Partha Chatterjee: এবারও শিকে ছিঁড়ল না পার্থ চট্টোপাধ্যায়ের, ফের জামিনের আবেদন খারিজ হাইকোর্টে

Partha Chatterjee: এর আগেও রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীর জামিনের আবেদন খারিজ হয়েছে একাধিকবার। আবারও জামিনের আবেদন করেছিলেন এসএসসি নিয়োগ দুর্নীতিতে ধৃত পার্থ চট্টোপাধ্যায়।

Partha Chatterjee: এর আগেও রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীর জামিনের আবেদন খারিজ হয়েছে একাধিকবার। আবারও জামিনের আবেদন করেছিলেন এসএসসি নিয়োগ দুর্নীতিতে ধৃত পার্থ চট্টোপাধ্যায়।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
west bengal news,partha chatterjee,bail,supreme court,পার্থ চট্টোপাধ্যায়, সুপ্রিম কোর্ট

Partha Chatterjee: পার্থ চট্টোপাধ্যায়। ফাইল ছবি।

Partha Chatterjees bail plea rejected by Calcutta High Court in ssc recruitment scam case: এবারও শিকে ছিঁড়ল না পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee)। ফের একবার কলকাতা হাইকোর্টে বড়সড় ধাক্কা রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীর। SSC নিয়োগ দুর্নীতি কাণ্ডে কলকাতা হাইকোর্টে আবারও জামিনের আবেদন খারিজ হয়ে গেল রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সহ কল্যাণময় গঙ্গোপাধ্যায়, সুবীরেশ ভট্টাচার্য, শান্তি প্রসাদ সিনহা, অশোক কুমার সাহাদের। "অভিযুক্তদের ছেড়ে দেওয়া হলে ছাত্রদের উপর অবিচার করা হবে", পার্থ চট্টোপাধ্যায়দের জামিনের আবেদন ফের একবার খারিজ করে স্পষ্ট জানাল কলকাতা হাইকোর্ট।

Advertisment

আপাতত এ বছর আর জেল মুক্তি হচ্ছে না পার্থ চট্টোপাধ্যায়ের। এর আগে জামিন পেয়ে গেছেন তার বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়। শুধু অর্পিতাই নন, নিয়োগ দুর্নীতি কাণ্ডে এর আগে অনেকেই জামিন পেয়েছেন। জামিন চেয়ে নিম্ন আদালত থেকে শুরু করে হাইকোর্ট এমনকী সুপ্রিম কোর্টেও একাধিকবার আর্জি জানিয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী। বারবার তার জামিনের আবেদন নাকচ করেছে আদালত।

এর আগে পার্থ চট্টোপাধ্যায়ের জামিন নিয়ে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দুই বিচারপতি ভিন্ন মত পোষণ করেছিলেন। এক বিচারপতি ছিলেন জামিনের পক্ষে, অন্য বিচারপতি ছিলেন জামিনের বিপক্ষে। প্রধান বিচারপতি মামলাটি পাঠিয়ে দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের তৃতীয় বিচারপতি তপব্রোত চক্রবর্তীর কাছে। 

Advertisment

আরও পড়ুন- RG Kar Case: আরজি কর তদন্তে নয়া আর্জির শুনানি, CBI-পরিবারের আইনজীবীর বাগযুদ্ধ চরমে

আরও পড়ুন- West Bengal News Live: মৃত আত্মীয়ের নামে নথি বানিয়ে দিব্যি বসবাস, লালগোলায় পুলিশের জালে বাংলাদেশি

বিচারপতি চক্রবর্তীর কাছে এই মামলার শুনানি আগেই শেষ হয়েছিল। রায় দান স্থগিত ছিল। মঙ্গলবার সেই রায়দানের সময় বিচারপতি স্পষ্ট করে জানলেন জামিন হচ্ছে না পার্থ চট্টোপাধ্যায়দের। আরও একবার হাইকোর্টে খারিজ হয়ে গেল রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীর জামিনের আবেদন।

আরও পড়ুন- Tigress Zeenat in Purulia: খাঁচার কাছে এসেও টোপ গিলছে না জিনাত, বাঘিনীকে ধরতে এবার হাতিয়ার Smart Trap Camera

এক্ষেত্রে বিচারপতির যুক্তি ছিল, "অভিযুক্তদের ছেড়ে দেওয়া হলে ছাত্রদের ওপর অবিচার করা হবে। শুধু তাই নয়, একজন মন্ত্রীর যে পরিমাণ দুর্নীতি সামনে এসেছে তাকে ছেড়ে দেওয়া হলে গোটা শিক্ষা ব্যবস্থায় তার প্রভাব পড়বে।" মূলত এই যুক্তি দেখিয়ে মঙ্গলবার রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সহ শিক্ষা দপ্তরের প্রাক্তন কর্তা সুবীরেশ ভট্টাচার্য, শান্তি প্রসাদ সিনহা, কল্যাণময় গঙ্গোপাধ্যায়, অশোক কুমার সাহাদের জামিনের আবেদন নাকচ করে দেন বিচারপতি তপোব্রত চক্রবর্তী।

 

Calcutta High Court partha chatterjee Bangla News Bengali News Today SSC recruitment WB SSC Scam news in west bengal news of west bengal