Advertisment

Howrah Taxi Stand: একেবারে ফিল্মি কায়দায় হানা, হাওড়ায় ট্যাক্সিস্ট্যান্ডে 'দালালরাজ' বন্ধে নাটকীয় অভিযান!

Howrah Taxi Stand: হাওড়া স্টেশনের বাইরে ট্যাক্সিস্ট্যান্ডে 'দালালরাজ' নিয়ে অভিযোগ নতুন নয়। অনেক ক্ষেত্রেই নির্ধারিত ভাড়ার চেয়ে অনেক বেশি ভাড়া দাবি করেন ট্যাক্সিচালকদের একাংশ। তা নিয়ে যাত্রীদের সঙ্গে প্রায়শই বচসা বাধে তাঁদের।

author-image
IE Bangla Web Desk
New Update
Howrah News, হাওড়ার খবর, howrah latest news,হাওড়ার লেটেস্ট খবর, howrah station, হাওড়া স্টেশন , howrah station security, rpf, topb, rpf special team, আরপিএফের বিশেষ দল

Howrah Taxi Stand: হাওড়া স্টেশনের বাইরে ট্যাক্সি স্ট্যান্ড।

Howrah Station, Howrah Taxi Stand, Taxi Stand, police, Howrah Police, arrest, হাওড়া ট্যাক্সি স্ট্যান্ড,হাওড়া স্টেশন,হাওড়াHowrah Taxi Stand: হাওড়া স্টেশনের ট্যাক্সিস্ট্যান্ডে 'দালালচক্র' নিয়ে অভিযোগ নতুন নয়। দীর্ঘদিন ধরে এই অভিযোগ ওঠে। কখনও কখনও নির্ধারিত ভাড়ার দুই কিংবা তিন গুণের বেশি টাকা চাওয়া হয় বলেও অভিযোগ উঠেছে। এবার হাওড়া স্টেশনের বাইরে ট্যাক্সিস্ট্যান্ডে 'দালালচক্র'-এর বিরুদ্ধে কোমর বেঁধে অভিযানে পুলিশ। পুলিশের পোশাকে নয়, যাত্রী সেজে এই অভিযান চালায় পুলিশ।

Advertisment

একেবারে যাত্রী সেজে হাওড়া স্টেশনের বাইরে ট্যাক্সিস্ট্যান্ডে পুলিশ হানা দিয়েছিল। ট্যাক্সি এবং অ্যাপক্যাব পরিবহণে 'দালালরাজ' নিয়ে দীর্ঘদিনের অভিযোগ। রাজ্য সরকার এই অভিযোগের নিরসণে 'যাত্রীসাথী' অ্যাপ চালু করেছে। সেই অ্যাপটিতে অ্যাক্সেস করলে কোন জায়গা থেকে কোন পর্যন্ত আপনি যাবেন, নির্দিষ্ট দূরত্ব দেখিয়ে তার একটি ভাড়া নির্ধারণ করে দেওয়া হয়েছে। সেই ভাড়াই নিতে হয় চালকদের, এটাই নিয়ম। 

কিন্তু অভিযোগ, 'যাত্রীসাথী' অ্যাপে একটি নির্দিষ্ট দূরত্বে যেতে যে পরিমাণ ভাড়ার অঙ্ক দেখানো হয় তার থেকেও বহুগুণ বেশি ভাড়া নিয়ে থাকেন ট্যাক্সিচালকদের একাংশ। বিভিন্ন সময়ে হাওড়া স্টেশনের বাইরে এমন অভিযোগ বিস্তর উঠেছে। ট্যাক্সিস্ট্যান্ডে এই 'দালালরাজ' খতম করতে কোমর বেঁধে অভিযান নেমেছে হাওড়া পুলিশ কমিশনারেট।

আরও পড়ুন- West Bengal News Live Updates: 'এক হ্যায় তো সেফ হ্যায়', শুভেন্দুর 'গরমাগরম' ভাষণ মারাঠাভূমে, বক্তব্যে বারবার বাংলার প্রসঙ্গ

আরও পড়ুন- Digha: পর্যটকদের মনোরঞ্জনে স্বপ্নের উদ্যোগ! দিন কয়েকেই দিঘার মুকুটে জুড়ছে নতুন পালক

সম্প্রতি হাওড়া পুলিশ কমিশনারেটের দুই কর্তা নিজেদের 'দম্পতি' পরিচয় দিয়ে একটি ট্যাক্সিতে ওঠেন। সেই ট্যাক্সিতে একটি নির্দিষ্ট দূরত্বে যেতে 'যাত্রীসাথী' অ্যাপে যে ভাড়া দেখানো হয়, তার প্রায় চার গুণ টাকা ভাড়া হিসেবে দাবি করেন ওই ট্যাক্সিচালক।

আরও পড়ুন- West Bengal Weather Update: শীত নিয়ে সাড়াজাগানো খবর! ভেঙে চুরমার হবে আগের অনেক রেকর্ডই! জানুন লেটেস্ট আপডেট

এরপরেই ওই ট্যাক্সিচালককে গ্রেফতার করা হয়। গত কয়েকদিনে হাওড়া স্টেশনের বাইরে ট্যাক্সিস্ট্যান্ডে নিয়ম বহির্ভূতভাবে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগে ১০ জনেরও বেশি ট্যাক্সিচালককে গ্রেফতার করেছে হাওড়া পুলিশ কমিশনারেট। হাওড়া পুলিশ কমিশনারেট সূত্রে জানানো হয়েছে, এই ধরনের অভিযান আরও চলবে। যাঁরা যাত্রীদের ঠকিয়ে অতিরিক্ত ভাড়া আদায় করছেন তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করবে পুলিশ।

Howrah Taxi Stand Howrah Station Howrah Howrah-Hooghly
Advertisment