Advertisment

Abhishek Banerjee: কিছুদিন ধরেই তাঁর অনুপস্থিতি নজর এড়ায়নি, কোথায় ছিলেন? এখন কেমন আছেন? জানালেন অভিষেক

Abhishek Banerjee: গত কয়েক সপ্তাহ ধরে চিকিৎসকদের আন্দোলনের জেরে উত্তাল পরিস্থিতি। এই আবহে একটা বড় সময় অভিষেকের অনুপস্থিতি নজর এড়ায়নি।

author-image
IE Bangla Web Desk
New Update
TMC MP Abhishek Banerjee returned to Kolkata, কলকাতায় ফিরলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Abhishek Banerjee: আরজি কর কাণ্ডের (RG Kar Incident) পর থেকে একটানা কয়েক মাস ধরে উত্তাল পরিস্থিতি রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায়। একটানা আন্দোলন চালিয়ে যাচ্ছেন চিকিৎসকদের একটা বড় অংশ। সেই আন্দোলন নিয়ে শাসক-বিরোধী রাজনৈতিক নেতাদের নানা মন্তব্য করতে দেখা দিয়েছে বিভিন্ন সময়ে। কিন্তু এই আবহে একটা বড় সময় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) অনুপস্থিতি নজর ফিরেছে সবার। এই সময়টায় তিনি তাঁর চোখের অস্ত্রোপচার করিয়েছেন। তবে এখন তিনি কেমন আছেন? সে ব্যাপারে নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সবটা জানিয়েছেন।

Advertisment

এক্স হ্যান্ডলে কী লিখেছেন অভিষেক?

"আমার চোখের অস্ত্রোপচারের পর সবার শুভেচ্ছার জন্য আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাতে চাই। ২০১৬ সালে সড়ক দুর্ঘটনার পর থেকে, আমি আমার চোখ নিয়ে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি। এটি ছিল আমার অষ্টম অস্ত্রোপচার। এবার সবকিছু ভালোভাবেই হয়েছে। আমি এখন ভালো আছি। দ্রুত সুস্থ হতে আমাকে অস্ত্রোপচার পরবর্তী বেশ কিছু সতর্কতা অনুসরণ করতে হবে। আমি আশাবাদী এবং আন্তরিকভাবে আপনাদের সমস্ত ভালবাসা, উদ্বেগ, শুভেচ্ছার প্রশংসা করি।"

উল্লেখ্য, ২০১৬ সালে মুর্শিদাবাদে দলের কর্মসূচি সেরে ফিরছিলেন তিনি। সেই সময় হঠাছই দুর্ঘটনার কবলে পড়ে তাঁর গাড়ি। মারাত্মকভাবে জখম হন অভিষেক। তাঁর বাঁ চোখে গুরুতর আঘাত লাগে। সেই শুরু। এরপর থেকে বারবার চোখের চিকিৎসার জন্য তাঁকে দেশের বিভিন্ন হাসপাতালের পাশাপাশি বিদেশেও যেতে দেখা গিয়েছে।

আরও পড়ুন- Cyclone Dana Live Updates: ১২০ কিমি বেগে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড়, উত্তাল হচ্ছে বঙ্গোপসাগর

আরও পড়ুন- RG Kar Protest: 'অসহায় লাগছে, কিছু কথা বলতে চাই', শাহের সাক্ষাৎপ্রার্থী আরজি করের নির্যাতিতার মা-বাবা

আরও পড়ুন- Junior Doctors Movement: মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে চূড়ান্ত হতাশ, পর্যালোচনায় কী কী দেখছেন সিনিয়র চিকিৎসকরা?

অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন জানিয়েছেন চোখে এটা তাঁর অষ্টমবারের জন্য অস্ত্রোপচার হল। তবে আপাতত ভালো আছেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ। অস্ত্রোপচার পরবর্তী বেশ কিছু সতর্কতা আরও কিছুদিন তাঁকে নিতে হবে। সেই কারণেই আরও বেশ কিছুদিন চিকিৎসকদের পরামর্শ মতোই তাঁকে চলতে হবে বলে তিনি জানিয়েছেন।

Abhijit Banerjee Surgery eye health
Advertisment