PM kisan yojana: প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা: কবে পাবেন ২১তম কিস্তির টাকা? রইল ব্রেকিং আপডেট

PM kisan yojana:বছরের পর বছর ধরে দেশের লক্ষ লক্ষ কৃষক প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা (PM-Kisan Samman Nidhi Yojana)-এর আওতায় আর্থিক সাহায্য পাচ্ছেন।

PM kisan yojana:বছরের পর বছর ধরে দেশের লক্ষ লক্ষ কৃষক প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা (PM-Kisan Samman Nidhi Yojana)-এর আওতায় আর্থিক সাহায্য পাচ্ছেন।

author-image
IE Bangla Web Desk
New Update
PM Kisan 21st installment, প্রধানমন্ত্রী কিষাণ যোজনা, পিএম কিষাণ সম্মান নিধি, কৃষক কিস্তি আপডেট, PM Kisan Samman Nidhi Yojana, ই-কেওয়াইসি যাচাইকরণ, কৃষক সহায়তা প্রকল্প, PM Kisan payment status, ২১তম কিস্তি কবে আসবে, PM Kisan portal check

কবে পাবেন ২১তম কিস্তি ?

PM kisan yojana: প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা: কবে পাবেন ২১তম কিস্তি?  কারা পাবেন সুবিধা? জানুন বিস্তারিত

Advertisment

বছরের পর বছর ধরে দেশের লক্ষ লক্ষ কৃষক প্রধানমন্ত্রী কিষাণ সম্মান  নিধি যোজনা (PM-Kisan Samman Nidhi Yojana)-এর আওতায় আর্থিক সাহায্য পাচ্ছেন। ২০১৯ সালে কেন্দ্রীয় সরকার এই প্রকল্পটি চালু করে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের আর্থিকভাবে সুরাহা দেওয়ার লক্ষ্যে। এই যোজনার অধীনে প্রত্যেক যোগ্য কৃষক প্রতি বছর মোট ৬,০০০ টাকা আর্থিক  সহায়তা পান, যেটি তিনটি কিস্তিতে সরাসরি তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়।

আরও পড়ুন- বুক কাঁপানো দুর্ঘটনা, ঝলসে মৃত্যুমিছিল, হাহাকার, আর্তনাদ, হাসপাতালে স্তূপাকৃতি দেহ, শোকপ্রকাশ মোদীর

Advertisment

সম্প্রতি, কেন্দ্রীয় সরকার গত ২ আগস্ট প্রকল্পটির ২০তম কিস্তির টাকা দিয়েছে। এরপর ২১তম কিস্তিও ঘোষণা করা হলেও, আপাতত তা পাঞ্জাব, হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডের প্রায় ২৭ লক্ষ বন্যাদুর্গত কৃষকের অ্যাকাউন্টে ট্রান্সফার  হয়েছে। বাকি কৃষকদের মধ্যে এখন বড় প্রশ্ন—কবে তাঁরা ২১তম কিস্তির টাকা পাবেন?  

প্রতিবেদন অনুযায়ী, প্রধানমন্ত্রী কিষাণ যোজনার ২১তম কিস্তি আগামী নভেম্বর মাসের মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হবে। অনেকেই আশা করেছিলেন দীপাবলির আগে কিস্তির টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার হবে, কিন্তু হয়নি। বর্তমানে এই বিষয়ে কেন্দ্রের তরফে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।

কারা পাবেন ২১তম কিস্তির সুবিধা?

সরকারি নির্দেশিকা অনুযায়ী, যেসব কৃষক ইতিমধ্যেই তাঁদের ই-কেওয়াইসি (e-KYC) এবং জমির রেকর্ড যাচাই সম্পন্ন করেছেন, শুধুমাত্র তাঁরাই ২১তম কিস্তির সম্পূর্ণ সুবিধা পাবেন। অন্যদিকে, যেসব কৃষক এখনও এই প্রক্রিয়া সম্পন্ন করেননি, তাঁদের কিস্তির টাকা  আপাতত স্থগিত থাকতে পারে। এছাড়া, আবেদনপত্রে ভুল তথ্য প্রদান বা অসম্পূর্ণ নথি জমা দিলে সেই কৃষকদের আবেদন বাতিল হতে পারে।

আরও পড়ুন- মত্ত অবস্থায় কালী মূর্তি ভাঙচুর নারায়ণের, গ্রেফতারির পর দাবি পুলিশের, শুভেন্দু দুষলেন তৃণমূলকেই

ই-কেওয়াইসি ও যাচাইকরণ কেন জরুরি?

প্রকল্পের সুবিধা নিরবচ্ছিন্নভাবে পেতে কৃষকদের অবশ্যই তাঁদের ই-কেওয়াইসি এবং জমির রেকর্ড যাচাই করে রাখতে হবে। ভুল তথ্য বা অসম্পূর্ণ নথি থাকলে তা দ্রুত সংশোধন করা জরুরি। শুধুমাত্র সঠিক ও যাচাইকৃত তথ্য থাকা কৃষকরাই পরবর্তী কিস্তির জন্য যোগ্য হবেন।

কিস্তির স্টেটাস কীভাবে জানবেন?

কৃষকরা পিএম কিষাণের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সহজেই তাঁদের কিস্তির স্টেটাস চেক করতে পারেন। পোর্টালে লগ ইন করার পর ‘Beneficiary Status’ অপশন থেকে জানা যাবে তাঁদের আবেদন বৈধ কিনা এবং কিস্তির টাকা অ্যাকাউন্টে এসেছে কি না। একইসঙ্গে, পোর্টালে ই-কেওয়াইসি, জমির রেকর্ড এবং ব্যাঙ্ক তথ্যও আপডেট করা যায়, যাতে ভবিষ্যতে কোনও জটিলতা না হয় এবং কিস্তির টাকা সময়মতো পৌঁছায়।

আরও পড়ুন- বাজি ফাটানোকে কেন্দ্র করে ধুন্ধুমার, তড়িঘড়ি বদলি জেলার পুলিশ সুপারকে

প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা শুধুমাত্র আর্থিক সহায়তা নয়—এটি দেশের কৃষকদের জন্য আত্মনির্ভরতার প্রতীক হয়ে উঠেছে। ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা এই সহায়তায় তাঁদের কৃষিকাজের খরচ মেটাতে সক্ষম হচ্ছেন, যা গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলছে।

PM Kisan Samman Nidhi