/indian-express-bangla/media/media_files/2025/11/03/cats-2025-11-03-15-16-12.jpg)
News in Bengal Live: গুরুত্বপূর্ণ খবরের আপডেট জানুন।
Kolkata News live updates: জল্পনা ছিলই। অবশেষে বৈশাখীকে সঙ্গে নিয়ে তৃণমূলে কামব্যাক শোভন চট্টোপাধ্যায়ের। 'রাস্তায় নেমে আন্দোলনের জন্য সামিল হলাম' মন্তব্য শোভনের। পাশাপাশি তিনি বলেন, 'দায়িত্ব পেয়ে কোন ত্রুটি রাখব না। আমার ধমনী, শিরায় তৃণমূল কংগ্রেস'। এরপরই রয়েছে কালীঘাটে অভিষেক বন্দোপাধ্যায়ের সঙ্গে হাইভোল্টেজ বৈঠক। এদিন শোভন চট্টোপাধ্যায় দলে ফিরতেই শুরু হয়েছে জোর জল্পনা। বিধানসভা নির্বাচনে তবে কী প্রার্থী হচ্ছেন প্রাক্তন মেয়র?
আগামীকাল ৪ নভেম্বর থেকে দেশের ১২টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ সংশোধন (SIR) । তবে, পশ্চিমবঙ্গ থেকে তামিলনাড়ু পর্যন্ত একাধিক রাজ্য নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের বিরোধিতা করছে। কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, ডিএমকে-সহ বেশ কয়েকটি বিরোধী দল অভিযোগ তুলেছে যে এই প্রক্রিয়া আসলে ভোটার তালিকা থেকে বিরোধীদের সমর্থকদের নাম মুছে ফেলার উদ্দেশ্যে চালু করেছে কমিশন।
সোমবার সকালেই চাঞ্চল্য ছড়াল কলকাতায়। দক্ষিণ শহরতলীর হরিদেবপুরের কালীপদ মুখোপাধ্যায় রোডে এদিন সকালে গুলিচালনার ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। সোমবার সকাল সাতটার সময় দক্ষিণ কলকাতার হরিদেবপুরের কালীপদ মুখোপাধ্যায় রোডে গুলির ঘটনায় আতঙ্কের সৃষ্টি হয়। অভিযোগ, একটি মোটরবাইকে চেপে দুই দুষ্কৃতী এসে এক মহিলাকে লক্ষ্য করে গুলি চালায়।
গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন ওই মহিলা। স্থানীয়রা তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। বর্তমানে ওই মহিলা হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঠিক কী কারণে এই হামলা, তা এখনও স্পষ্ট নয়। ব্যক্তিগত শত্রুতা না অন্য কোনও উদ্দেশ্য—সব দিকই খতিয়ে দেখছে হরিদেবপুর থানার পুলিশ।
অন্যদিকে, সোমবার সকালেই ফের একবার দুরন্ত পদক্ষেপে নামল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। ভুয়ো পাসপোর্ট কাণ্ডে আজ সকাল থেকে একাধিক জায়গায় তল্লাশি চালায় ইডির আধিকারিকরা। নদিয়ার চাকদহে পেশায় কাঠমিস্ত্রি বিপ্লব সরকার নামে এক ব্যক্তির বাড়িতে অভিযান চালানো হয়।
কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের উপস্থিতিতে চলে তল্লাশি। সূত্রের খবর, সেই বাড়ি থেকে উদ্ধার হয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি। পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদও চলছে। জানা গিয়েছে, এই মামলায় এর আগে এক পাকিস্তানি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছিল। তাঁকে জেরাতেই এবার তল্লাশি অভিযান শুরু করেছে ইডি।
আরও পড়ুন-FD interest Rates: FD-তে ৭.৫% পর্যন্ত সুদ, কোন ব্যাঙ্কে বিনিয়োগে হবেন মালামাল?
