Advertisment

Narendra Modi-Kalyan Banerjee: 'উঙ্গলি ক্যায়সা হ্যায়?', সংসদে কল্যাণকে দেখেই প্রশ্ন মোদীর

Narendra Modi-Kalyan Banerjee: মাস দেড়েক আগে সংসদে ওয়াকফ বিল নিয়ে যৌথ সংসদীয় কমিটির বৈঠক হয়। সেই বৈঠকে উত্তেজিত হয়ে পড়েছিলেন কল্যাণ। কাচের বোতল আছড়ে ভেঙেছিলেন তিনি।

author-image
IE Bangla Web Desk
New Update
pm modi asks kalyan banerjee about his health,মোদী, কল্যাণ বন্দ্যোপাধ্যায়

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

pm modi asks kalyan banerjee about his health: এবার তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kalyan Banerjee) আঙুলের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। মঙ্গলবার সংসদে কল্যাণকে দেখেই মোদী জিজ্ঞেস করেন, "উঙ্গলি ক্যাসা হ্যায়?"। কল্যাণ সে প্রশ্নের উত্তর দিয়েই পাল্টা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শরীর কেমন আছে তার খোঁজ নেন।

Advertisment

মঙ্গলবার সংসদে 'সংবিধান দিবস' উপলক্ষে বিশেষ আলোচনা ছিল। গতকাল সংসদ ভবনে ঢোকার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে দেখে এগিয়ে আসেন। শ্রীরামপুরের তৃণমূল সাংসদকে প্রধানমন্ত্রী জিজ্ঞেস করেন,"আপনার আঙুল এখন কেমন আছে?" মোদীর সেই প্রশ্নের উত্তরে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, "একদম ঠিক আছে।" এরপরেই মোদীকে কল্যাণ পাল্টা জিজ্ঞাসা করেন, "আপনার শরীর কেমন আছে?" প্রধানমন্ত্রীও ঘাড় নেড়ে জানান তিনিও ঠিক আছেন।

উল্লেখ্য, মাসখানেক আগে সংসদে ওয়াকফ বিল (waqf bill) নিয়ে যৌথ সংসদীয় কমিটির বৈঠক হয়েছিল। সেই বৈঠকে হঠাৎই উত্তেজিত হয়ে পড়েছিলেন শ্রীরামপুরের বর্ষীয়ান তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সামনে থাকা একটি কাচের বোতল আছড়ে ভেঙে ফেলেছিলেন কল্যাণ। কাচের টুকরো তাঁর আঙুলে গিয়ে লাগে। সে সময় কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আঙুলে কয়েকটি সেলাই পর্যন্ত পড়েছিল। সেই ঘটনা নিয়ে তোলপাড় পড়ে গিয়েছিল সংসদে। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আচরণের জন্য তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছিলেন BJP সাংসদরা। 

আরও পড়ুন- West Bengal News Live: দিল্লিতে আজ তৃণমূল সাংসদদের নিয়ে বৈঠকে অভিষেক, সংসদে দলের রণকৌশল নিয়ে বার্তা

আরও পড়ুন- Cyclone Fengal Update: বঙ্গোপসাগরে আজই তৈরি হচ্ছে ঘূর্ণিঝড় 'ফেনজল', তছনছ হবে বাংলা? এক ঝড়েই শীতের দফারফা?

পাল্টা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও সেই সময় জানিয়েছিলেন, বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাঁকে উদ্দেশ্য করে একাধিক কটু কথা বলেছিলেন। মাথা ঠিক রাখতে না পেরে সেই কাণ্ড ঘটিয়ে ফেলেছিলেন কল্যাণ। তবে কাচের বোতল কারও দিকে ছুঁড়ে মারার তাঁর উদ্দেশ্য ছিল না বলেও স্পষ্ট করেছিলেন তৃণমূল সাংসদ।

আরও পড়ুন- Kolkata Metro: এসপ্ল্যানেড থেকে শিয়ালদহ মেট্রো ছুটবে কবে? পাতালপথে দুরন্ত পরিষেবার টাটকা আপডেট জানুন

গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তাঁর সামান্য আলাপচারিতার পরেই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা হয়েছিল যৌথ সংসদীয় কমিটির চেয়ারম্যান জগদম্বিকা পালের। জগদিম্বাকে এক প্রকার জড়িয়ে ধরতে দেখা গিয়েছে কল্যাণকে। হাসিমুখে দু'জনের কথাও হয়েছে। মাস দেড়েক আগে যৌথ সংসদীয় কমিটির চেয়ারম্যান জগদম্বিকা পাল অভিযোগ তুলেছিলেন যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তাঁকে লক্ষ্য করে কাচের বোতল ছুড়ে মারার চেষ্টা করেছিলেন। সেবারও সেই অভিযোগ অস্বীকার করেছিলেন কল্যাণ। গতকাল আবারো কল্যাণকে বলতে শোনা যায়, "আপনার প্রতি আমার প্রচুর ভালোবাসা রয়েছে। তবে কমিটির বৈঠকে লড়াই চলবে। বিরোধিতা আমি চালিয়ে যাব।" বুধবার ফের সংসদে ওয়াকফ বিল নিয়ে যৌথ কমিটির বৈঠক রয়েছে।

modi Kalyan Banerjee TMC MP
Advertisment