Baruipur Incident: টিকিট পরীক্ষকের মুখে গরম ঘুগনি ছুঁড়লেন রেলযাত্রী, কারণ জানলে চমকে যাবেন!

ticket checker: এই ঘটনাকে কেন্দ্র করে শনিবার সকালে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর স্টেশনে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

ticket checker: এই ঘটনাকে কেন্দ্র করে শনিবার সকালে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর স্টেশনে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

author-image
Mina Mondal
New Update
Baruipur female ticket examiner hot food thrown,  train passenger throws food at ticket checker Baruipur,  hot ghugni thrown at ticket inspector India,  Baruipur train incident ticket inspector assaulted food,  passenger attacks ticket inspector with hot snack,বারুইপুর মহিলা টিকিট পরীক্ষক গরম ঘুগনি,  বারুইপুর ট্রেনে টিকিট পরীক্ষক মুখে গরম খাবার ছোড়া,  Baruipur train ticket checker hot ghugni  ,ট্রেনে যাত্রী দ্বারা টিকিট পরীক্ষকের ওপর হামলা,  Baruipur ticket inspector hot food assault

Baruipur News: অভিযুক্ত যাত্রীকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হচ্ছে।

টিকিট দেখতে চাওয়ায় মহিলা টিকিট পরীক্ষকের মুখে গরম ঘুগনি ছুড়ে মারলেন মহিলা রেল যাত্রী। ঘটনায় চাঞ্চল্য ছড়াল শিয়ালদহ দক্ষিণ শাখার বারুইপুর স্টেশনে। ঘটনায় রীতিমতো আতঙ্কে ও ভয়ে রয়েছেন মহিলা টিকিট পরীক্ষক। শনিবার সকালে অন্যান্য দিনের মতোই শিয়ালদহ দক্ষিণ শাখার বারুইপুর জংশনে ২ নম্বর প্লাটফর্মে দাঁড়িয়েছিল আপ বারুইপুর লোকাল। আর সেই লোকাল ট্রেনে লেডিস কম্পার্টমেন্টে টিকিট চেক করতে যান মহিলা টিকিট পরীক্ষক পূজা কুমারী। 

Advertisment

অভিযুক্ত মহিলা রেল যাত্রী ও তার আরো এক সঙ্গী সেই সময় লেডিস কম্পার্টমেন্টে বসে গরম ঘুগনি খাচ্ছিল। পাশ থেকে কিছু মহিলা রেলযাত্রী অভিযোগ করেন যে এরা সুভাষগ্রাম স্টেশন থেকেই সিট দখল করে বসে আসছে। টিকিট পরীক্ষক ওই মহিলার টিকিট দেখতে চাইলে আচমকায় গরম ঘুগনি মহিলা টিকিট পরীক্ষকে পূজা কুমারীর মুখে গড়ম ঘুগনি ছুড়ে মারে। হতচকিত হয়ে পড়েন মহিলা টিকিট পরীক্ষক। 

আরও পড়ুন- Tehatta Incident: নিখোঁজ শিশুর দেহ উদ্ধারে ক্ষোভের আগুন! সন্দেহেই স্বামী-স্ত্রীকে পিটিয়ে মারল জনতা

Advertisment

একদিকে গরম ও অন্যদিকে চোখে মুঘে ঘুগনি পড়ায় রীতিমতো ভয়ে ও কষ্টে আর্তনাদ করে ওঠেন। চোখ মুখ বিভৎস জ্বালা করতে থাকে। ওই অবস্থাতেই কোনওভাবে চোখ মুখ মুছে ওই অভিযুক্ত মহিলা রেল যাত্রীকে সঙ্গে নিয়ে ট্রেন থেকে প্লাটফর্মে নামালেই RPF-এর জওয়ানরা ঘটনাস্থলে চলে আসেন। অভিযুক্ত মহিলা রেল যাত্রীর নাম জানা গিয়েছে সাইদা বিবি, বাড়ি সুভাষগ্রাম এলাকায়। 

আরও পড়ুন-West Bengal News Live Updates: মানব বোমার হুমকি, পুলিশের জালে মাস্টারমাইন্ড, ভয়ঙ্কর কোন পরিকল্পনা?

তার কাছে সুভাষগ্রাম থেকে শিয়ালদহের বৈধ টিকিট থাকলেও, বারুইপুরে আসার কোনও বৈধ টিকিট ছিল না। ইতিমধ্যেই বারুইপুর আরপিএফ-এর পক্ষ থেকে অভিযুক্ত মহিলা রেলযাত্রী সাইদা বিবিকে বারুইপুর জিআরপির হাতে তুলে দেওয়া হয়েছে। রীতিমতো আতঙ্কে রয়েছেন মহিলা টিকিট পরীক্ষক। বারুইপুর জিআরপিতে অভিযোগ দায়ের হয়েছে। মহিলা টিকিট পরীক্ষক পূজা কুমারী অভিযুক্ত মহিলা রেল যাত্রীর কড়া শাস্তির দাবি জানিয়েছেন।

আরও পড়ুন-SSC Exam: রবিবার SSC-এর শিক্ষক নিয়োগের পরীক্ষা, সঙ্গে কী রাখতেই হবে, আর কী নয়! রইল তালিকা

Arrested police Baruipur News