এদিকে, ভারতের মহিলা ক্রিকেট দলের ঐতিহাসিক বিশ্বকাপ জয়কে ঘিরে দেশজুড়ে বইছে শুভেচ্ছা ও অভিনন্দনের স্রোত। রাষ্ট্রপতি থেকে শুরু করে প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী—সবার মুখেই গর্বের ঝলক। রাজনীতির মঞ্চ থেকে ক্রীড়া ও চলচ্চিত্র জগৎ—সমাজের প্রতিটি ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিত্বরা অভিনন্দনে ভরিয়ে দিচ্ছেন হরমনপ্রীত কৌরের দলকে। নারী শক্তির এই অসাধারণ সাফল্য উদযাপনে মেতেছে গোটা দেশ, আর আজ সারাদিন জুড়েই চলবে সেই উচ্ছ্বাস ও শুভেচ্ছার ঢল।
- Nov 03, 2025 14:48 IST
WB News Live: আপনার পরিবারের দাবিহীন টাকা কি ব্যাংকে এখনও পড়ে রয়েছে? জানবেন কীভাবে?
আপনার পরিবারের কী কোন সদস্যের দাবিহীন টাকা এখনও ব্যাংকে পড়ে আছে?সহজেই জেনে নিতে পারবেন আপনি নিজেই। রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার (RBI) নিয়ম অনুযায়ী, যদি কোনও ব্যাংক অ্যাকাউন্টে ১০ বছর ধরে কোনও লেনদেন না হয়, তাহলে সেই টাকাকে দাবিহীন অর্থ (Unclaimed Amount) হিসেবে গণ্য করা হয়। এই টাকাগুলি বছরের পর বছর ব্যাংকের হিসেবেই পড়ে থাকে, অথচ অনেক পরিবারই জানেন না তাদের প্রিয়জনদের অ্যাকাউন্টে এখনও সেই দাবিহীন অর্থ জমা রয়েছে।
- Nov 03, 2025 14:47 IST
Kolkata News Live: ট্রাম্পের হুঙ্কার, তোলপাড় বিশ্ব
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাঞ্চল্যকর মন্তব্য ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেছেন, আমেরিকার কাছে এমন পর্যাপ্ত পরিমাণ পারমাণবিক অস্ত্র রয়েছে যা পৃথিবীকে অন্তত ১৫০ বার ধ্বংস করতে সক্ষম। তিনি বলেন, রাশিয়া, চীন, উত্তর কোরিয়া এবং পাকিস্তান ক্রমাগত পারমাণবিক পরীক্ষা চালিয়ে যাচ্ছে, অথচ মার্কিন যুক্তরাষ্ট্র এখন অনেক পিছিয়ে পড়েছে। তাই, আমেরিকারও উচিত পারমাণবিক পরীক্ষা পুনরায় শুরু করা"।
- Nov 03, 2025 14:46 IST
Kolkata News Live Updates:বাড়ি থেকে বেরোতেই গুলি মহিলাকে
দক্ষিণ কলকাতার হরিদেবপুর এলাকায় সোমবার সকালে গুলিবিদ্ধ হলেন এক মহিলা। পুলিশ সূত্রে খবর, অজ্ঞাতপরিচয় এক দুষ্কৃতী কাছ থেকে গুলি চালায় ওই মহিলার ওপর। গুলিবিদ্ধ মহিলার নাম মৌসুমী হালদার। সকাল প্রায় ৬টা ২০ মিনিট নাগাদ এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে।
বিস্তারিত পড়ুন- Kolkata Shootout: বাড়ি থেকে বেরোতেই গুলি মহিলাকে, হরিদেবপুরে দুষ্কৃতী হামলায় ব্যাপক আতঙ্ক
- Nov 03, 2025 11:43 IST
WB News Live: তৃণমূলের দাপুটে নেতার বেনজির হুঁশিয়ারি
উত্তর ২৪ পরগনার হাড়োয়ায় ফের বিতর্কিত মন্তব্য ঘিরে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। শনিবার সন্ধ্যায় হাড়োয়া ব্লক টু-র শালিপুর অঞ্চলের খলিসাদী কমিউনিটি হলে তৃণমূল কংগ্রেসের একটি বিশেষ কর্মসূচিতে দলীয় নেতা আব্দুল খালেক মোল্লা বলেন, “SIR থেকে কোনও বৈধ ভোটারের নাম বাদ গেলে এলাকার BJP নেতাদের গাছে ঝুলিয়ে মারা হবে।” তাঁর এই মন্তব্য ঘিরে মুহূর্তে উত্তাল হয়ে ওঠে রাজনৈতিক মহল।
বিস্তারিত পড়ুন- TMC:“বৈধ ভোটার বাদ পড়লে BJP নেতাদের গাছে ঝুলিয়ে মার,” SIR ইস্যুতে তৃণমূলের দাপুটে নেতার বেনজির হুঁশিয়ারি
- Nov 03, 2025 11:20 IST
WB News Live Updates:জ্যোতিপ্রিয় মল্লিকের পেটে ঘুঁষি যুবকের!
