Partha Chatterjee's bail plea in the Supreme Court: নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) মামলায় একে একে অনেকেই জামিন পেয়েছেন। তবে এখনও পর্যন্ত জেলবন্দি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়কেও জামিন দিয়েছে আদালত। এবার অর্পিতার নাম করে সুপ্রিম কোর্টে জামিন আর্জি পার্থ চট্টোপাধ্যায়ের। তাঁর সেই জামিন আর্জিতে পাল্টা ভর্ৎসনার সুর বিতারপতির গলায়।
নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায় এবং তার ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়কে গ্রেফতার করেছিল ED। নিয়োগ দুর্নীতি মামলায় একে একে অনেকেরই জামিন হয়েছে। সদ্য জামিন পেয়েছেন পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়-সহ কয়েকজন। এবার অর্পিতার নাম করেই সুপ্রিম কোর্টে জামিনের আর্জি জানালেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী।
সুপ্রিম কোর্টে পার্থ চট্টোপাধ্যায় জামিনের আর্জি জানিয়ে বলেন, "অর্পিতা জামিন পেলে আমি কেন পাব না?"। পার্থ চট্টোপাধ্যায়ের এই প্রশ্নের উত্তর দিতেও সময় নেননি বিচারপতি সূর্যকান্ত। তিনিও খানিকটা ভর্ৎসনার সুরেই পার্থ চট্টোপাধ্যায়কে বলেন, "আপনি মন্ত্রী ছিলেন, সবাই মন্ত্রী নন। আপনার দপ্তরে কী হচ্ছে, না হচ্ছে সবটাই আপনার উপর বর্তায়।" এরপরেই পার্থ চট্টোপাধ্যায়কে জামিন দেওয়া হলে তিনি তদন্তের কাজ কোনওভাবে প্রভাবিত করতে পারেন কিনা সেদিকটিও খতিয়ে দেখার কথা এদিন জানিয়েছেন সুপ্রিম কোর্টের বিচারপতি।
উল্লেখ্য, দু'বছর আগে ২০২২ সালে নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হয়েছিলেন। সেই সময় রাজ্যের শিক্ষামন্ত্রী ছিলেন তিনি। গ্রেফতার হওয়ার পর থেকে একাধিকবার জামিনের আবেদন জানিয়েছেন তিনি। তবে প্রতিবারই তাঁর সেই আবেদন নাকচ হয়ে গিয়েছে। এদিকে সম্প্রতি নিয়োগ মামলায় গ্রেপ্তার হওয়া পার্থ-বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায় জামিন পেয়েছেন। জামিন হয়েছে কল্যাণময় গঙ্গোপাধ্যায়-সহ বেশ কয়েকজনের। তাঁদের সেই জামিনের প্রসঙ্গ উত্থাপন করেই সুপ্রিম কোর্টে জামিনের আবেদন জানিয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী মুকুল রোহতগি।
আরও পড়ুন- Sundarbans: গা শিউরে ওঠার মতো কাণ্ড সুন্দরবনে! জঙ্গল থেকে ঝাঁপ নৌকায়, প্রকাণ্ড বাঘ কামড়ে-আঁচড়ে...
পার্থর আইনজীবী মুকুল রোহতগি আদালতে সকালে জানান, প্রয়োজনে পার্থ চট্টোপাধ্যায় বাংলা ছেড়ে যেতেও রাজি আছেন। তাঁকে জামিন দেওয়া হোক। তবে পার্থ চট্টোপাধ্যায়ের জামিন প্রসঙ্গে আদালত জানতে চেয়েছে, যে তিনি জামিন পেলে কোনওভাবে তদন্তের কাজ প্রভাবিত করতে পারেন কিনা।