/indian-express-bangla/media/media_files/2025/10/12/cats-2025-10-12-08-02-32.jpg)
তীব্র ভূমিকম্পে চরম আতঙ্ক পাকিস্তানে
শনিবার সন্ধ্যায় তীব্র কম্পনে দুলে উঠল পাকিস্তান। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.০। ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল , ভূ-পৃষ্ঠ থেকে মাত্র ১০ কিমি গভীরে। জাতীয় ভূকম্পন কেন্দ্র (National Centre for Seismology - NCS) জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্র ছিল ভূ-পৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে, এর ফলে বাড়ছে আফটারশকের আশঙ্কা। কম্পনের মাত্রা রেকর্ড করা হয়েছে ৫.০।
EQ of M: 4.6, On: 05/10/2025 18:59:30 IST, Lat: 30.33 N, Long: 66.43 E, Depth: 10 Km, Location: Pakistan.
— National Center for Seismology (@NCS_Earthquake) October 5, 2025
For more information Download the BhooKamp App https://t.co/5gCOtjcVGs@DrJitendraSingh@OfficeOfDrJS@Ravi_MoES@Dr_Mishra1966@ndmaindiapic.twitter.com/h72cqWvknY
উল্লেখ্য, এর মাত্র কদিন আগেই ৫ অক্টোবর পাকিস্তানে ৪.৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছিল। টানা দুটি ভূমিকম্পে আতঙ্ক ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে। ভূমিকম্পের গভীরতা কম থাকায় পরবর্তী কম্পনের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না বলে জানিয়েছে জাতীয় ভূকম্পন কেন্দ্র।
যদিও গতকালের এই ভূমিকম্পের ঘটনায় এখনও পর্যন্ত কোনও প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর মেলেনি। তবে ভূ-বিজ্ঞানীরা জানিয়েছেন, ৭০ কিলোমিটারের কম গভীরতায় ঘটে যাওয়া অগভীর ভূমিকম্প সাধারণত বেশি তীব্র কম্পন তৈরি করে এবং এটি বেশি বিপজ্জনক।চলতি অক্টোবর মাসে এটি পাকিস্তানে দ্বিতীয় ভূমিকম্প। এর আগে, ৫ অক্টোবর ৪.৬ মাত্রার একটি ভূমিকম্পে কেঁপে ওঠে পাকিস্তান। যার কেন্দ্রও ছিল ১০ কিলোমিটার গভীরে।
আরও পড়ুন-ঘুমের মধ্যেই ভয়ঙ্কর অগ্নিকাণ্ড! ঝলসে মৃত্যু বাংলার ৬ পরিযায়ী শ্রমিকের, বাকরুদ্ধ অধীর
ভূতাত্ত্বিকভাবে পাকিস্তান পৃথিবীর অন্যতম ভূমিকম্পপ্রবণ অঞ্চলে অবস্থিত। এই ভূতাত্ত্বিক অবস্থানের কারণেই দেশের বেলুচিস্তান, খাইবার পাখতুনখোয়া প্রদেশে প্রায়ই ভূমিকম্প অনুভূত হয়। বেলুচিস্তান আরব ও ইউরেশিয়ান টেকটোনিক প্লেটের সক্রিয় সীমান্তের খুব কাছাকাছি হওয়ায় এই অঞ্চলটি সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে। পাকিস্তানের ইতিহাসে অন্যতম ভয়াবহ ভূমিকম্প ছিল ১৯৪৫ সালের বেলুচিস্তান ভূমিকম্প, যার মাত্রা ছিল ৮.১। সেটিই এখনও পর্যন্ত দেশটির ইতিহাসে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প হিসেবে নথিভুক্ত।
আরও পড়ুন- রাজ্যে এমবিবিএস ছাত্রী গণধর্ষণকাণ্ডে আটক সহপাঠী, রিপোর্ট তলব স্বাস্থ্য দফতরের