PM Modi in Varanasi: বারাণসীতে পৌঁছে পহেলগাঁও হামলার কথা 'স্মরণ' প্রধানমন্ত্রী মোদীর। পাশাপাশি, তিনি কাশীতে ২২০০ কোটি টাকার ৫২টি প্রকল্পের উদ্বোধন করেন। এছাড়াও, তিনি কৃষকদের জন্য সম্মান নিধি যোজনার ২০তম কিস্তির উদ্বোধন করেন।
বারাণসীর বনৌলিতে এক বিশাল জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ‘অপারেশন সিন্দুর’-এর সাফল্যের জন্য ‘বাবা বিশ্বনাথ’-এর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “মহিলাদের সিঁদুর মুছে দেওয়ার প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি পূরণ হয়েছে।” শ্রাবণ মাসের পবিত্র দিনে কাশী সফরে এসে তিনি কাশীর জনগণকে ‘পরিবার’ বলে অভিহিত করেন পাশাপাশি মোদী এদিন পহেলগাঁও হামলার কথা স্মরণ করেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার তাঁর সংসদীয় কেন্দ্র বারাণসী সফরে এসে বনৌলির বিশাল জনসভায় বক্তব্য রাখেন। মোদী বলেন, “আজ অপারেশন সিন্দুরের পর প্রথমবার কাশীতে এসেছি। আমি বাবা বিশ্বনাথকে প্রণাম জানাই। এই পবিত্র শ্রাবণ মাসে কাশীর মানুষের সঙ্গে যুক্ত হওয়ার থেকে বড় কিছু হতে পারে না।” তিনি বলেন, “২২ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ২৬ জন নিরীহ মানুষ প্রাণ হারিয়েছিলেন। সেই সময় আমি বাবা বিশ্বনাথের কাছে প্রার্থনা করেছিলাম যাতে নিহতদের পরিবার সেই যন্ত্রণা সহ্য করার সাহস পান। আজ আমি বলতেই পারি—মহিলাদের সিঁদুরের প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি পূরণ হয়েছে, মহাদেবের আশীর্বাদেই তা সম্ভব হয়েছে।” মোদী আরও বলেন, “শ্রাবণ মাসে কাশী এসে আমার পরিবারের মানুষের সঙ্গে দেখা করার সুযোগ পেয়েছি। কাশীর প্রতিটি পরিবারকে আমার প্রণাম।”
২২০০ কোটি টাকার প্রকল্পের উপহার বারাণসীকে
প্রধানমন্ত্রী মোদীর সফরে বারাণসীতে ২২০০ কোটি টাকার ৫২টি প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। একইসঙ্গে, দেশের ৯.৭ কোটি কৃষককে সম্মান নিধির ২০তম কিস্তি (২০,৫০০ কোটি টাকা) প্রদান করা হয়।
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বনৌলির মঞ্চে প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে বলেন, “অপারেশন সিন্দুরের সাফল্যের পর প্রধানমন্ত্রী কাশীতে এসেছেন। এই নতুন ভারত শত্রুর ঘরে ঢুকে জবাব দিতে জানে।”