/indian-express-bangla/media/media_files/2025/01/13/AXWROOIJRFz81ETMETt2.jpg)
প্রতীকী ছবি।
TMC Leader Killed:ফের নৃশংস খুন তৃণমূল নেতাকে। এবার বাঁকুড়ার সোনামুখীতে খুন তৃণমূল নেতা সেকেন্দার খান ওরফে সায়ন শেখ। চায়ের দোকানে আড্ডা মেরে বাড়ি ফেরার পথেই দুষ্কৃতীদের গুলিতে ঝাঁঝরা এলাকায় তৃণমূলের বুথ সভাপতি সেকেন্দার খান।
গত কয়েক সপ্তাহে রাজ্যের বিভিন্ন প্রান্তে একাধিক তৃণমূল নেতা-কর্মী খুন হয়েছেন। বেশ কিছু ক্ষেত্রে শাসকদলের অন্তর্দ্বন্দ্বেরই বলি হতে হয়েছে তৃণমূলের নেতা-কর্মীদের। উঠেছে এমনই অভিযোগ। জানা গিয়েছে, সোনামুখীর এই সেকেন্দার খান এলাকায় অত্যন্ত দাপুটে তৃণমূল নেতা বলে পরিচিত ছিলেন।
গতকাল সন্ধ্যেয় সোনামুখী বাজারে আড্ডা মারতে গিয়েছিলেন তিনি। রাতে গল্প-গুজব সেরে তিনি বাড়ি ফিরছিলেন। অন্ধকারে একটি ফাঁকা জায়গায় বাইকে চেপে বেশ কয়েকজন দুষ্কৃতী এসে তার রাস্তা আটকায়। ওই তৃণমূল নেতাকে ঘিরে ধরে পরপর বেশ কয়েক রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা।
গুলিবিদ্ধ হয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতেই লুটিয়ে পড়েন তিনি। এদিকে স্থানীয়রা ততক্ষণে গুলির শব্দ শুনে এলাকায় ছুটে এসেছেন। তারাই গুলিবিদ্ধ তৃণমূল নেতাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন। তবে শেষ রক্ষা হয়নি। চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
আরও পড়ুন- Migrant Workers Death: পরপর মৃত্যু! দেহ ফিরতেই গ্রামে বুক ফাটা কান্না, হাহাকার, স্বজন হারানো আর্তনাদ
এদিকে নৃশংস এই হত্যাকাণ্ডে সিপিএম এবং BJP-কেই দায়ী করেছে এলাকার তৃণমূল নেতৃত্ব। দুই দলের যোগসাজশেই তাদের ডাকাবুকো নেতা খুন হয়েছেন বলে অভিযোগ তৃণমূলের স্থানীয় নেতৃত্বের।
আরও পড়ুন-Former Mla Death:বাংলার রাজনীতির জগতে নক্ষত্র পতন! প্রয়াত ৮ বারের বিধায়ক
যদিও শাসকদলের এই অভিযোগ মানতে চাননি এলাকার বাম এবং BJP নেতৃত্ব। সংবাদমাধ্যমকে বিজেপি স্থানীয় নেতৃত্ব জানিয়েছেন, এই খুনের সঙ্গে বিজেপির কোনও যোগাযোগ নেই। তৃণমূলের অন্তর্কলহের জেরেই নৃশংস এই হত্যাকাণ্ড ঘটেছে বলে তাদের দাবি।