চরম উত্তেজনার আবহে ভারতকে হুঁশিয়ারি পাক বিদেশমন্ত্রীর, কড়া অবস্থান ভারতের

শুক্রবার সোশ্যাল মিডিয়ায় এক বিবৃতিতে পাক বিদেশমন্ত্রী বলেন, পাকিস্তানের মাটিতে বসবাসকারী সকল আফগান নাগরিকদের এখন তাদের নিজদেশে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে। কাবুলে তাদের নিজস্ব সরকার আছে এবং আমাদের জমি ২৫ কোটির পাকিস্তানির।

শুক্রবার সোশ্যাল মিডিয়ায় এক বিবৃতিতে পাক বিদেশমন্ত্রী বলেন, পাকিস্তানের মাটিতে বসবাসকারী সকল আফগান নাগরিকদের এখন তাদের নিজদেশে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে। কাবুলে তাদের নিজস্ব সরকার আছে এবং আমাদের জমি ২৫ কোটির পাকিস্তানির।

author-image
IE Bangla Web Desk
New Update
pakistan-warning-to-afghanistan-and-india-2025

চরম উত্তেজনার আবহে ভারতকে হুঁশিয়ারি পাক বিদেশমন্ত্রীর, কড়া অবস্থান ভারতের

আফগানিস্তানের সঙ্গে উত্তেজনার আবহে ভারতকে এবার হুঁশিয়ারি পাকিস্তানের। সেদেশের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন, "বর্তমান পরিস্থিতিতে পাকিস্তান আর আগের মতো আফগানিস্তানের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক বজায় রাখতে পারবে না"। পাশাপাশি তিনি দাবি করেছেন, "নয়াদিল্লি ও নিষিদ্ধ তেহরিক-ই-তালেবানের (টিটিপি) সহযোগিতায় পাকিস্তানের বিরুদ্ধে 'ষড়যন্ত্র' করছে আফগানিস্তান"। 

Advertisment

শুক্রবার সোশ্যাল মিডিয়ায় এক বিবৃতিতে পাক বিদেশমন্ত্রী বলেন, "পাকিস্তানের মাটিতে বসবাসকারী সকল আফগান নাগরিকদের এখন তাদের নিজ দেশে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে। কাবুলে তাদের নিজস্ব সরকার আছে এবং আমাদের জমি ২৫ কোটির পাকিস্তানির"। তিনি বলেছেন, “আত্মমর্যাদাশীল জাতি বিদেশী জমি ও সম্পদে সমৃদ্ধ হয় না।”

আরও পড়ুন- ঠিক কোন সময়ে সোনা-রূপা কেনায় দ্বিগুণ সম্পদ-অর্থপ্রাপ্তি, বিরল এই মুহূর্ত সম্পর্কে জানুন

Advertisment

পাক-আফগান চলমান উত্তেজনার প্রেক্ষিতে স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতির সময়সীমা শেষ হওয়ার পর তার এই মন্তব্য সামনে এসেছে। পাক বিদেশমন্ত্রী বলেন, "পাকিস্তান আর কাবুলের সাথে স্বাভাবিক সম্পর্ক বজায় রাখতে পারবে না,"। তিনি হুঁশিয়ারির সুরে বলেছেন,  "ভবিষ্যতে পাকিস্তানের আর কোনও প্রতিনিধি দল কাবুলে যাবে না। যেখানেই পাকিস্তানের বিরুদ্ধে ষড়যন্ত্রের বীজ বপন করা হবে সেখানেই সেটা নির্মূল করা হবে"।

আরও পড়ুন-'চিপস থেকে জাহাজ, আত্মনির্ভরতার পথে ভারতের দুরন্ত গতিতে অবাক বিশ্ব': মোদী

একইসঙ্গে আসিফ ভারতকেও উদ্দেশ্য করে অভিযোগ করেন যে আফগানিস্তান এখন “ভারতের প্রক্সি” হয়ে উঠেছে এবং নয়াদিল্লি ও নিষিদ্ধ তেহরিক-ই-তালেবানের (টিটিপি) সহযোগিতায় পাকিস্তানের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তিনি বলেন, কাবুলের শাসকরা — যারা একসময় পাকিস্তানের পক্ষে ছিল — আজ ভারতের সঙ্গে বসে পাকিস্তানের বিরুদ্ধে কৌশল সাজাচ্ছে। তিনি সতর্ক করে বলেছেন পাকিস্তান “যেকোনো আগ্রাসনের জন্য প্রস্তুত” পাশাপাশি তিনি সতর্ক করে দিয়েছেন যে পাকিস্তান একই সঙ্গে দুই ফ্রন্টের যুদ্ধের মুখোমুখি হতে পারে ও অভ্যন্তরীণ ফ্রন্টও গঠন করতে পারে। যদিও বৃহস্পতিবার বিদেশ  মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক সাংবাদিক সম্মেলনে বলেন, “পাকিস্তান দীর্ঘদিন ধরে সন্ত্রাসবাদকে আশ্রয় ও মদত দিয়ে আসছে। নিজেদের ব্যর্থতার দায় প্রতিবেশী দেশের উপর চাপিয়ে দেওয়া তাদের পুরনো অভ্যাস।” 

আরও পড়ুন- শুধু সোনা, রূপা, বাসনপত্র, ঝাড়ুই নয় এই 'জিনিসটি' ধনতেরাসে কিনলেই সোনায় সোহাগা

তবে উল্লেখ্য, আফগান তালেবান সরকার বারবার প্রতিবেশী দেশগুলোর বিরুদ্ধে তাদের ভূখণ্ড ব্যবহারের অভিযোগ অস্বীকার করেছে এবং জোর দিয়ে জানিয়েছে যে আফগান ভূখণ্ড অন্য কোনও দেশের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে না।

Afganistan pakistan