রবিবার রাতে সল্টলেকের একটি অভিজাত আবাসিক এলাকায় তৃণমূল কংগ্রেসের দাপুটে নেতা তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে ঘটে গেল চাঞ্চল্যকর ঘটনা। অভিযোগ, রাতের অন্ধকারে এক যুবক তাঁর বাড়িতে ঢুকে আচমকা আক্রমণ চালায়। ঘটনায় মুহূর্তে উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। পরে নিরাপত্তারক্ষীদের তৎপরতায় ধৃত হয় ওই যুবক।
বিস্তারিত পড়ুন- Jyotipriya Mallick: ‘কাজের কথা বলতে এসেছিলাম’, বলেই প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের পেটে ঘুঁষি যুবকের! পরের ঘটনা জানলে...
- Nov 03, 2025 10:27 IST
Kolkata News Live Updates:কোন ব্যাঙ্কে বিনিয়োগে হবেন মালামাল?
বর্তমানে বাজারে বিনিয়োগের অসংখ্য বিকল্প থাকলেও, অনেকেই আছেন যারা এখনও নিরাপদ বিনিয়োগের দিকে ঝোঁকেন। শেয়ার বাজার ও মিউচুয়াল ফান্ডে বিনিয়োগে লাভ-ক্ষতির ঝুঁকি থাকে, সেখানে ব্যাংকের ফিক্সড ডিপোজিট (এফডি) Fixed Deposit মূলধন সুরক্ষা ও নির্দিষ্ট রিটার্নের নিশ্চয়তা দেয়। তাই, যারা ঝুঁকি নিতে চান না বা স্বল্পমেয়াদে কিছুটা বেশি রিটার্ন পেতে চান, তাদের জন্য এফডি এখনও অন্যতম জনপ্রিয় বিকল্প।
বিস্তারিত পড়ুন- FD interest Rates: FD-তে ৭.৫% পর্যন্ত সুদ, কোন ব্যাঙ্কে বিনিয়োগে হবেন মালামাল?
