Advertisment

Cyclone Fengal Update: বঙ্গোপসাগরে আজই তৈরি হচ্ছে ঘূর্ণিঝড় 'ফেনজল', তছনছ হবে বাংলা? এক ঝড়েই শীতের দফারফা?

Bengal Weather Forecast, 27 November 2024: রাজ্যজুড়ে শীতের আমেজ। শহর থেকে জেলায় ঠান্ডার মেজাজ আরও চড়ছে। এরই মাঝে ঘূর্ণিঝড় নিয়ে আশঙ্কা বাড়ছে। একাধিক জেলায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা।

author-image
Nilotpal Sil
New Update
Cyclone Fengal Update,West Bengal Weather Update,ঘূর্ণিঝড় ফেনজল,আবহাওয়ার পূর্বাভাস

Cyclone Fengal Update: আশঙ্কা বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'ফেনজল'।

West Bengal Weather Update: রাজ্যজুড়ে শীতের আমেজ। জেলায়-জেলায় ঠান্ডার মেজাজ যেন আরও চড়ছে। এই পরিস্থিতিতে আজই বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে ঘূর্ণিঝড় 'ফেনজল' (Cyclone Fengal)। ঘূর্ণিঝড় আছড়ে পড়লে তার সরাসরি প্রভাব বাংলায় না পড়লেও পরোক্ষ প্রভাবে রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। দুর্যোগ কবে থেকে? কোন কোন জেলায়? সপ্তাহান্তে আরও নামবে পারদ? এসব নিয়েই রইল আজকের ওয়েদার আপডেট (Weather Update)।

Advertisment

ফের বৃষ্টির সম্ভাবনা :

সবে ঠান্ডার আমেজ চড়তে শুরু করেছে শহর থেকে জেলায়। এরই মাঝে ফের বৃষ্টির ভ্রুকুটি একাধিক জেলায়। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, অতি গভীর নিম্নচাপের পরোক্ষ প্রভাবে বাংলায় শনিবার থেকে সোমবারের মধ্যে বৃষ্টির (Rainfall) সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে দুই মেদিনীপুর এবং দুই ২৪ পরগনার উপকূলবর্তী এলাকাগুলিতে। সেই সঙ্গে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিংয়ে (Darjeeling)। আগামী ২৪ ঘণ্টায় কালিম্পঙের (Kalimpong) বেশ কিছু এলাকায় হালকা বৃষ্টি হতে পারে।

শীতের আমেজ কমবে :

এই পর্বে আগামী শুক্রবার পর্যন্ত উত্তর ও দক্ষিণবঙ্গে শীতের আমেজ থাকবে। তবে শুক্রবারের পর থেকে শীতের আমেজ কমতে শুরু করবে। হঠাৎ করে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে যাওয়াতেই পরিস্থিতির বদল লক্ষ্য করা যাবে। উত্তরবঙ্গের ক্ষেত্রে পার্বত্য জেলা দার্জিলিং ছাড়াও জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, মালদায় কুয়াশার দাপট দেখা যাবে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে পশ্চিমের জেলা পশ্চিম বর্ধমান, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়ার মতো কয়েকটি জেলায় কুয়াশা থাকবে সকালের দিকে।

আরও পড়ুন- West Bengal News Live: হাওড়ামুখী ট্রেনের কামরায় নৃশংস খুন, নাটকীয় অভিযানে গ্রেফতার 'সিরিয়াল কিলার'

আরও পড়ুন- Kolkata Metro: এসপ্ল্যানেড থেকে শিয়ালদহ মেট্রো ছুটবে কবে? পাতালপথে দুরন্ত পরিষেবার টাটকা আপডেট জানুন

ঘূর্ণিঝড় এগোবে কোন দিকে?

আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, বুধবার দুপুরের মধ্যে ঘূর্ণিঝড় 'ফেনজল' তৈরি হবে। সেই ঘূর্ণিঝড় শক্তি বাড়িয়ে তামিলনাড়ুর উপকূলের দিকে এগিয়ে চলবে। ঘূর্ণিঝড়ের 'ফেনজল' নাম দিয়েছে সৌদি আরব।

আরও পড়ুন- Malda News: এই ঘটনা জানলে গা শিউরে উঠবে! মাত্র ২০ টাকার জন্য এ ছেলে যা ঘটাল...

শীতের পথে বাধা হতে পারে ঘূর্ণিঝড়?

এখনও পর্যন্ত তেমন কোনও আশঙ্কা করছেন না আবহাওয়াবিদরা। তবে ঘূর্ণিঝড়ের পরোক্ষ প্রভাবে শুক্রবারের পর রাতের তাপমাত্রা সামান্য বাড়লেও দিনের তাপমাত্রা কমতে পারে। নভেম্বরের শেষে রাতের তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছে যেতে পারে। শহর কলকাতায় বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রির ঘরে রয়েছে। হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, আগামী তিন-চার দিনের মধ্যে সেই তাপমাত্রা ৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে।

cyclone Alipore Weather Office Alipur weather Office Bengal Weather Cyclone Fengal Update Cyclone Fengal Fengal
Advertisment