/indian-express-bangla/media/media_files/2025/01/15/UrIwF3ZD1lBkSe3q0v1E.jpg)
Jyotipriya Mallick: প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।
Salt Lake incident: রবিবার রাতে সল্টলেকের একটি অভিজাত আবাসিক এলাকায় তৃণমূল কংগ্রেসের দাপুটে নেতা তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে ঘটে গেল চাঞ্চল্যকর ঘটনা। অভিযোগ, রাতের অন্ধকারে এক যুবক তাঁর বাড়িতে ঢুকে আচমকা আক্রমণ চালায়। ঘটনায় মুহূর্তে উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। পরে নিরাপত্তারক্ষীদের তৎপরতায় ধৃত হয় ওই যুবক।
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্তের নাম অভিষেক দাস (বয়স প্রায় ৩০ বছর)। সে উত্তর ২৪ পরগনার হাবড়ার বাসিন্দা। বিধাননগর থানার এক ঊর্ধ্বতন আধিকারিক জানান, রাত প্রায় ৯টা নাগাদ জ্যোতিপ্রিয় মল্লিককে অনুসরণ করে অভিষেক তাঁর বাড়ির ভিতরে প্রবেশ করে। অভিযোগ, কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ করে সে প্রাক্তন মন্ত্রীর উপর ঝাঁপিয়ে পড়ে এবং তলপেটে ঘুষি মারে।
অচিরেই নিরাপত্তারক্ষী ও আশপাশের লোকজন ছুটে এসে ওই যুবককে আটক করেন। পরে তাঁকে বিধাননগর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ তৎক্ষণাৎ অভিযুক্তকে গ্রেপ্তার করে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, অভিষেক দাস দাবি করেছে যে সে তৃণমূল নেতার সঙ্গে “একটি কাজের বিষয়ে” কথা বলার জন্যই দেখা করতে গিয়েছিল। তবে ঠিক কী সেই কাজ, কেনই বা এই আক্রমণাত্মক আচরণ — তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। পুলিশ এই ঘটনার পেছনে কোনও ব্যক্তিগত শত্রুতা, মানসিক অস্থিরতা বা রাজনৈতিক উদ্দেশ্য আছে কি না, সবদিকই খতিয়ে দেখছে।
এদিকে, ঘটনার পর থেকেই সল্টলেকের ওই অভিজাত আবাসনে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলেও। প্রাক্তন মন্ত্রী আপাতত নিরাপদ আছেন বলে জানা গেছে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us