- Nov 03, 2025 10:26 IST
West Bengal News Live Updates:মেয়েদের বিশ্বকাপ জয়ে উচ্ছ্বসিত মমতা
গতকাল রাতে মুম্বইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামে নতুন ইতিহাস রচনা করল ভারতের মহিলা ক্রিকেট দল। হরমনপ্রীত কৌরের দুর্দান্ত নেতৃত্বে দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে হারিয়ে প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপ জয় করল ভারতীয় মহিলা দল। এই ঐতিহাসিক জয়ের মুহূর্তে উচ্ছ্বাসে ভাসছে গোটা দেশ। ১৪০ কোটির বেশি ভারতবাসী গর্বিত এই স্বপ্নপূরণের রাতে। ভারতীয় মহিলা ক্রিকেট দলের বিশ্বকাপ জয়ে উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।
বিস্তারিত পড়ুন- Women’s World Cup 2025: ইতিহাস গড়ল ভারতের মেয়েরা! হরমনপ্রীতের নেতৃত্বে বিশ্বকাপ জয়, উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
- Nov 03, 2025 10:25 IST
West Bengal News Live Updates:ভূমিকম্পে কেঁপে উঠল পৃথিবী
রবিবার গভীর রাতে আফগানিস্তানে পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (USGS) জানিয়েছে, প্রথম ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৩.৯, আর দ্বিতীয়টি আরও শক্তিশালী — রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬.৩। পাঁচ ঘণ্টার ব্যবধানে হওয়া এই দুই ভূমিকম্পে রাতের অন্ধকারে ঘরবাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসেন আতঙ্কিত মানুষজন। USGS-এর তথ্য অনুযায়ী, স্থানীয় সময় রাত ১২টা ৫৯ মিনিটে হিন্দুকুশ পর্বতমালার মাজার-ই-শরিফ শহরের কাছাকাছি মাটির প্রায় ২৮ কিলোমিটার গভীরে ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল। রাজধানী কাবুলেও প্রবল কম্পন অনুভূত হয়।
বিস্তারিত পড়ুন- Afghanistan Earthquake: শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল পৃথিবী, মৃত একাধিক, শতাধিক আহত, তুমুল চাঞ্চল্যে হুলস্থূল
- Nov 03, 2025 10:24 IST
WB News Live Updates:ফের বৃষ্টির পূর্বাভাস
নভেম্বর মাস শুরু হলেও এখনও পর্যন্ত রাজ্যে সেভাবে শীতের দেখা মেলেনি। বরং নতুন সপ্তাহের শুরুতেই ফের একবার বৃষ্টির ইঙ্গিত দিল আলিপুর আবহাওয়া দপ্তর। বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নতুন একটি নিম্নচাপ অঞ্চল, যার জেরেই দক্ষিণবঙ্গে ফের বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। প্রশ্ন উঠেছে—তাহলে কবে থেকে নামবে কাঙ্ক্ষিত শীত?
বিস্তারিত পড়ুন- Kolkata weather Update: নভেম্বরেও নেই শীতের দেখা! দক্ষিণবঙ্গে ফের বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের
- Nov 03, 2025 10:23 IST
WB News Live Updates:ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যুমিছিল
রবিবার (২ নভেম্বর) রাজস্থানের যোধপুরে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় অন্তত ১৫ জন তীর্থযাত্রীর মৃত্যু হয়েছে এবং একাধিক যাত্রী আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে যোধপুর জেলার ফালোদি মহকুমার অন্তর্গত মাতোদা থানা এলাকার ভারতমালা এক্সপ্রেসওয়েতে।
বিস্তারিত পড়ুন-ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যুমিছিল, স্বজন হারানোর কান্না, আর্তনাদ, হাসপাতালে স্তূপাকৃতি দেহ
- Nov 03, 2025 10:21 IST
West Bengal News Live Updates: ক্ষুব্ধ তৃণমূল সাংসদ
"যারা নিজে দায়িত্ব পালন করছেন না সেই সমস্ত মহিলাদের ভোটে প্রার্থী হওয়া উচিত নয়। স্বামী, ভাই, শ্বশুরকে দিয়ে পঞ্চায়েতের কাজ চালানো যাবে না।" রবিবার বীরভূমের তারাপীঠে হাঁসন বিধানসভার রামপুরহাট ২ নম্বর ব্লক মহিলা কর্মী সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে মহিলাদের আরও স্বাধীনভাবে দায়িত্ব নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান বীরভূমের তৃণমূল সাংসদ শতাব্দী রায়।
বিস্তারিত পড়ুন- TMC:'স্বামী, ভাই, শ্বশুরকে দিয়ে পঞ্চায়েতের কাজ চালানো যাবে না"', ক্ষুব্ধ তৃণমূল সাংসদ
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us