন, হিন্দু বলে মেরেছে। এদের বলুন ওই সেকুলারদের। হিন্দুস্তানে হিন্দুকে খুন করেছে। গাজা শেষ। ইজরায়েল শেষ করেছে। আমরাও শেষ করব। মোদীর বাচ্চা আমরা। হিন্দু বলে খুন করেছে।"