Rahul Gandhi On ECI: 'লোকসভা নির্বাচনে বিরাট কারচুপি', ভয়ঙ্কর অভিযোগে তোলপাড় দেশ

Rahul Gandhi: লোকসভা নির্বাচনে কারচুপির অভিযোগ এনে তীব্র আক্রমণে সরব হলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। দিল্লিতে কংগ্রেসের আইনি সম্মেলনে তিনি বলেন, ভারতের নির্বাচন ব্যবস্থা এখন ‘মৃত’। তিনি জানান, ২০২৪ সালের লোকসভা ভোটে বড়সড় কারচুপি হয়েছে এবং কংগ্রেস শীঘ্রই এমন প্রমাণ সামনে আনবে, যা গোটা দেশকে নাড়িয়ে দেবে।

Rahul Gandhi: লোকসভা নির্বাচনে কারচুপির অভিযোগ এনে তীব্র আক্রমণে সরব হলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। দিল্লিতে কংগ্রেসের আইনি সম্মেলনে তিনি বলেন, ভারতের নির্বাচন ব্যবস্থা এখন ‘মৃত’। তিনি জানান, ২০২৪ সালের লোকসভা ভোটে বড়সড় কারচুপি হয়েছে এবং কংগ্রেস শীঘ্রই এমন প্রমাণ সামনে আনবে, যা গোটা দেশকে নাড়িয়ে দেবে।

author-image
IE Bangla Web Desk
New Update
Rahul Gandhi To Visir Bihar

রাহুল গান্ধী (ফাইল চিত্র)

Rahul Gandhi On ECI:  'লোকসভা নির্বাচনে কারচুপি ভয়ঙ্কর অভিযোগে ধুন্ধুমার দেশ, ভারতে নির্বাচনী ব্যবস্থা 'মৃত' বলে কটাক্ষ বিরোধী দলনেতা রাহুল গান্ধীর। নির্বাচন কমিশনের উপর রাহুল গান্ধীর সবচেয়ে বড় আক্রমণে তোলপাড় দেশ।

Advertisment

মুহুর্মুহু গুলির আওয়াজে ফের উপত্যকায় আতঙ্ক, এনকাউন্টারে নিকেশ এক জঙ্গি, চলছে সার্চ অপারেশন

লোকসভার বিরোধী দলনেতা নির্বাচনী ব্যবস্থার উপর তীব্র আক্রমণ শানিয়ে বলেছেন যে ভারতের নির্বাচন ব্যবস্থা মৃত। নয়াদিল্লিতে কংগ্রেসের বার্ষিক আইনি সম্মেলনে বক্তৃতা দেওয়ার সময় দেশের নির্বাচনী ব্যবস্থার উপর এক বিরাট আক্রমণ করেন রাহুল গান্ধী। তিনি বলেন, 'ভারতের নির্বাচন ব্যবস্থা ইতিমধ্যেই মৃত।'

Advertisment

রাহুল গান্ধী দাবি করেন, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে ব্যাপক কারচুপি হয়েছে। কংগ্রেস সেই কারচুপির প্রমাণ উপস্থাপন করবে। বিরোধী দলনেতা এদিন বলেন, কংগ্রেস আগামী দিনে এমন প্রমাণ উপস্থাপন করবে যা প্রমাণ করবে কীভাবে কারচুপি করা হয়েছিল, সেই প্রমাণ দেশবাসীর চোখ খুলে দেবে। তিনি আরও বলেন, 'আমরা আগামী দিনে দেখাবো কিভাবে লোকসভা নির্বাচন কারচুপি করা যেতে পারে এবং তা করা হয়েছিল।' বিজেপি খুব কম সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছে, কারচুপি না করা হলে মোদী প্রধানমন্ত্রী হতেন না বলেও আক্রমণ শানান রাহুল।

কংগ্রেস সাংসদ বলেন, 'আসল সত্যি কথা হল, যদি ১৫টি আসনে কোনও কারচুপি না হত তাহলে নরেন্দ্র মোদী আজ ভারতের প্রধানমন্ত্রী হতেন না।' নির্বাচন প্রক্রিয়াকে অকার্যকর বলে বর্ণনা করে তিনি বলেন যে 'ভারতের নির্বাচন ব্যবস্থা এখন মৃত।' রাহুল গান্ধী এই সময় প্রাক্তন অর্থমন্ত্রী অরুণ জেটলির বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছিলেন। তিনি বলেছিলেন যে যখন তিনি তিনটি কৃষি আইনের বিরোধীতা করছিলেন, তখন অরুণ জেটলিকে তাকে হুমকি দেওয়ার জন্য পাঠানো হয়েছিল। তিনি বলেন, 'আমার মনে আছে যখন আমি কৃষি আইনের বিরোধিতা করছিলাম, তখন অরুণ জেটলিজি আমাকে হুমকি দিতে এসেছিলেন। তিনি আমাকে বলেছিলেন যে যদি আপনি সরকারের বিরোধিতা এবং কৃষি আইনের বিরুদ্ধে লড়াই চালিয়ে যান, তাহলে আমাদের আপনার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।' এর জবাবে রাহুল গান্ধী বলেন, 'হয়তো আপনি জানেন না আপনি কার সাথে কথা বলছেন।'

প্রায় বছর খানেক বন্ধ কবি সুভাষ মেট্রো স্টেশন, যাত্রীদের সুবিধার্থে বাম্পার বন্দোবস্ত রাজ্যের

রাহুল গান্ধী, এই সপ্তাহের শুরুতে সংসদ ভবনে সাংবাদিকদের সাথে কথা বলার সময় বলেছিলেন যে কংগ্রেস ইতিমধ্যে নির্বাচন ব্যবস্থায় কারচুপি সংক্রান্ত এমন প্রমাণ পেয়েছে যা সামনে আনা হলে "পরমাণু বোমা"র মত দেশ কেঁপে উঠবে। ভোটার তালিকায় ব্যাপকভাবে কারচুপি করা হয়েছে বলে অভিযোগ করে তিনি বলেন, "নির্বাচন কমিশন আমাদের সাহায্য করছিল না বলে আমরা গভীরভাবে তদন্ত করেছি। আমরা যা পেয়েছি তা হল একটি 'পরমাণু বোমা'।

চালু 'পাড়া সমাধান', রাজ্যের নয়া প্রকল্পে কোন কোন সমস্যায় চটজলদি কাজ? সুবিধার্থে জানুন

 

rahul gandhi