Jyotipriya Mallick: ‘কাজের কথা বলতে এসেছিলাম’, বলেই প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের পেটে ঘুঁষি যুবকের! পরের ঘটনা জানলে...

Kolkata news: রবিবার রাতে সল্টলেকের অভিজাত এলাকায় চাঞ্চল্য! প্রাক্তন তৃণমূল মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে ঢুকে হামলা চালায় এক যুবক। ঘটনার তদন্তে নেমেছে বিধাননগর থানার পুলিশ।

Kolkata news: রবিবার রাতে সল্টলেকের অভিজাত এলাকায় চাঞ্চল্য! প্রাক্তন তৃণমূল মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে ঢুকে হামলা চালায় এক যুবক। ঘটনার তদন্তে নেমেছে বিধাননগর থানার পুলিশ।

author-image
IE Bangla Web Desk
New Update
Jyotipriya Mallick,Saltlake attack, Jyotipriya Malik, TMC leader assaulted, Kolkata news, West Bengal politics, Salt Lake incident, youth arrested, Bidhannagar police, TMC minister, Kolkata crime news,সল্টলেক হামলা, জ্যোতিপ্রিয় মল্লিক, তৃণমূল নেতা, কলকাতা খবর, বিধাননগর পুলিশ, পশ্চিমবঙ্গ রাজনীতি, কলকাতা চাঞ্চল্য, যুবক গ্রেপ্তার, প্রাক্তন মন্ত্রীর বাড়িতে হামলা, সল্টলেক ঘটনা

Jyotipriya Mallick: প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।

Salt Lake incident: রবিবার রাতে সল্টলেকের একটি অভিজাত আবাসিক এলাকায় তৃণমূল কংগ্রেসের দাপুটে নেতা তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে ঘটে গেল চাঞ্চল্যকর ঘটনা। অভিযোগ, রাতের অন্ধকারে এক যুবক তাঁর বাড়িতে ঢুকে আচমকা আক্রমণ চালায়। ঘটনায় মুহূর্তে উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। পরে নিরাপত্তারক্ষীদের তৎপরতায় ধৃত হয় ওই যুবক।

Advertisment

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্তের নাম অভিষেক দাস (বয়স প্রায় ৩০ বছর)। সে উত্তর ২৪ পরগনার হাবড়ার বাসিন্দা। বিধাননগর থানার এক ঊর্ধ্বতন আধিকারিক জানান, রাত প্রায় ৯টা নাগাদ জ্যোতিপ্রিয় মল্লিককে অনুসরণ করে অভিষেক তাঁর বাড়ির ভিতরে প্রবেশ করে। অভিযোগ, কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ করে সে প্রাক্তন মন্ত্রীর উপর ঝাঁপিয়ে পড়ে এবং তলপেটে ঘুষি মারে।

আরও পড়ুন- Kolkata News Live Updates: গুলির শব্দে ঘুম ভাঙল দক্ষিণ কলকাতার! সপ্তাহের শুরুতেই দুষ্কৃতী দাপট, জখম মহিলা হাসপাতালে

Advertisment

অচিরেই নিরাপত্তারক্ষী ও আশপাশের লোকজন ছুটে এসে ওই যুবককে আটক করেন। পরে তাঁকে বিধাননগর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ তৎক্ষণাৎ অভিযুক্তকে গ্রেপ্তার করে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।

আরও পড়ুন-Gold Price Today: তুমুল চাহিদাতে সোনার দাম বাড়ল না কমল? জানুন দিল্লি, মুম্বই এবং কলকাতায় আজ হলুদ ধাতুর দর

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, অভিষেক দাস দাবি করেছে যে সে তৃণমূল নেতার সঙ্গে “একটি কাজের বিষয়ে” কথা বলার জন্যই দেখা করতে গিয়েছিল। তবে ঠিক কী সেই কাজ, কেনই বা এই আক্রমণাত্মক আচরণ — তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। পুলিশ এই ঘটনার পেছনে কোনও ব্যক্তিগত শত্রুতা, মানসিক অস্থিরতা বা রাজনৈতিক উদ্দেশ্য আছে কি না, সবদিকই খতিয়ে দেখছে।

আরও পড়ুন-Women’s World Cup 2025: ইতিহাস গড়ল ভারতের মেয়েরা! হরমনপ্রীতের নেতৃত্বে বিশ্বকাপ জয়, উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

এদিকে, ঘটনার পর থেকেই সল্টলেকের ওই অভিজাত আবাসনে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলেও। প্রাক্তন মন্ত্রী আপাতত নিরাপদ আছেন বলে জানা গেছে।

Latest news west bengal latest news kolkata news Attacked Salt Lake Jyotipriyo Mallick