/indian-express-bangla/media/media_files/2025/11/03/tmc-2025-11-03-11-36-29.jpg)
TMC leader threat: ভরা সভায় নজিরবিহীন হুঁশিয়ারি তৃণমূল নেতার।
viral political video: উত্তর ২৪ পরগনার হাড়োয়ায় ফের বিতর্কিত মন্তব্য ঘিরে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। শনিবার সন্ধ্যায় হাড়োয়া ব্লক টু-র শালিপুর অঞ্চলের খলিসাদী কমিউনিটি হলে তৃণমূল কংগ্রেসের একটি বিশেষ কর্মসূচিতে দলীয় নেতা আব্দুল খালেক মোল্লা বলেন, “SIR থেকে কোনও বৈধ ভোটারের নাম বাদ গেলে এলাকার BJP নেতাদের গাছে ঝুলিয়ে মারা হবে।” তাঁর এই মন্তব্য ঘিরে মুহূর্তে উত্তাল হয়ে ওঠে রাজনৈতিক মহল।
তৃণমূলের ওই বিশেষ সভায় উপস্থিত ছিলেন ব্লক সভাপতি ফরিদ জমাদারসহ স্থানীয় বহু কর্মী-সমর্থক। রাজ্যজুড়ে এস আই আর (Special Summary Revision) প্রক্রিয়া নিয়ে চলা কর্মসূচির অংশ হিসেবেই সভার আয়োজন হয়েছিল। তবে বক্তব্য রাখতে গিয়ে খালেক মোল্লার এই মন্তব্য শুধু বিতর্কই নয়, নিন্দার ঝড় তুলেছে রাজনৈতিক পরিসরে।
বিরোধী দল বিজেপি তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। বিজেপি নেতা রাজেন্দ্র সাহা বলেন, “আব্দুল খালেক মোল্লা আগেও জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিল। যখন পঞ্চায়েত সমিতির সভাপতি ছিল, তখন হাজার হাজার ভুয়ো ভোটার বানিয়েছিল। এখন আবার গাছে ঝুলিয়ে মারার হুমকি দিচ্ছে — ওদের হাত রক্তে ভেজা।” তিনি আরও অভিযোগ করেন, “প্রায় ১০ হাজার ভুয়ো রেশন কার্ডও বানিয়ে রেখেছে এই খালেক মোল্লা। কিন্তু এভাবে ভয় দেখিয়ে হাড়োয়ার মানুষকে দমিয়ে রাখা যাবে না।”
তৃণমূল সূত্রে অবশ্য দাবি করা হয়েছে, বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হচ্ছে। খালেক মোল্লার বক্তব্যের ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে, যা নিয়ে আরও উত্তেজনা বাড়ছে।
রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে, রাজ্যের শাসকদলের এক নেতার মুখে এই ধরনের মন্তব্য কতটা শোভনীয়? বর্তমানে ঘটনার দিকে নজর রেখেছে প্রশাসন। তবে তৃণমূলের এই নেতার মন্তব্যে ইতিমধ্যেই হাড়োয়া থেকে রাজ্য রাজনীতি পর্যন্ত তোলপাড় শুরু হয়েছে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
 Follow Us